#পোস্ট ৯
আসসালামু আলাইকুম, সবাইকে।
পোস্টটি যখন পাবলিশ হবে তখন হয়তো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অথবা আর মাত্র কয়েক মুহূর্ত বাকি থাকবে। আমি ভেবেছিলাম এটি নিয়ে আগে থেকেই পোস্ট করা আছে তাই আমি পোস্ট করার কথা চিন্তা করিনি। কিন্তু আজ দেখলাম মাত্র একজন পোস্ট করেছেন তাও শুধু একটি পদ্ধতি নিয়ে এছাড়া অন্যকেউ করেনি। তাই আমি ভাবলাম সকল পদ্ধতি নিয়ে বিস্তারিত পোস্ট করা দরকার। তাই পোস্ট লিখতে বসলাম। যারা আমার ইন্টারেক্টিভ পোস্ট দেখতে অভ্যস্ত তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটিতে কোনো স্ক্রিনশট বা ছবি যুক্ত করা হবে না।
(বিদ্রঃ আপনার কাছে যদি কোনো লিংক থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। তাতে সবার হেল্প হবে। আর এখানে প্রতিটি লিংক বুলেট পয়েন্টে দেওয়া আছে।)
Satellite TV Channels
- BTV
- GTV
- Tsports
Mobile APPs
IPTV
- আইএসপি থেকে নেওয়া।
- টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ থেকে ফ্রি/পেইড ভাবে নেওয়া।
- https://t.me/PremiumNetworkTv
- https://t.me/AllLiveSportsLinksPro
- https://t.me/FIFABD22 (এটাতে শর্ট লিংক ব্যবহার করে এডমিন।)
PC Users
আজ এখানেই শেষ করছি। একদিন দুইটি পোস্ট করা হয়ে গেলো। তাই আর বেশি বড় করছি না। আপনি কোথায় খেলা দেখবেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারবেন। এবং এই বিশ্বকাপে কোন দল কাপ নিবে তার প্রিডিকশন জানাতে পারেন। আপনার প্রিয় দল সম্পর্কে জানাতে ভুলবেন না কিন্তু!
পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
Contact me
|Discussion| |Channel|
আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। ?আমার ব্লগ সাইট?
14 thoughts on "ফুটবল বিশ্বকাপ ২০২২ খেলা দেখার সকল উপায় এক পোস্টেই।"