আমরা জানি কোন ডকুমেন্ট ফাইলকে যদি আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করি তাহলে সেটাকে আর এডিট করার মতো ভালো কোন অপশন থাকেনা। আবার কোন পিডিএফ ফাইলকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স এর মধ্যে ওপেন করি তাহলে PDF এর টেক্সট এবং পেজগুলোকে নষ্ট করে ফেলে। তাই আমরা পিডিএফ গুলোকে ঠিকমতো এডিট করতে পারি না। এছাড়াও এডোবি সহ বেশ কিছু পিডিএফ রিডার পিডিএফ এডিট করতে দিলেও সেগুলো প্রিমিয়াম ভার্সন অর্থাৎ তাদেরকে টাকা দিতে হয়। তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোন পিডিএফ ফাইল এডিট করতে পারেন একদম ফ্রিতে।

এজন্য আপনাকে কোন ক্র্যাক ফাইল ইউজ করতে হবে না, প্লে স্টোর থেকে একদম ফ্রেশ অ্যাপ ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করুন

ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করুন

এরপর আপনার ফোনে থাকা সকল ডকুমেন্ট ফাইল এখানে দেখাবে, এবার যে ফাইল এডিট করতে চান সে ফাইলটি সিলেক্ট করুন।

এবার স্ক্রিনশট দেখানো বাটনে ক্লিক করুন।

বাটনে Edit ক্লিক করুন।

এবার pdf এর যে অংশটিতে এডিট করতে চান সেখানে ডাবল ট্যাপ করুন,

এডিট সম্পূর্ণ হলে এবার কমপ্লিট বাটনে ক্লিক করুন, এবার ফাইলটি আপনার সেভ করুন।
এভাবে আপনারা যে কোন পিডিএফ ফাইলকে এই অ্যাপটির মাধ্যমে একদম ফ্রিতে এডিট করতে পারবেন।

14 thoughts on "একদম ফ্রিতে যে কোন পিডিএফ ফাইল কে এডিট করুন"

  1. Najmul Nazu Author says:
    বেশিরভাগ লোক এই ব্যাপারে জানে। আর যারা জানে না তারা জীবনেও পিডিএফ ইডিট করবে না।
    1. MD Zakaria Contributor Post Creator says:
      জি সবকিছু শুধু আপনি জানেন
    2. Najmul Nazu Author says:
      না জানলে WPS Office এর মোড ভার্শনগুলো কে ইউস করে? আরে ভাই পোস্ট করসেন ভালো কথা তথ্য উপাত্ত বলেও তো কিছু আছে নাকি?
    3. Najmul Nazu Author says:
      আর হ্যা, জানা ক্ষতির কিছু নয়।
  2. Amit Baidya Author says:
    Bashi Manu Oi Jane, Ta Ho Valo Post
    Thanks
    1. MD Zakaria Contributor Post Creator says:
      বেশিরভাগ মানুষ এডোবির পিডিএফ রিডার সম্পর্কে জানে, যেটা পেইড
    2. Kazi Omar Faruk Contributor says:
      Vai WPS office er mode version ta ace karo kase
  3. Torikulking Contributor says:
    ১ টি মাত্র পেজে হাজার হাজার টেক্সট আর ছবি নিয়ে pdf কিভাবে বানাবো? এর আগে আমি একটা apps দিয়ে তৈরি করতাম কিন্তু এখন মনে নেই সেই এপ এর নাম।
  4. Shahjada Saiful Contributor says:
    ভাই, এডিট করতে গেলে যুক্তবর্ণ ভেঙ্গে আসে। এটার সমাধান কী?
  5. ???????? ????? ✔ Shafiq Contributor says:
    কম্পিউটারে কিভাবে ফ্রিতে এডিট করবো, জানালে খুব উপকার হবে
  6. Taofik+Taskin+Emon Contributor says:
    Bangla likhte gele ager likhar sathe mele na
    Alada ashe

Leave a Reply