ট্রিকবিডিতে এর আগেও Terabox নিয়ে পোস্ট করা আছে, তাই বিস্তারিত লিখলাম না। তবে যারা এ শব্দ প্রথম শুনলেন, তাদের জন্য সংক্ষেপে বলি-
Terabox একটি ক্লাউড সেবা যেটি ১০২৪জিবি অর্থাৎ ১টিবি ক্লাউড স্টোরেজ বিনামুল্যে আমাদের দেয়। কিন্তু সেটা অনেক বেশি এড শো করে, যেটার কারণেই আমরা মুলত এই ফ্রী স্টোরেজ পাই।
তাই এই মোড ব্যবহার করতে পারেন এড এর ঝামেলা থেকে মুক্ত হতে।
মোড এর সুবিধাঃ
১। কোনো প্রকার ভিডিও এড নেই। (অ্যাপ এ ঢুকার সময় শুধু ১/২টা ফটো এড আসে, যেটা এক ক্লিকেই সরে যায়, তাই সেটা বিরক্তিকর নয়)
২। ডাউনলোড স্পীড অফিশিয়াল ভার্শন থেকে প্রায় ২০০কেবি বেশি পাবেন।
৩। নটিফিকেশন টুল বক্স একবার কেটে দিলে আর শো করে না। (মুল অ্যাপ এ এই নটিফিকেশন টা খুব বিরক্তি করে)
মোড এর অসুবিধাঃ
Terabox এর ইউজার প্রাইভেসিঃ
টেরাবক্স এর ইউজার প্রাইভেসি নিয়ে কতটা কেমন, তা জানিনা। তবে যেহেতু প্লে-স্টোর থেকেই অনুমোদিত এবং অনেক সময়কাল ধরেই সেবা দিয়ে আসছে, তাই বিশ্বাস করা যায়। তবে, এই অ্যাপ এ কোনো কিছু আপলোড দিলে সেটা ডিফল্ট ভাবেই পাবলিক হয় থাকে, অর্থাৎ কেউ লিংক পেলেই ঢুকতে পারবে। তাই নিজেকে প্রাইভেট অপশন চালু করে আপলোড দিতে হয়।
Terabox মোড এর ইউজার প্রাইভেসিঃ
ফেসবুক ইউজার লগিন API টা টেরাবক্স এর অফিশিয়াল ই। তাই, টেরাবক্স কে বিশ্বাস করলে, এই মোড কেও লগিন এর ক্ষেত্রে বিশ্বাস করা সমান।
ফাইলঃ
Size: 52 MB
Password: 12345
Link: Google Drive
নিচে কিছু স্ক্রীনশট দিলাম অ্যাপ ইন্টারফেসের।
এ পর্যন্তই।
১০২৪জিবি স্টোরেজ ফ্রী যেহেতু দিচ্ছে, কোনো দুর্বলতা তো আছেই। Terabox এ অত্যন্ত প্রাইভেট কিছু না রাখাই উত্তম বলে মনে করি।
Bolci je Ei niye already post ase amar.
আপনি বোধহয় আমার লেখা গুলা পড়েন নি। আমি পোস্ট এর শুরুতেই বলেছি এটা নিয়ে পোস্ট আছে। কিন্তু, আমি এটার মোড ভার্সন দিচ্ছি, যেটা পুর্বে দেয়া হয়নি।