আমি জানি না অনেকেই এই অ্যাপ সম্পর্কে জানেন কিনা, তাও পোস্ট করলাম, যারা জানেন না তাদের জানানোর উদ্দেশ্যে।


App Name: Waloc

Play Store Link: 10 MB

QnA:

১. Waloc কী?

– এটা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা Whatsapp এর আনঅফিশিয়াল প্লাগিন হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট একটি মেসেজ পেলে ক্লায়েন্ট এর ইনফরমেশন শেয়ার করে কমান্ডার কে।

২. কেন এটা ব্যবহার করবো?

– এটার মুল উদ্দেশ্যই হলো ফ্যামিলি সেফটি। আপনার ছোট ভাই/বোন বা সন্তান বা স্ত্রী(সন্দেহ করা উচিত নয়) কখন কোথায় রয়েছে সে লোকেশন জানতে পারবেন তাও সরাসরি গুগল ম্যাপে।

৩. এটা কি কারো উপর গোপনে নজর রাখার জন্য ব্যবহার করা যাবে?

– না। আমি চেস্টা করেছিলাম। বিভিন্ন ভাবে মোড করেছিলাম। অ্যাপ টা গোপন করার অপশন চালু করলাম, নটিফিকেশন থেকে লোকেশন এর চিহ্ন গোপন করলাম, কিন্তু মুল কাজটাতেই সব ফাস হয়ে যায়, সেটা হলো যখন অ্যাপটি কমান্ডার কে লোকেশন পাঠাবে তখন সেটা ক্লায়েন্টও দেখতে পারবে। সেটা ডিলিট অপশন চালু করতে গেলে Whatsapp মোড করে এই প্লাগিনটা ঢুকিয়ে দিয়ে প্রোগ্রাম নতুন করে করতে হবে যা আমার দ্বারা সম্ভব নয়। তাই, না, এটা এভাবে গোপনে নজরদারির জন্য ব্যবহার করতে পারবেন না।

৪. এটা কি ইনফরমেশন কালেক্ট করে নিজের সার্ভারে জমা রাখে?

– না এটি সম্পুর্ন নিরাপদ। এমনকি এর নিজস্ব কোনো সার্ভার নেই যে আপনার তথ্য চুরি করে নিজ সার্ভারে জমা করবে বা কাউকে পাঠাবে। (তারপরও কিছু বিতর্ক থেকেই যায়। লাখ মানুষ ব্যবহার করছে আর প্লে-স্টোরে আছে, তাই ভরশা করতে পারেন।

ধরি, আমি আমার ছোট ভাই এর ফোনে এইটা যুক্ত করতে চাই, তাহলে আমার ছোট ভাইয়ের ফোনে এই অ্যাপটা ইন্সটল করবো।

আসুন, এবার স্ক্রীনশট ফলো করি।









সেট-আপ কম্পলিট।
এবার আমার ফোন দিয়ে দেখুন ছোট ভাইকে কোড মেসেজটা পাঠালাম।
আর, বুম! রেজাল্ট দেখুন।


আজ এ পর্যন্তই।

ভালো থাকবেন। ☺️

29 thoughts on "Waloc: আপনার কাছের মানুষের লোকেশন আপডেট পান WhatsApp এর মাধ্যমে।"

  1. Avatar photo Torikulking Contributor says:
    ভালো পোস্ট তবে erssia5 এর স্থানে যদি Noyon লিখে দিই তাহলে কি কাজ হবে, নাকি আপনার দেখানোটাই লিখতে হবে?
    1. Avatar photo V Author Post Creator says:
      যেকোনো কিছু লিখলেই কাজ করবে। তবে noyon28xcv এভাবে কঠিন করে লিখবেন। এতে সিকিউর থাকবে। নাহলে আপনি যদি Noyon দেন, তাহলে অন্য কোনো ব্যক্তিও যদি তাকে Noyon লিখে পাঠায়, সেও কিন্তু লোকেশন জেনে যাবে। তাই একটূ কঠিন কোড দিবেন।
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ভাই নরমাল হোয়াটসঅ্যাপ দিয়েও তো,লোকেশন শেয়ার করা যায়
    1. Avatar photo V Author Post Creator says:
      কিন্তু সেটা তো আমার ছোট ভাই যখন চাইবে, তখন শেয়ার করতে প্রবে শুধু। আর এটা হলে আমি নিজের ইচ্ছামত লোকেশন পাবো।
  3. Avatar photo Nishat Contributor says:
    Poost ta sei rokom cilo
    1. Avatar photo V Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Avatar photo Nishat Contributor says:
      jar location dekhbo tar data connection off thakle kaj hobe nato?
    3. Avatar photo V Author Post Creator says:
      না, কাজ করবে না তখন।
  4. Avatar photo ইবু Contributor says:
    ডাটা কানেকশন অফ থাকলে তো কাজ করবে না, তাহলে মানে কী, এটার? ???
    1. Avatar photo V Author Post Creator says:
      এখন সবাই বাইরে গেলে ডাটা চালু রাখে। ইন্টারনেটের যুগে এখন ডাটা যেমন সহজলোভ্য হয়ে গেছে, মানুষের ব্যবহারও বেড়েছে। ইন ফ্যাক্ট আমি নিজেই বাইরে গেলে সবসময় ডাটা চালু থাকে। কারণ ফ্যামিলির বা ফ্রেন্ডের সাথে whatsapp এই কথা হয়, সিম এ কথা হয় না।
  5. Mohammad+Jony Contributor says:
    etar jnnw ki phone er location on thkte hbe ?
    i mean jar phone er location janbw
    1. Avatar photo V Author Post Creator says:
      হ্যা
  6. Avatar photo TAHER Author says:
    ভালো ?
  7. বন্ধুর ফোনে ট্রাই করে দেখতে হবে।
  8. Avatar photo Niloy Contributor says:
    iPhone er jonno available?
  9. Evan Contributor says:
    এটা তো গুগল ম্যাপেই সম্ভব। এত কোডের ঝামেলা ছাড়াই। আর সেখানেও নেট অন ও জিপিএস অন রাখার শর্তে করতে হবে। তবে অপরজনের ফোন থেকে একবার অনুমতি নিয়ে নিলে আর কোনদিন জানতে বা কোন অনুমতি লাগে না দেখতে। আমার মতে গুগল ম্যাপের নিজস্ব পদ্ধতি বেশি ভালো হবে। তবু অনেক সুন্দর করে বুঝিয়ে পোস্ট করেছেন ধন্যবাদ।
    1. Avatar photo V Author Post Creator says:
      গুগলের টা সবাই জানে, যেটা জানে না সেটা তুলে ধরেছি। ?
  10. Avatar photo Thunder-Wolf Contributor says:
    এসব গুগল থেকে শুরু করে থার্ডপার্টিদের নিজের ডিভাইস তথ্য থেকে শুরু করে লোকেশন এক্সেস না দেওয়াই ভালো। এরা তো তথ্য বেচেই টাকা আয় করে থাকে।?

Leave a Reply