আজকে কোনো বিস্তারিত লিখবো না…. ?

প্রথমে নিচ থেকে অ্যাপটা ডাউনলোড করুন

App Name: Meitu

Size: 87 MB (according to my device)

Link: Play Store

ভিডিও এনহান্স করতে কি ইন্টারনেট সংযোগ লাগবে?
-অবশ্যই লাগবে। এমনকি আপনার ভিডিওটা প্রথমে ওরা নিজেদের সার্ভারে আপলোড করে নিবে, তারপর সেটা তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রোগ্রাম দিয়ে ভিডিওটার কোয়ালিটি বাড়িয়ে বা এক্সট্রা পিক্সেল যুক্ত করে বা ইলাস্ট্রেট করে দিবে আপনাকে। তাই, আপনার ভিডিও ফাইল সাইজ যদি 100MB হয়, তাহলে আপনার 100MB ডাটা কাটবে। তাই, মোবাইল সিম ডাটা দিয়ে ব্যবহার করার সময় সতর্ক হবেন।








যদি ভিডিও এর রেজাল্ট আপনার পছন্দ মতো না হয়, তাহলে বার বার একই কাজ করে HD করবেন, তাহলে একসময় পছন্দ মতোন রেজাল্ট পাবেন। তবে বেশি মাত্রায় এটা করলে ভিডিওটা পেইন্টিং এর মতো হয়ে যায়। তাই ২ বার এর বেশি না করাই ভালো।

সংশোধনঃ
আমি ভেবেছিলাম এই ট্রেন্ড এডিটিং সবাই জানেন, তাই এটা নিয়ে বিস্তারিত লিখিনি। সেজন্য ক্ষমা চাই। ?
তাই, এখন এই অ্যাপ এর কিছু সুবিধা অসুবিধা লিখবো।

সুবিধাঃ
১। কোনো ওয়াটারমার্ক যুক্ত হবে না, যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে বানানোর সময় যুক্ত হয়ে যায়।
২। বারবার সেভ করে বারবার একই এডিট রিপিট করে 2K পর্যন্ত এডিট করে বানাতে পারবেন।

অসুবিধাঃ
১। ৬০ সে. এর বেশি ভিডিও এডিট করতে পারবেন না।

আরেকটা থাকে প্রাইভেসি নিয়ে কথা।
ভাই, অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রী ব্যবহারের সুযোগ, এতো কম দামে অ্যান্ড্রয়েড কেনার সুযোগ, ফ্রী তে এতসব ফীচার ব্যবহার করার সুযোগ আমরা কেন পাই?
আমরা আমাদের ডাটা দিয়ে মুলত অ্যাপগুলোর সাথে ট্রেড করতেছি। আমরা আমাদের ডাটা গুলো অ্যাপগুলোকে প্রদান করতেছি এবং বিনিময়ে ফ্রী তে এতো সেবা পাচ্ছি।
আর এটা যেহেতু চাইনিজ ডেভেলপার দের বানানো, তাই প্রাইভেসি নিয়ে অনেকের ই চিন্তা হবে স্বাভাবিক।
ভাই, আপনাকে এতো প্রাইভেট ভিডিও কি কেউ এডিট করতে বলেছে? আপনার কোনো ভিডিও ডেভেলপার দেখে ফেলবে, এমন চিন্তা থাকলে সেটা এডিট করবেন না। বেশি প্রয়োজন হলে অ্যান্ড্রয়েড পরিত্যাগ করে আই-ওএস ব্যবহার শুরু করুন। ?

