ট্রিকবিডিতে এর আগেও Terabox নিয়ে পোস্ট করা আছে, তাই বিস্তারিত লিখলাম না। তবে যারা এ শব্দ প্রথম শুনলেন, তাদের জন্য সংক্ষেপে বলি-
Terabox একটি ক্লাউড সেবা যেটি ১০২৪জিবি অর্থাৎ ১টিবি ক্লাউড স্টোরেজ বিনামুল্যে আমাদের দেয়। কিন্তু সেটা অনেক বেশি এড শো করে, যেটার কারণেই আমরা মুলত এই ফ্রী স্টোরেজ পাই।

তাই এই মোড ব্যবহার করতে পারেন এড এর ঝামেলা থেকে মুক্ত হতে।

ক্রেডিটঃ

মোড এর সুবিধাঃ
১। কোনো প্রকার ভিডিও এড নেই। (অ্যাপ এ ঢুকার সময় শুধু ১/২টা ফটো এড আসে, যেটা এক ক্লিকেই সরে যায়, তাই সেটা বিরক্তিকর নয়)
২। ডাউনলোড স্পীড অফিশিয়াল ভার্শন থেকে প্রায় ২০০কেবি বেশি পাবেন।
৩। নটিফিকেশন টুল বক্স একবার কেটে দিলে আর শো করে না। (মুল অ্যাপ এ এই নটিফিকেশন টা খুব বিরক্তি করে)

মোড এর অসুবিধাঃ

১। ফেসবুক ছাড়া অন্য কোনো একাউন্ট দিয়ে লগিন করতে পারবেন না।

Terabox এর ইউজার প্রাইভেসিঃ
টেরাবক্স এর ইউজার প্রাইভেসি নিয়ে কতটা কেমন, তা জানিনা। তবে যেহেতু প্লে-স্টোর থেকেই অনুমোদিত এবং অনেক সময়কাল ধরেই সেবা দিয়ে আসছে, তাই বিশ্বাস করা যায়। তবে, এই অ্যাপ এ কোনো কিছু আপলোড দিলে সেটা ডিফল্ট ভাবেই পাবলিক হয় থাকে, অর্থাৎ কেউ লিংক পেলেই ঢুকতে পারবে। তাই নিজেকে প্রাইভেট অপশন চালু করে আপলোড দিতে হয়।

Terabox মোড এর ইউজার প্রাইভেসিঃ
ফেসবুক ইউজার লগিন API টা টেরাবক্স এর অফিশিয়াল ই। তাই, টেরাবক্স কে বিশ্বাস করলে, এই মোড কেও লগিন এর ক্ষেত্রে বিশ্বাস করা সমান।

ফাইলঃ

Size: 52 MB

Password: 12345

Link: Google Drive

নিচে কিছু স্ক্রীনশট দিলাম অ্যাপ ইন্টারফেসের।




এ পর্যন্তই।

১০২৪জিবি স্টোরেজ ফ্রী যেহেতু দিচ্ছে, কোনো দুর্বলতা তো আছেই। Terabox এ অত্যন্ত প্রাইভেট কিছু না রাখাই উত্তম বলে মনে করি।

24 thoughts on "১০২৪ জিবি ক্লাউড স্টোরেজ Terabox এর মোড ভার্শন নিয়ে নিন [Reduced-Ads + High-Speed]"

    1. Avatar photo V Author Post Creator says:
      “re”?
    2. Avatar photo abir Author says:
      Sorry for that comments ta ja lekha hoice Seta Jay ni ……
      Bolci je Ei niye already post ase amar.
    3. Avatar photo V Author Post Creator says:
      ওহ। হ্যা, সেটা আমি প্রথমেই উল্লেখ করেছি পোস্টে। কিন্তু আমি মোড ভার্সন নিয়ে পোস্ট করেছি।
  1. Avatar photo Haque Battery Contributor says:
    Terabox er speed khub kom official ta. Tai Mega use kori
    1. Avatar photo V Author Post Creator says:
      হ্যা। MEGA তে ম্যাক্সিমাম স্পীড পাওয়া যায়।
    1. Avatar photo V Author Post Creator says:
      “Re” বলতে কি repost বুঝাচ্ছেন?
      আপনি বোধহয় আমার লেখা গুলা পড়েন নি। আমি পোস্ট এর শুরুতেই বলেছি এটা নিয়ে পোস্ট আছে। কিন্তু, আমি এটার মোড ভার্সন দিচ্ছি, যেটা পুর্বে দেয়া হয়নি।
    2. Avatar photo abir Author says:
      Ji na report bujai ni …vhul kore shodo re Cole gece
  2. Avatar photo Shakib Expert Author says:
    cloud storage ki mod use kora safe?
    1. Avatar photo V Author Post Creator says:
      ক্লাউড স্টোরেজ সার্ভার বেসড হয়, সেটা মোড করা যায় না। অ্যাপ টা মোড করা। তাই এটা সেফ। ☺️
    2. Avatar photo Ridoy6979 Contributor says:
      Ami mone kori mod kono kisui valona
    3. Avatar photo V Author Post Creator says:
      মোড ইউজ করা অনৈতিক। কিন্তু, নীতির পথে চললে তো এন্ড্রয়েড ইউজ করে কেউ মজা পাবে না। ?
  3. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    সর্বোচ্চ ডাউনলোড স্পীড কত পাওয়া যায় এইটাই?
    1. Avatar photo V Author Post Creator says:
      আমার 8Mbps লাইনে ৭০০কেবি র উপরে স্পীড পাইনি।
  4. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    তাহলে মোটামুটি ভালই স্পীড। তবে মনে হয় না সেইরকম প্রাইভেসি আছে। যেহুতু Chinese product.
  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    I phone এ ইউজ করতে পারবো?
    1. Avatar photo V Author Post Creator says:
      না। এটা এন্ড্রয়েড এর।
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      ওহ আচ্ছা
  6. Avatar photo foysal Contributor says:
    Log in failure ase bar bar hocce na
    1. Avatar photo V Author Post Creator says:
      ফেসবুক দিয়ে লগিন করতে হবে।
    2. Avatar photo V Author Post Creator says:
      আর যদি ফেসবুক দিয়েও error শো করে, তাহলে হয়তো আপনার ফোনে Facebook অ্যাপ ইন্সটল করা আছে, ঐটা ডিজেভল/আনইন্সটল করে দিন, তারপর লগিন করুন, তাই হবে। তারপর লগিন শেষে আবার ইন্সটল করে নিবেন।
  7. Iddhart65 Contributor says:
    Please Share ZIP PASSWORD

Leave a Reply