Tempo কী? কেন?

আহামরি কোনো অ্যাপ না, আর দশ টা মিউজিক ভিডিও মেকার এর মতোই একটি অ্যাপ। কিন্তু বিশেষত্ব হলো বিভিন্ন টিকটক, ইন্সটা রিলস এর ভিডিও তে আপনার চেহারা লাগানোর অপশন আছে। অনেক টা Reface অ্যাপ এর মতোন, কিন্তু টিকটক ভার্সন। ?
প্লে স্টোরে বিশ্বজুড়ে এর ডাউনলোড ৫০মিলিয়ন ছাড়িয়েছে।
তো, কেন এটা ব্যবহার করবেন?
কেউ জোড় করে নি। কিন্তু যারা টিকটকার তাদের কাজে লাগবে হয়তো, আবার কেউ হয়তো সখের বশে ব্যবহার করে থাকবেন। “কেন” এর উত্তর দেয়ার আমি কেউ নই এখানে, আপনি নিজে।


App Name: Tempo
Size: ±90 MB
Link: V4.1.0

Older versions:
V3.9.5

V3.9.0

যাদের ফোনে কাজ করবে তাদের প্রথমটা তেই কাজ করবে। তবুও আমি আরো দুইটা পুরাতন ভার্সন এর মোড দিলাম, যদি কোনোভাবে আপনাদের উপকারে আসে, সে আশায়।

বিঃদ্রঃ উপরের মোড গুলোর কোনোটিই আমার বানানো নয়।

আমি আমার ফোনে প্রথমটাই (V4.1.0) ট্রাই করেছি, সেটাই ঠিক-ঠাক কাজ করতেছে গত ৪ দিন ধরে।

তো আর কথা না বাড়িয়ে মোড এর ফিচার গুলো দেখে নিন প্রমাণ সহ।
মুলত অ্যাপ টা প্রিমিয়াম মোড করা, তাই প্রিমিয়াম ভার্সনের যে ফিচার সেটাই পাবেন, মোড এর আলাদা কোনো ফিচার নেই।
তবুও নিচে তালিকা দিলাম।
– প্রথমত কোনো প্রকার কোনো অ্যাড দেখতে পাবেন না।
– কোনো ওয়াটারমার্ক যুক্ত হবে না ভিডিওতে।
– 1080p তে ভিডিও আউটপুট পাবেন।

তবে ১টি অসুবিধা রয়েছে এই মোড এ,
– যখন আমি ফ্রী ভার্সন দিয়ে “double tail” নামের একটি ভিডিও এডিট করলাম সেটায় সময় লেগেছিল প্রায় ৪০ সেকেন্ড। আর এই মোড দিয়ে একই ভিডিও তে একই পোট্রেট বসাতে সময় লেগেছিল ১ মিনিট ১০-১২ সেকেন্ড। তাই, আমি ক্যাশে ক্লিয়ার করে আবার ট্রাই করলাম এবং সেবারও ১ মিনিটের উর্ধ্বে ছিল।
এর কারণ আমার জানা নেই। আপনাদের শুধু জানিয়ে রাখলাম।





যারা ভাবতেছেন যে ছেলেদের ছবি যদি কোনো মেয়ের ভিডিওতে বসাই তাহলে কি দাড়ি/মোছ কি থাকবে?
-না, দাড়ি/মোছ রিমুভ করে দেয় অটো।

আজ এ পর্যন্তই।

তবে হ্যা, যদি কারো এই তিনটা ভার্সনও সাপোর্ট না করে, তাহলে বলবেন, আরো কয়েকটা ভার্সন যুক্ত করবো।

32 thoughts on "Tempo এর প্রিমিয়াম মোড নিয়ে নিন (৩টি ভার্সন) বিভিন্ন পপুলার টিকটক বা ইন্সটা রিলস এ নিজের ফেস লাগান।"

