আমরা জানি কোন ডকুমেন্ট ফাইলকে যদি আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করি তাহলে সেটাকে আর এডিট করার মতো ভালো কোন অপশন থাকেনা। আবার কোন পিডিএফ ফাইলকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স এর মধ্যে ওপেন করি তাহলে PDF এর টেক্সট এবং পেজগুলোকে নষ্ট করে ফেলে। তাই আমরা পিডিএফ গুলোকে ঠিকমতো এডিট করতে পারি না। এছাড়াও এডোবি সহ বেশ কিছু পিডিএফ রিডার পিডিএফ এডিট করতে দিলেও সেগুলো প্রিমিয়াম ভার্সন অর্থাৎ তাদেরকে টাকা দিতে হয়। তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোন পিডিএফ ফাইল এডিট করতে পারেন একদম ফ্রিতে।
এজন্য আপনাকে কোন ক্র্যাক ফাইল ইউজ করতে হবে না, প্লে স্টোর থেকে একদম ফ্রেশ অ্যাপ ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করুন
এরপর আপনার ফোনে থাকা সকল ডকুমেন্ট ফাইল এখানে দেখাবে, এবার যে ফাইল এডিট করতে চান সে ফাইলটি সিলেক্ট করুন।
এবার স্ক্রিনশট দেখানো বাটনে ক্লিক করুন।
এবার pdf এর যে অংশটিতে এডিট করতে চান সেখানে ডাবল ট্যাপ করুন,
এডিট সম্পূর্ণ হলে এবার কমপ্লিট বাটনে ক্লিক করুন, এবার ফাইলটি আপনার সেভ করুন।
এভাবে আপনারা যে কোন পিডিএফ ফাইলকে এই অ্যাপটির মাধ্যমে একদম ফ্রিতে এডিট করতে পারবেন।
Thanks
Alada ashe