আসসালামু আলাইকুম।  
কেমন আছেন সবাই? চলে আসলাম আবারো আপনাদের মাঝে। আশা করি আপনি ও আপনার পরিবারের প্রত্যেকে ভালো আছেন। বরাবরের মত একটি কথাই বলব অনলাইন জ্ঞানার্জন ও জ্ঞান প্রচারে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।

আজকের এই পোস্ট টি পূর্বের এই দুইটি পোস্টের আপডেট পোস্ট। পূর্বের দুটি পোস্টে পেমেন্ট প্রুফ সহকারে দেখিয়েছিলাম কিভাবে একাউন্ট করবেন, মাইনিং স্পিড বাড়াবেন, ও পেমেন্ট উত্তোলন করবেন।

তো আপনারা যারা একাউন্ট করেন নি পূর্বের পোস্ট থেকে করে নিতে পারেন।

কি কি আপডেট রয়েছে এক নজরে দেখে নিনঃ

১. নাম পরিবর্তন।
২. টেস্ট নেটওয়ার্ক।
৩. মেইন নেটওয়ার্ক।
৪. টেস্ট নেট থেকে মাইনিং স্পিড বৃদ্ধি করা। 
৫. Btcs এর উপর ভবিষ্যতে এয়ারড্রপ।
৬. মাইনিং কখন বন্ধ হবে।
৭. টোকেনের সাপ্লাই ও দাম।

সর্বপ্রথম যখন এটি নিয়ে পোস্ট করেছিলাম তখন এটির প্রধান কয়েন/টোকেনের নাম ছিল BTCs। এখন সেই নাম পরিবর্তন করে রাখা হয়েছে CORE। হয়ত কম্পানি মার্কেটিং করার জন্য BTCs নাম ব্যবহার করেছে। এটা মার্কেটিং এর এক ধরনের স্ট্রেটিজি বলতে পারেন।

বর্তমানে এটি অনেক হাইপে রয়েছে। হাইপে থাকার কারন কি? কারন অতি শিঘ্রই এটার মেইন নেট চালু হবে ও এটি প্রতিমাসে মেম্বারদের ২,৭০,০০০$ বিটকয়েন ফ্রিতে তার মেম্বাদের প্রদান করেছে। এছাড়া বাইনেন্স এর মত এক্সচেঞ্জার তাদের নিয়ে টুইট করেছে
 

picked
যেহেতু মেইন নেট চালু হতে যাচ্ছে তাই এই অর্থ প্রদান সাময়িক ভাবে বন্ধ আছে। এছাড়াও আরো অসংখ্য আপডেট এসেছে। সব কিছু এই পোস্টে তুলে ধরব। তাই সম্পূর্ণ পোস্টটি আপনার মূল্যবান সময় দিয়ে পড়তে থাকুন। 

তো সর্বপ্রথম এটির মেইন নেট ও টেস্ট নেট দিয়ে শুরু করি। বর্তমানে এটি টেস্ট নেট অবস্থায় রয়েছে। আমরা জানি টেস্ট নেট একটি টোকেনের টাঞ্জেকশনের প্রাথমিক স্টেজ যেখানে সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর মেইন নেট চালু করা হয়। এটির মেইন নেট অতি শীঘ্রই চালু হবে এ ব্যপারে তাদের টিম জানিয়েছে কিন্ত নির্দিষ্ট কোন তারিখ এখনো ঘোষনা হয় নি। তবে আনুমানিক এ বছরের শেষের দিকে অথবা পরের বছরের প্রথম দিকেই হতে পারে।

বর্তমানে টেস্ট নেট থেকে মাইনিং স্পীড বাড়িয়ে নেয়ার একটি প্রজেক্ট তারা অনেক আগেই চালু করেছে। টেস্ট নেট থেকে মাইনিং স্পীড বাড়িয়ে নেয়ার জন্য আপনাকে আপনার মেটামাস্ক ওয়ালেটে তাদের নিজস্ব নেটওয়ার্ক যুক্ত করে নিতে হবে তারপর ফসেট থেকে তাদের ফ্রি টেস্টনেট টোকেন সংগ্রহ করে সোয়াপ লাঞ্চপ্যাড থেকে ট্রাঞ্জেকশন করার পর আপনার ওয়ালেট এড্রেস টি একবার অ্যাপের মধ্যে সাবমিট করলে ৩ হাজার করে হ্যাস পাওয়ার বাড়তে থাকবে। তবে প্রতিদিন একবার ট্রাঞ্জেকশন করতে হবে।

কিভাবে টেস্ট নেট থেকে মাইনিং স্পীড বাড়াবেন?