  1. Amit Baidya Author says:
    Thanks Share Korar Jonno,
    But Last ar pic A Bati aita ki Marzuk r..
    1. V Author Post Creator says:
      বাটি বলতে কী বুঝিয়েছেন? ?
      আর মারজুক কে/কী?
    2. Amit Baidya Author says:
      সরি, বেটি বলতে চাচ্ছিলাম
      আর মারজুক এর পিক দিয়ে দেখালেন আর মাসজুক কে বলতাছেন ? ☹️
    3. V Author Post Creator says:
      ওহ, ঐ লোকটা মারজুক ?
      টেলিগ্রাম এ কে যেন পাঠিয়েছিল মনে হয়, সেটা দিয়েই ট্রাই করেছি। নাম জানতাম না। ?
      হ্যা, লাস্ট ইডিট টা মার্জুক এর ছবির ই।
    4. Amit Baidya Author says:
      ভাই আপনি মারজুক রাসেল কে চিনেন না,
      মেনে নিতে পারলাম না ?
    5. V Author Post Creator says:
      বেশিরভাগ নোবেল বিজয়ীদের ই চিনিনা, আর ইনি কোন জিনিস?! ?
    6. Amit Baidya Author says:
      উনি এ এ এএ এ৷ এ
  2. Nishat Contributor says:
    HTTP INJECTOR ER MODE SHARE KORBEN
    1. V Author Post Creator says:
      মোড হয়তো শেয়ার করা যাবে, কিন্তু সেটার কাজ আমি পারিনা আর এখন কোনো ডাটা ফ্রী সাইট হাইজ্যাক করার মতো আছে বলেও আমার ধারণা নেই, তাই সেই মোড কাজ করে কিনা তা বুঝার উপায় আমার কাছে নেই। তাই, দুঃখিত, শেয়ার করতে পারবো না। ফ্রী নেট এক্সপার্ট দের বলেন।
    2. Nishat Contributor says:
      Ok brother
  3. Xein Ahmed Author says:
    tiktok ee chalai na ami hujur shejechi?
    1. V Author Post Creator says:
      টিকটক না চালানোই ভালো ?
    2. MD Zakaria Contributor says:
      টিকটক থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ
    3. Xein Ahmed Author says:
      tiktok nkye ekta review banano drkr. kmne ora shomajtake nshto krse
    4. Najmul Nazu Author says:
      টিকটক সামাজিকতা নষ্ট করতেছে না, বখাটেরা যে কন্টেন্ট বানায় তার দোষ।

      যেমনঃ ট্রিকবিডিতে কিন্ত চটি লেখা যাইতো, মুভি রিভিউ না লিখে ঠিক তেমনি টিকটকে ভালো কন্টেন্ট না বানিয়ে আউল-ঝাউল বানায় যার কারনে এই সমস্যা

  4. Aubdulla Al Muhit Contributor says:
    ছবিগুলো কুরুচিপূণ । তাছাড়া ট্রিকটি ভালোই । এরকম ছবির পরিবতে ভালো একটা ছবি ব্যবহার করলেই তো পারতেন ।
    1. V Author Post Creator says:
      নির্ভর করে ব্যক্তি র উপর। ?
      একেকজনের রুচি একেক রকম৷ যদিও আমি আমার রুচির স্বার্থে ঐটা দেই নি।
      আমি প্রথমে যা এসেছে সেটাই ব্যবহার করেছি। আর টিকটক কে দেখতে গেলে ওর সব ই কুরুচি সম্পন্ন। ?
  5. Aubdulla Al Muhit Contributor says:
    সেটাও আবার ঠিক । টিকটকে তো আর ভালো ছবি পাওয়ায় যাবে না । ভালো ছবি ব্যবহার করলে দেখতে আরও ভালো লাগত ।
  6. MD Rakib Mia says:
    ভালো ট্রিক এখন থেকে অন্যের ভিডিওতে আমার মুখ লাগিয়ে টিকটকে আপলোড দিব
    1. MD Zakaria Contributor says:
      লাগানোর পর ভালোভাবে বুঝা যাবে না যে ওটা আপনার ফেস।
    2. V Author Post Creator says:
      আপনার ইচ্ছামতো যেকোন ভিডিও তে ফেস লাগাতে পারবেন না। যে সকল ভিডিও এই অ্যাপ এ দেয়া আছে, শুধু সেগুলোতেই কাজ করবে।
  7. MD Musabbir Kabir Ovi Author says:
    এটার নিচে লোগো আসবে না?
    1. Amit Baidya Author says:
      Mod Tai Mone hoy asbe na
    2. V Author Post Creator says:
      না, আসবে না।
    3. Najmul Nazu Author says:
      প্রিমিয়ান ভার্শন ইউস করার তাহলে মানে কী?
    4. V Author Post Creator says:
      আরে উনি ওটারমার্ক আসার কথা বলছে। আর আমি বললাম ওটারমার্ক আসবে না। এটাই তো মোড এর ফিচার।
  8. Najmul Nazu Author says:
    প্লাটফর্ম কখনও খারাপ হতে পারে না, যারা কন্টেন্ট বানায় তারা খারাপ। টিকটকের চাহিদা বাইরে দেখেন আর এশিয়াতে দেখেন।
    1. V Author Post Creator says:
      তা ঠিক। ☺️
    2. Amit Baidya Author says:
      Bd content 50%+ Karap?
  9. Najmul Nazu Author says:
    ডেলিগ্রাম নাকি টেলিগ্রাম? ?
  10. Amit Baidya Author says:
    Edit kore Banan Tik koran

Leave a Reply