আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা শিওরক্যাশ একাউন্ট খুলবেন ঘরে বসেই। এই শিওরক্যাশ একাউন্টটি আপনারা বিকাশ,নগদ,রকেট একাউন্টের মতোই ব্যবহার করতে পারবেন কেননা এতেও রয়েছে সেন্ড মানি,মোবাইল রিচার্জ,পেমেন্ট ও ক্যাশআউট অফশন। সবচেয়ে বড় কথা অনেকক্ষেত্রে কলেজের পরীক্ষার ফি বা অন্যান্য ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের শিওরক্যাশ থেকে পেমেন্ট করতে হয়। এতে আমাদের নিজের একাউন্ট না থাকায় যেকোনো দোকান থেকে বেশি পরিমাণ টাকা দিয়ে কলেজের ফি প্রদান করতে হয়। তবে এখন থেকে চাইলে আপনারা নিজে নিজে একটি শিওরক্যাশ একাউন্ট আপনার মোবাইল দিয়ে খুলেই এসমস্ত কাজ করতে পারবেন।
তো কিভাবে শিওরক্যাশ একাউন্ট খুলবেন চলুন শুরু করা যাক।
প্রথমে প্লে-স্টোর থেকে শিওরক্যাশ অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।

এরপর যে নাম্বারে একাউন্ট খুলতে চান তা দিয়ে শিওরক্যাশের মাধ্যমে লেনদেন শুরু করা যাক

নাম্বারে ভেরিফিকেশন কোড আসলে বসে যাবে।

সহমত অফশনে ক্লিক করুন

এবার জাতীয় পরিচয়পত্র ছবি তুলুন ক্লিক করুন

আইডিকার্ড বা স্মার্টকার্ডের ছবি তুলুন প্রথম পেজের

একইভাবে দ্বিতীয় পেজের ছবি তুলুন

তথ্য ভুল থাকলে ঠিক করে পরবর্তী তে ক্লিক করুন

লিঙ্গ সিলেক্ট করুন। নমিনি অর্থাৎ আপনি মারা গেলে একাউন্টটি কার হবে তা দিন এবং সম্পর্কে সে আপনার কে ও তার নাম্বার দিন এবং ঠিকানা দিয়ে পরবর্তী ক্লিক করুন।

এবার যার একাউন্ট তার ছবি তুলতে

ছবি তোলার পর টিক অফশনে ক্লিক করুন।

শিওরক্যাশ একাউন্টের জন্য ৪ সংখ্যার দুই জায়গায় পিন দিন

সব তথ্য ঠিক থাকলে টিক করে দিয়ে উপরের তথ্য সঠিক এ ক্লিক করুন

লগইন স্কিনে ফিরে যান

আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে

আপনার নাম্বার দিন

শিওরক্যাশ পিন দিন

পারমিশন এলাউ করে দিলেই একাউন্ট লগইন হয়ে যাবে

একাউন্ট লগইন হয়ে গেলে সেন্ড মানি,মোবাইল রিচার্জ,পেমেন্ট,ক্যাশআউট অফশন দেখতে পারবেন। এছাড়া যেকোনো শিওরক্যাশ এজেন্ট থেকে আপনার শিওরক্যাশ একাউন্ট টাকা ইন করে ব্যালেন্সে সেটা দেখতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

13 thoughts on "নিজের মোবাইল দিয়েই খুলে ফেলুন শিওরক্যাশ একাউন্ট যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো ফি পেমেন্ট করতে পারবেন"

  1. Avatar photo Md Abul basar Contributor says:
    অন্যান্য ব্যাংক একাউন্ট খুললেই ক্যাশ রিওয়ার্ড দেয়,
    শিওর ক্যাশ দিলে মন্দ হত না।
  2. M M kiyum uddin Contributor says:
    যত দিন বোনাস দিবে না তত দিন খুলবো না
    1. Avatar photo JM Sujon Contributor says:
      Hmm
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কিছু মনে করবেন না, একটা কথা বলি

    ভাই আপনি কি ইউটিউব পাইসেন নাকি???

    যে, যা ইচ্ছা পোস্ট দিবেন। প্রায় সবাই জানে কিভাবে

    ঘরে বসে বাংলাদেশী সব ফিনান্সিয়াল সার্ভিস এর রেজিস্ট্রেশন করতে।

    পোস্ট করার তো মানে হয় না।

  4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কিছু মনে করবেন না, একটা কথা বলি

    ভাই আপনি কি ইউটিউব পাইসেন নাকি

    যে, যা ইচ্ছা পোস্ট দিবেন। প্রায় সবাই জানে কিভাবে

    ঘরে বসে বাংলাদেশী সব ফিনান্সিয়াল সার্ভিস এর রেজিস্ট্রেশন করতে।

    পোস্ট করার তো মানে হয় না।

  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কিছু মনে করবেন না, একটা কথা বলি

    ভাই আপনি কি ইউটিউব পাইসেন নাকি

    যে, যা ইচ্ছা পোস্ট দিবেন। প্রায় সবাই জানে কিভাবে
    ঘরে বসে সব ফিনান্সিয়াল সার্ভিস এর রেজিস্ট্রেশন করতে হয়

    পোস্ট করার তো মানে হয় না।

    1. Avatar photo MD Tamim Ahmed Contributor says:
      ঠিক বলেছেন অভি ভাই। এই লোকটার পোস্ট করেই শেষ কোন কমেন্টের রিপ্লাইও দেয় না।
  6. Avatar photo Xein Ahmed Author says:
    NID Chara khola jabena?
  7. Avatar photo mr silent Contributor says:
    অ্যাপের মাধ্যমে একাউন্ট ওপেন করতে গিয়ে নেটওয়ার্ক ইস্যু জনিত কারণে প্রায় এক বছর ধরে একাউন্ট পেন্ডিং হয়ে আছে। এর মধ্যে তিনবার কমপ্লেন সাথে কাস্টমার kyc ফর্ম পূরণ করে মেইল করেছি বাট কাজ হয় নি।
  8. Avatar photo Najmul Nazu Author says:
    অ্যাকাউন্ট করে পয়সা যতদিন পর্যন্ত দিবে না, ততদিন পর্যন্ত অ্যাকাউন্ট করব না।
  9. Avatar photo Ashraful Author says:
    Basic jinish. Tao oneker hoito upokar hobe.

Leave a Reply