সর্বপ্রথম আপনাকে আপনার মেটামাস্ক ওয়ালেটে টেস্ট নেটওয়ার্ক এড করে নিতে হবে। স্ক্রিন শট দেখানো নিয়মে এড করে নিন।

picked
picked

এইখানে নিচের গুলো কপি করে পেস্ট করুন। 
Network Name: Satosi Chain Testnet
RPC:https://rpc.test.btcs.network
Chain ID: 1115
Symbol:tBTCs
Explorer: https://scan.test.btcs.network

এখন আপনাকে ফ্রি টকেন নিতে হবে। টোকেন নেয়ার জন্য নিচের লিংকে গিয়ে আপনার ওয়ালেট এড্রেস দিন।
লিংকঃ

টোকেন সংগ্রহ করার পর এখন আপনাকে আপনার এড্রেসটি সাতোশি এপে যুক্ত করে নিন

এড্রেসটি যুক্ত হয়ে গেলে এখন আপনাকে নিচের লিংক টি মেটামাস্ক এর Dapp Browset এ পেস্ট করতে হবে।
https://swap.test.btcs.network/

তারপর এখান থেকে ফ্রিতে যে টোকেন পেয়েছেন সেটি অন্য কোন টোকেনের সাথে সোয়াপ করতে হবে বা যেকোন এড্রেসে সেটি সেন্ড করলেই হবে। অর্থাৎ, আপনাকে যেকোন পরিমান প্রতিদিন একটি ট্রাঞ্জেকশন করলেই হবে।

তারপর আবার এপের মধ্যে চলে আসুন ও ১ মিনিট অপেক্ষা করার পর এখানে ক্লিক করুন। দেখবেন আপনার মাইনিং স্পীড বেড়ে গেছে। 

মাইনিং স্পীড বাড়ানোর আরো কয়েকটি ধাপ রয়েছে। হ্যাস কার্ড ও গিফট কার্ড এর মাধ্যমে। হ্যাস কার্ড থেকে মাইনিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে আপনার কার্ডের কোড নাম্বার গুলো অন্যান্যদের সাথে শেয়ার করতে হবে। সহজে সবার সাথে শেয়ার করার জন্য টেলিগ্রামে অনেক গ্রুপ রয়েছে যেখানে শুধু হ্যাস কার্ড ও গিফট কার্ড শেয়ার করা হয়।

কিভাবে হ্যাস কার্ড শেয়ার করবেন ও আপনিও নিজে জয়েন করবেন তা জানার জন্য এই পোস্ট টি পড়তে পারেন

BTCs/CORE কয়েন এর উপর ভবিষ্যতে এয়ারড্রপঃ

BTCs/CORE এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এর উপর এয়ারড্রপ লঞ্চ করা যায় এবং BTCs/CORE ট্রাঞ্জেকশন প্রধান ফি হিসেবে ইউজারদেরকে প্রদান করতে হবে। যেমন টা BNB, Ethereum, Polygon ইত্যাদি নেটওয়ার্ক এ দেখা যায়। তাই আশা করা যায় দাম ভবিষ্যতে বাড়তেই থাকবে।

মাইনিং কখন বন্ধ হবেঃ

ধারনা করা হচ্ছে মেইননেট চালু হলেই মাইনিং বন্ধ করে দিতে পারে। তবে তাদের এপের মধ্যে বলা আছে এই ব্যপারে ৫২৫ মিলিয়ন মাইনিং হলেই বন্ধ হতে পারে। এখন পর্যন্ত 475 মিলিয়িন মাইনিং হয়েছে। স্টেটমেন্টে বলা আছে ২০২২ ডিসেম্বার পর্যন্ত মাইনিং চালু থাকতে পারে।

সর্বমোট টোকেন সাপ্লাই ও দামঃ

BTCs/CORE এর মোট সাপ্লাই পরিমান ২.১ বিলিয়ন অর্থাৎ ২১কোটি। যার মধ্যে মাইনিং হয়ে গেছে ৪৭৫ মিলিয়িন অর্থাৎ ৪কোটি ৭৫ লাখ। এই টোকেনের দামের বিষয়ে তারা জানিয়েছে ইথিরিয়াম কয়েনের সমান হতে পারে।

