আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রব্বুল আ’লামিনের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। বেশ কয়েক দিন পরে আমি আপনাদের সাথে আরেকটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারেই আসবে। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার এই লেখায় যদি কোন জায়গায় ভুল যায় তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে কমেন্টে ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ যেন খারাপ মন্তব্য করবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। আর্টাকেলটির টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি?
তবুও বলে রাখি আজকের আর্টিকেলের বিষয় হলো;
দুই সেকেন্ডের মধ্যে যেভাবে কঠিন অংকের সমাধান করবেন যেভাবে।
গণিত নামটি অনেক মানুষের কাছেই ভয়ের কারণ। আবার অনেক মানুষের কাছেই এটি একটি সাধারণ বিষয়। যাদের কাছে এটি একটি বড় ভয়ের নাম তারা অনেক সময় গনিত করতে করতে বিভিন্ন জায়গায় বেদে যান। তখন এই জায়গার থেকে বেরোনোর জন্য হয় কোন নোট / গাইডের সাহায্য নিতে হয়। অথবা অন্য কারোর সাহায্য নিতে হয়। কিন্তু এমন অনেকেই আছেন যাদের নোট / গাইড কেনার সামর্থ থাকে না। তাদের আমি এমন একটা অ্যাপ নিয়ে হাজির হলাম। যেটার সাহায্যে ক্লাস 1 থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত যতো অংক আছে সেটার যতো প্রকার সমাধান আছে সব কিছু করে দিতে পারে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন! আবার অনেকে হয়তো ভাবছেন যে আমি ফাউল কথা বলছি। কিন্তু আমি কোন ফাউল কথা বলছি না। এটা ই সত্য।
অ্যাপটির নাম হলো Photomath. অ্যাপটি ডাউনলোড করতে এখানেPhotomath ক্লিক করুণ।
এই পর্যন্ত আমার দেখা একটা অন্যতম অ্যাপলিকেশন হলো এটি। এটিতে এমন কোন অংক নেই যা এই অ্যাপলিকেশনটি পারে না। আর শুধু পারা বলে কথা না । মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এনে দিবে আপনার কাঙ্খিত সমাধান। তাহলে একবার চিন্তা করেই দেখুন এই অ্যাপলিকেশনের মধ্যে কেমন প্রোগ্রামিং সেট করা। আর এই অ্যাপলিকেশনটি বীজগণিত, ভেক্টর, সুচক, পরিসংখ্যান, ত্রিকোণিমীতি ইত্যাদি সকল কঠিন অংকের সমাধান করে দিতে পারে। আর প্লেস্টোরে খুজে পাওয়া যতো গুলো ম্যাথ সলভার অ্যাপলিকেশন আছে তার মধ্যে এটির অবস্থান এক নম্বরে।
চলুন এই অ্যাপলিকেশনের ব্যাবহার বিধি সম্পর্কে জেনে আসা যাক।
§১ প্রথমে উপরে দেওয়া লিংকটি থেকে অ্যাপলিকেশনটি ডাউনলোড করে নিবেন। এর পর অ্যাপলিকেশনটিতে প্রবেশ করলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন। ওখানে আপনার বয়সটা সিলেক্ট করে Next এ ক্লিক করবেন।
¥২ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মতো আরেকটা ইন্টারফেস আসবে। ওখানে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি কি একজন অভিভাবক না কি একজন ছাত্র। এটা আপনি যা তাই সিলেক্ট করবেন।
£৩ সিলেক্ট করার পর আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। আর আপনার কাছে একটা পার্মিশন চাবে। ওখানে এগ্রিতে ক্লিক করবেন। করার পরে আপনার যে অংকটি সমাধান করবেন সেটা খাতায় লিখে নিচের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করবেন।
£৪ ক্লিক করার পরে আপনার অংকটি অ্যাপলিকেশনটি স্ক্যান করবে । এর পরে নিচের চিত্রের মতো সমাধান দিয়ে দেবে।
#৫ এর পরে আপনি যদি অংকের বিস্তারিত জানতে চান ।তবে বিস্তারিত দেখানোর অপশনে ক্লিক করুন। এরপর নিচের চিত্রের মতো করে অংকের সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবে।
তবে একটা কথা এই অ্যাপলিকেশনটি ব্যাবহারের জন্য আপনাকে অবশ্যই ইন্টার্নেট কানেকশন রাখতে হবে।
আজকে এই পর্যন্তই। যদি আর্টিকেলটি ভালো লাগে তবে তো একটা লাইক আশা করাই যায়। আর একটা সুন্দর মন্তব্য করে অমাকে এমন আর্টিকেল আরো লেখার জন্য উৎসাহিত করুন।
আর বন্ধুরা আমার একটা প্রশ্ন উত্তর সাইট আছে।যেটির নামEquationbd যেটিতে আপনার অজানা কোন প্রশ্ন করতে পারেনEquation তে। আর আপনার যদি ওখানের কোন উত্তর জানা থাকে তাহলে উত্তরও দিতে পারেন। এখান থেকে আপনি টাকাও ইনকাম করতে পারেন। তাই এখনই ভিজিট করুণ Equationbd তে ধন্যবাদ।
আমাদের সময়ে এসব অংক সমাধান করার জন্য অনেক সূত্র মুখস্থ করতে হতো। টিচারদের কাছ থেকে টিউশন নিতে হতো। কিন্তু বর্তমানে এসব এপস এর কারনে শিক্ষা এখন মুখস্থ বিদ্যা হয়ে উঠেছে। যা শিক্ষা জাতির মেরুদন্ড কে অমেরুদণ্ডী করবে।
aita ki kothao theke copy korsen? nijer lekha nah?
সাপ ও মরল, লাঠিও ভাঙল না। পোস্ট ও করা হল, কপি রিপোর্ট ও হল না ?
আর ভাই জাভা ফোন দিয়ে কিন্তু ফেসবুক দিয়ে ছবি ডাউনলোড করা যায়। তাই ওখান থেকে ডাউনলোড করে ট্রিকবিডিতে আপলোড করে দিলাম ব্যাস।