আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd

এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই, আশা করি

আল্লাহর রহমতে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আবারও হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

ছাত্র জীবনে আমাদের অনেক

দরকারি কাজে বন্ধু বান্ধবদের থেকে সাহায্য সহযোগিতা

নিতে হয়,

আবার অনেক ক্ষেত্রে পড়াশোনা এর জন্যও অনেক

কিছু করতে হয়।

আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো

কয়টি অ্যাপস যা আপনার

ব্যাক্তি জীবনে+ছাত্র জীবনে কাজে লাগবে।

অনেক সময় দেখা যায় আপনি একটা গণিত,

সমাধান করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মিলাতে

পারছেন না, এমন সময় আপনার

কাছে কেউ নেই যেই আপনাকে এই সমস্যা

সমাধান বের করতে সাহায্য করবে।

এই অবস্থায় আপনাকে সাহায্য করবে Photomath অ্যাপ

আপনি যেই প্রশ্ন পারছেন না, সেটার

ছবি তুলে অ্যাপ এ দিলে আপনাকে সমাধান বের

করতে সাহায্য করবে Photomath অ্যাপ।

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন

আমাদের অনেক সময় দেখা যায় আমরা,

ইংরেজীতে অনেক সমস্যা ফিল করি,

কিন্তু ইংরেজী শিখতে হলে অবশ্যই

চর্চা করতে হবে, কিন্তু দেখা গেলো

আপনার পাশে কেউ নেই যার সাহায্যে আপনি

ইংরেজীতে কথা বলবেন। এমন সময় আপনাকে

সাহায্য করবে Buddytalk অ্যাপ।

এই অ্যাপ এ আপনি ইংরেজীতে কথা

বলার জন্য পার্টনার খুজে পাবেন।

এবং খুব সহজে তাদের সাথে নিয়মিত

ইংরেজীতে কথা বলতে বলতে আপনি

ইংরেজী টা রপ্ত করে ফেলতে পারবেন।

এই অ্যাপস এর লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না

এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত,

আপনারা একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে

“Buddytalk”

লিখে সার্চ করলে পেয়ে যাবেন।

অনেকসময় দেখা যায়, শিক্ষক হোম ওয়ার্ক করতে

দিয়েছে বা নোট করতে দিয়েছে

আপনি করেন নি, আপনার বন্ধু করেছে,

তখন আপনি কি করবেন?

এই সময় আপনাকে সাহায্য করবে CamScanner অ্যাপ

যা ব্যাবহার করে আপনি খাতার ছবি তুলে

পিডিএফ ফাইল তৈরী করে নিতে পারবেন।

এবং এটি আপনার ফোনে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত,,

ছাত্র জীবনে এইসব প্রয়োজনীয় অ্যাপস গুলো অনেক

দরকার পড়ে, সুতরাং সবার উচিত এইগুলা অ্যাপস গুলো

ফোনে ইন্সটল করে রাখা।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

দেখা হবে নতুন একটি পোষ্ট নিয়ে খুব শীঘ্রই।

সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এবং Trickbd

এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

10 thoughts on "ছাত্র জীবনে প্রয়োজনীয় কয়টি অ্যাপস যা সবার কাজে লাগবে!!"

  1. Shakib Expert Author says:
    > ভালো Collection, আশাকরি আরেকটু গুছিয়ে লিখবেন। (Just A Compliment Don’t Mind, You are Doing Good Enough)
    1. Shakib Expert Author says:
      গুছিয়ে বলতে Text/Design/Html_Code এইগুলোর প্রয়োগ বাড়াতে পরামর্শ রইল
    2. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Accha bro
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you so much bro
  2. holoin Subscriber says:
    এইসব গোয়া মারার এপ আমাদের লাগেনা
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you ?
    2. abir Author says:
      Wlc

Leave a Reply