21 thoughts on "যেকোনো Low Quality ভিডিও High Quality করুন [Video Enhancer]"

  1. “ভিডিও এনহান্স করতে কি ইন্টারনেট সংযোগ লাগবে?” এখানে “এনহান্স” শব্দ টা কি? নাকি বাবান ভুল করেছেন?
    1. V Author Post Creator says:
      Enhance এর বাংলা উচ্চারণ লিখেছি।
  2. MD FAYSAL Contributor says:
    ২ বছর ধরে চালাই?
    1. V Author Post Creator says:
      ২ বছর আগে ভিডিও HD করার অপশন ছিল না। তখন এই অ্যাপ পপুলার ছিল Cartoon Avatar বানানোর জন্য। ?
  3. MD FAYSAL Contributor says:
    ২ বছর ধরে চালাই?
  4. Ridoy6979 Contributor says:
    Eta t vejal app miya emon kicu share koren jno ekhan thekei high Quality kora jay amar parsonal video to high Quality korte gele se sob dekhe nibe taile nira potta ta kothay
    1. V Author Post Creator says:
      আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করবেন, অথচ প্রাইভেসি নিয়ে এতো বেশী চিন্তা করবেন তা তো হবে না। ?
      গুগল প্লে-স্টরে যেহেতু আছে, সেহেতু বিশ্বাস করাই আপনার কাজ। নাহয় পোস্ট অ্যাভয়েড করবেন।
    2. V Author Post Creator says:
      তাহলে আপ্নিই বলেন কোন অ্যাপটা ভেজাল মুক্ত, যেহেতু আপনার এটাকে ভেজাল মনে হচ্ছে। ?
    1. V Author Post Creator says:
      ধন্যবাদ
  5. Ridoy6979 Contributor says:
    Halar po hala 60 secender beshi j hoyna seta bolos nai kno amar mb gulo nosto korli
    1. V Author Post Creator says:
      আরে ভাই, ইউটিউব/টিকটক/রিলস এ দেখেন নি নাকি? এধরণের এডিট ট্রেন্ডিং এ রয়েছে ৩ সপ্তাহ যাবত।
      সেজন্য জানানোর প্রয়োজন বোধ করিনি। কারণ এই HD করার সিস্টেম টা ফ্রী অ্যাকাউন্টে শুধু ৬০ সেকেন্ড লিমিট করে দিছে। কোনো প্রকার কোনো ওয়াটারমার্কও দিচ্ছে না, যেটা অন্য আপ এ দেয়।
      আচ্ছা, তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টি না বলার জন্য। ?
  6. mahmudul77027 Contributor says:
    Admin report post.. butpar 60 sec hoy ??. Tricked te butpar bere gese
    1. V Author Post Creator says:
      আমি পোস্টে কোথাও বলেছি যে যতো বড় ভিডিও খুশি HD করতে পারবেন? আজব তো! আর এই এডিট টা এখন ইউটিউব শর্টস এর ট্রেন্ডিং এ আছে। একজন কমেন্ট করেছিল, তাই দিয়েছি। এখন আপনার একান্তই খারাপ লাগলে অ্যাভয়েড করতে পারবেন।
      আপনি বিনামুল্যে অ্যাপ এর একটি ফিচার ব্যবহার করবেন অথচ ৬০ সেকেন্ডের লিমিট সহ্য করতে পারবেন না, তা কী করে হয়?
  7. Md. Sajib Hossain Contributor says:
    পিসির জন্য Perfect clear Video App ফুল ভিডিও করা যায়।
    1. V Author Post Creator says:
      হ্যা। পিসির টায় 8K পর্যন্ত করা যায়।
  8. Rakib Author says:
    এটা আসলেই জোস
    1. V Author Post Creator says:
      হুম। এই অ্যাপ এর অন্যান্য এডিট ফিচার গুলোও খুব ভালো।
    2. Rakib Author says:
      Tiktok a tutorial dksikam tokon Theke use kori
  9. Jalal0063 Contributor says:
    ৬০ সে. এর বেশি ভিডিও এডিট করতে কি পেইড করতে হবে।। নাকি ক্রেক পাবো?
  10. Xein Ahmed Author says:
    Kajer app! Remini te video enhance Neyna, so myb I will need this app

Leave a Reply