আসসালামু আলাইকুম 

কেমন আছেন সবাই,  আশা করি সকলে অনেক ভালো আছেন। বহু প্রতিক্ষার পর ২৭ আগষ্ট ২০২২ এ শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। অনেকে এশিয়া কাপ মোবাইলে  দেখার জন্য নানান ধরণের apps খুজে ব্যবহার করবেন। তাদের জন্য একটি দারুণ apps নিয়ে হাজির হলাম। যে apps দিয়ে এশিয়া কাপ ছাড়াও সকল ধরণের খেলা উপভোগ করতে পারবেন ফ্রিতে।

Apps এর নাম RTS TV ,  এটি বাংলাদেশ এর ই তৈরি, শুরুতে ইন্ডিয়ান নাম দেখে বিভ্রান্ত হবেন না। এর মধ্যে হাজার এর উপর চ্যানেল আছে। 

ক্রিকেট,  ফুটবল,  বাংলাদেশ,  ইন্ডিয়ান,  ইন্ডিয়ান কোলকাতা, পাকিস্তানি,  ইনফরমেশন,  বাচ্চের বিনোদন এর জন্য কিডস চ্যানেল কি নেই এই apps এ। 

তো অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন > Link 1

Link 2
ডাউনলোড করার পর ওপেন করলে ভিতরে এমন আসবে, এই গুলো ক্যাটাগরি। এই সব ক্যাটাগরি থেকে আপনার পছন্দের চ্যানেল দেখতে পারবেন। উপরে সার্চ বক্স ও আছে। তা দিয়ে সার্চ করতেও পারবেন।
আমি GTV প্লে করে দেখালাম

এরপর নিচে পাবেন Live Event এখানে প্রতিদিন এর লাইভ খেলা দেখতে পারবেন।তো দেখার জন্য এখানে ক্লিক করলে এমন আসবে।
যে কোন ইভেন্ট এ ক্লিক করে খেলা দেখতে পারবেন।
আবার MB কম থাকলে  ভিডিও কোয়ালিটি কামাতে পারবেন। তার জন্য আমার দেখানো স্থানে ক্লিক করুন।
সেটিংস এর মত স্থানে ক্লিক করার সাথে সাথে এমন আসবে। এখান থেকে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারবেন।

এই Apps এ সব ধরণের চ্যানেল পাবেন। তাই Apps টি ডাউনলোড করে রাখুন। এই apps টি Android TV তেও ব্যবহার করতে পারবেন। যা রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে।

তো ভালো থাকবেন সবাই – ধন্যবাদ

13 thoughts on "এশিয়া কাপ সহ সকল ধরণের খেলা লাইভ দেখুন ফ্রিতে। এ ছাড়া রয়েছে ১হাজার+ চ্যানেল ফ্রিতে দেখার সুযোগ।"

  1. Avatar photo M+S Author says:
    অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    আমিও ১ বছর আগে চালাইতাম কিনতু মাজে সময় তারা তাদের সার্ভার ওফ রেখেছিলো চলছিলো না
  3. Avatar photo MD FAYSAL Contributor says:
    আমিও ১ বছর আগে চালাইতাম কিনতু মাজে সময় তারা তাদের সার্ভার ওফ রেখেছিলো চলছিলো না
  4. Abdur Rahman abrahman_55 Contributor says:
    Opps Sorry.

    server error

  5. Shanto9966 Contributor says:
    চলেনা?
  6. rakibroni.freelancergmail.com Contributor says:
    eTa problem korle,,,,
    HD StreamZ use korte paren
  7. Avatar photo Roach-backed Contributor says:
    Need pc Version
  8. Avatar photo Shakib Expert Author says:
    Jossss???
  9. Avatar photo Najmul Islam Author says:
    app vlo but ipl or bd er khelar somoy sob sever busy hoye jay…. ?
  10. Avatar photo Md Mahabub Khan Author says:
    দেখতে কি এমবি লাগবে?

Leave a Reply