আমার পরিসংখ্যানঃ

যেহেতু ক্রিপ্টো টোটাল মার্কেট ভ্যালু বর্তমানে ১ ট্রিলিয়ন। যেখানে BTC ও Ethereum এর টোটাল ডমিনেন্স ৫৫%। বাকি সকল কয়েনের ভ্যালু ৪৫%। সেই অনুযায়ি BTCs / CORE ১% অর্জন করতে চায় তাহলে প্রতি কয়েনের মূল্য নিম্নে ১-১০ডলার থেকে শুরু হবে। পরবর্তীতে টোকেন বার্ণ ও অন্যান্য ইভেন্টের মাধ্যমে বাড়তে থাকবে।

আমার এ পর্যন্ত পেমেন্টঃ

ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য। আবার ফিড়ে আসবো ইনশাআল্লাহ নতুন কোন টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেয।







30 thoughts on "সাতোশি মাইনিং অ্যাপের সর্বশেষ আপডেটসমূহ"

  1. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    আপনার blogger site এ কোন theme টা ইউজ করছেন ভাই বলা যাবে?
    1. mdkamal Author Post Creator says:
      Hmm
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    কিন্তু বর্তমানে তো কোর এর কোনো ভ্যালু নেই
    1. mdkamal Author Post Creator says:
      At first kono kichur e value thakena… But ai project onk strong
    2. Najmul Nazu Author says:
      কে বলসে ভাই? কোন কিছুর ভ্যালু থাকে না?
  3. Aubdulla Al Muhit Contributor says:
    ভাই পেমেন্ট প্রুফের ছবিটা কীভাবে সাজালেন? একটু বলবেন প্লিজ ।
    1. mdkamal Author Post Creator says:
      সাজালাম মানে???? Original proof
  4. MD Zakaria Contributor says:
    BTC পৃথিবী রাজত্ব করবে
    1. Najmul Nazu Author says:
      করলোই তো
  5. Aubdulla Al Muhit Contributor says:
    আমি বোঝাতে চেয়েছি যে, ছবিটা এডিট করেছেন কীভাবে?

    মোবাইলের স্ক্রিনসহ উপস্থাপন করেছেন কীভাবে?

    1. Najmul Nazu Author says:
      গুগল থেকে ফ্রেম ডাউনলোড করে বসায় দিলেই তো হয়
    2. Aubdulla Al Muhit Contributor says:
      I donot khow it.thanks for telling me.
  6. Najmul Nazu Author says:
    সাতোশি একটা পরিমানের নাম ভাই। বাইন্যান্স ওদের উদ্দেশ্য করে টুইট করে নাই।
  7. Raihan Author says:
    Metamsk cara ki onno wallet a setup kora jabe
    1. Amit Baidya Author says:
      Mone hoy na
    2. mdkamal Author Post Creator says:
      Na bro
  8. Amit Baidya Author says:
    Listed kobe Hotepare
    1. mdkamal Author Post Creator says:
      Ai bosorer seser dike
    2. Amit Baidya Author says:
      Taile to kop Hobe ?
  9. joy Contributor says:
    টোকেনের সাথে সোয়াপ করতে হবে .

    daily kortre hobe swap?

    1. mdkamal Author Post Creator says:
      Swap ba jekono address pathale hbe… Protidin akbar… Daily 3k hash increase hbe
  10. Xein Ahmed Author says:
    metar token gulo kbe kje lgbw
    1. mdkamal Author Post Creator says:
      Own network er token… R abosorer seser dikei hbe inshaAllah
    2. Xein Ahmed Author says:
      apnr metay koto token jomlo?
    3. mdkamal Author Post Creator says:
      Metay kono token jombe na… App e jombe… Hadh power barbe
  11. joy Contributor says:
    ভাই Tether সেন্ট ? করেছিলাম। ওই একাউন্ট পাচ্চি না মেটাতে। Tether অ্যাড করবো কেমনে।
    1. mdkamal Author Post Creator says:
      Kon address e send korcen
  12. joy Contributor says:
    usdt icon T lekha
  13. joy Contributor says:
    Home page account pacci na sent korar somoy o ase na. Help please
    na hole apnar username den fb account er.
  14. joy Contributor says:
    ভাই Tether (usdt) এই টোকেন টা কিভাবে কাস্টম ভাবে অ্যাড করবো।
    প্লীজ একটু বলুন?

Leave a Reply