আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আজকে টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে আপনার Android ফোনে Ms Office 2007 রান করবেন।
সম্পূর্ণ পোস্ট মন দিয়ে পড়বেন।

শুরুতেই বলে দিই, ট্রিকবিডিতে Exagear Emulator নিয়ে ৪-৫টি পোস্ট আছে, কিন্তু সবগুলোই ৩-৪বছরের পুরাতন পোস্ট, আর ওইসব পোস্টে আমার টপিক আলোচনা করা হয়নি।

তো চলুন শুরু করা যাক

সম্পূর্ণ কাজ করতে তিনটি ফাইল লাগবে,

Required Files


1. Exagear Gold (Apk+data) Size 238MB
Download Link

2. Microsoft Office 2007 Exe Size 535MB
Download Link

3. Zarchiver ( For Unzip)
Download Link

Tested Device

Tecno Spark 6 (4/128)
MTK G70 Chipset
Android Version 10

Recommended Device


Ram 2GB+
Free Storage Minimum 5GB
Powerful Processor

Installing Process

1. প্রথমেই ডাউনলোড করা ফাইল দুটো Zarchiver এর মাধ্যমে Unzip করে নিবেন।

2. Unzip করা ফাইল দুটো অবশ্যই Internal Storage এর Download ফোল্ডারে রাখতে হবে।

3. এবার Exagear ফোল্ডার টি তে Obb ফাইল (com.ethles.ed) ফাইল টি কপি করুন, এবং Android>>>obb ফোল্ডারে পেস্ট করুন।





4. এবার Exagear Apk ফাইল টি ইন্সটল করে ওপেন করুন।


5. এবার বাম পাশের উপরে মেনুতে ক্লিক করে “Manage Containers” এ যান।


6. প্লাস(+) আইকনে ক্লিক করে নতুন Container ক্রিয়েট করে নিন।
Container টি এডিট করুন পাশের মেনু অপেন করে, Properties এ ক্লিক করে। এবার স্ক্রিনশটের মত কাজ করে নিন।

7. Container ক্রিয়েট হয়ে গেলে, “Run Explorer” এ ক্লিক Emulator রান করুন।

8. এবার আপনার Unzip করা Ms office 2007 ফোল্ডার টি Emulator এ দেখতে পাবেন, ওটাতে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকুন, অতঃপর একদম নিচে Setup ফাইল পাবেন। ওটাতে ডাবল ক্লিক করুন।



9. এবার Ms office 2007 ইন্সটল হওয়া শুরু হবে। মোবাইলের পারফরম্যান্স ভেদে ৫-১০মিনিট লাগতে পারে প্রথম্বার ইন্সটল হতে।


10. ইন্সটল হয়ে গেলে নিচের স্ক্রিনশট অনুসরণ করে ওপেন করুন।



কয়েকটি স্ক্রিনশট দেখুন





Limbo PC emulator এর চেয়ে এটা অনেক Smooth কাজ করছিল, কোনো প্রকার ল্যাগ ছিলনা।
আপনার এক্সটার্নাল কিবোর্ড মাউস দিয়ে ব্যবহার করলে আরো ইফেক্টিভ হবে।

External Keyboard না থাকলে কম্পিউটার কিবোর্ড Layout এর কিবোর্ড ডাউনলোড করুন।

Download Link

পোস্ট টা কেমন হয়েছে আশা করি জানাবেন। আর কোনো ভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন।

আর এই পুরো টিউটোরিয়ালে কোনো সমস্যা হলে এখানে কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক দিবেন ধন্যবাদ

30 thoughts on "Android ফোনে Run করুন Microsoft Office 2007 [Exagear Gold]"

    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank u
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank You ?
  1. Avatar photo Sharif Contributor says:
    ইনস্টল হচ্ছে। আমি কি এখানে অভ্র ইন্সটল করে লিখতে পারব? আর এভাবে কি অফিস 2021 ইন্সটল করতে পারব?
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      হ্যা, আমি অভ্র ইন্সটল করে ট্রাই করেছি, কাজ করে।তবে অভ্র তে একটু সমস্যা হয়, কার-গুলো পরে চলে যায়।
      MS office 2010 ও ইন্সটল দেওয়া যাবে।
    2. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      বাংলা টাইপিং এ একটু সমস্যা হয়। তবে English Typing একদম স্মুথ
    3. Avatar photo Sharif Contributor says:
      Tnx
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      thank u
  2. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    ভাল লাগলো
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Avatar photo Md Solaiman Islam Sobuz Contributor says:
    উপরে কীবোর্ড ক্রস৷? বাটন গুলা সরানো যায়না?
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ত্রি ফিংগার দিয়ে স্ক্রিন টাচ করুন, হাইড হয়ে যাবে।
      আবার প্রয়োজনের সময় ত্রি ফিংগার টাচ করলে চলে আসবে।
  4. Avatar photo Sohag21 Author says:
    আমার ফোনের RAM 2 GB, ROM 32 GB, Processor: 1.5 er quad core
    এই ফোনে হবে ?
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      আমি ১জিবি ফোনেও Exagear রান করি!!! তাও মিডিয়াটেক এর সিম্পনি ফোনে অনেক আগের। তবে অনেক ল্যাগ করবে।
      আপনার ফোনের চিপসেট কি?
  5. Avatar photo Sohag21 Author says:
    মিডিয়াটেক
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      মিডিয়াটেক কত? A20,A22 এই টাইপের?
  6. Avatar photo Sohag21 Author says:
    সেটা তো ঠিক জানি না তবে
    Chipset : Mediatek MT6739W (28 nm)
    CPU : Quad-core 1.5 GHz Cortex-A53
  7. Avatar photo TAHER Author says:
    Word use korar way ase?
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Microsoft Office এর ভেতরেই সব আছে
  8. Avatar photo TAHER Author says:
    MS office update version hbe??
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Ms office 2010 পর্যন্ত ইন্সটল করা যাবে!!!
    2. Avatar photo TAHER Author says:
      Bujci
  9. Md Asib khan Contributor says:
    Bangla Type kora jabe kivabe
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Exagear এ বাংলা টাইপিং সম্পূর্ণভাবে সাপোর্ট করেনা
  10. Md Asib khan Contributor says:
    Ms 2010 kivabe install korbo
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      https://t.me/amhtblog

      এখান থেকে ইন্সটল করে নিতে পারবেন

  11. Hasin Israk Toaha Contributor says:
    Bro amar SD card ase okhane oob paste hoyna,internal storage e paste korci open hoy na bole oob not found

Leave a Reply