আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


আপনি কোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন সহজেই এবং সেটাও অফলাইনে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়া।

যারা Social Media তে ভিডিও আপলোড করেন তাদের অনেক সময় এই ওয়াটার মার্কের সমস্যায় পড়তে হয়। তাদের জন্য এই পোস্ট একটু হলেও উপকারী হবে।

আর কাজকে আমি বেশি কথা একদমই বলবো না। বেশি বিশ্লেষণ না দিয়েই সরাসরি মূল কথায় আসি।

ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করতে আপনার একটা ছোট অ্যাপ দরকার হবে। নাম : Watermark Remover, logo eraser

এই অ্যাপের মাধ্যমে আপনি যা করতে পারবেন:

★ Remove Watermark

★ Add Watermark

★ Trim

★ Compress

★ Crop

★ Speed

★ Background

প্রথমে অ্যাপ চালু করে Remove Watermark অপশনে ক্লিক করুন।

তারপর যে ভিডিওর ওয়াটার মার্ক রিমুভ করতে চান সেটা সিলেক্ট করে, ওয়াটার মার্ক এর চারপাশে বর্ডার বা ওয়াটার মার্ক সিলেক্ট করুন। এরপর উপরের টিক চিহ্ন তে ক্লিক করুন।

এরপর প্রয়োজন মতো রেজ্যুলেশন ঠিক করুন। 480p, 720p আর প্রো ভার্সন থাকলে 1080p সেটা আপনার দরকার।

তারপর ওয়াটার মার্ক রিমুভ হতে শুরু করবে, ১ মিনিটের মতো অপেক্ষা করতে হবে।

ব্যাস ! তাহলেই আপনার ভিডিওর ওয়াটার মার্ক রিমুভ করা হয়ে যাবে।

এখন আপনি চাইলে আরো কিছু সুবিধা পাবেন। ভিডিও Compress করতে পারবেন। এবং ভিডিও কে 240p, 360p, 480p তে কনভার্ট করতে পারবেন।

Trim করে ভিডিওর প্রয়োজনীয় অংশ সেভ করতে পারবেন।

Crop Video করে মানানসই করে নিতে পারবেন।

Speed করে ভিডিওর Track কম বেশি করতে পারবেন।

Add Background এর মাধ্যমে Social Media তে ব্যবহারের জন্য ব্যাকগ্ৰাউন্ড সেট করতে পারবেন।

ভিডিওর কাজ হয়ে গেলে সেটা আপনি অ্যাপের Art অপশনে পেয়ে যাবেন।


আজকের ছোট পোস্ট এই পর্যন্ত‌ই ছিলো।

নিচের ছবিতে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে নিন। ↓

উপরের ছবিতে ক্লিক করুন ↑


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




16 thoughts on "Video Watermark Remove করুন Offline এ খুব সহজে !"

  1. Avatar photo Ashraful Author says:
    Kaj kore. Kintu blur kore dei oi jaigata.
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      এটাতো এভাবেই কাজ করে। না হলে অবজেক্ট অ্যাড করবে কিভাবে?
  2. Avatar photo Nirob Sagor Author says:
    এই এপ্স টি একবছর আগে ব্যবহার করতাম।‌‌ এখন ভালো লাগে না।
  3. mrfarhanisrak Levi Author says:
    টেক্সট রিমুভ হবে?
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      হ্যাঁ
    2. mrfarhanisrak Levi Author says:
      এর চেয়ে ভাই অনলাইনে ওয়েবসাইট রয়েছে।সেগুলো বেস্ট।
  4. Avatar photo Ridoy6979 Contributor says:
    Mussabbir tumi new post deo na kno
  5. Avatar photo Ridoy6979 Contributor says:
    Levi taile tmi ekta post deo free jate remove korle blure na thake kmn taile valoi hoy
  6. Avatar photo Ridoy6979 Contributor says:
    Onek valo hoyece…. Nai mamar cheye kana mama onek valo
  7. Avatar photo MD Shakib Hasan Author says:
    ওয়েবসাইট বেস্ট
  8. Azharul Islam Babu Contributor says:
    ওয়েবসাইটই ভালো **
  9. Avatar photo TAHER Author says:
    অনেকদিন পরে একটা অন্য রকম পোস্ট পাইলাম ?
  10. Avatar photo TAHER Author says:
    ওমা! একি অ্যাপটার ডাউনলোড করতে গিয়ে প্রিমিয়াম ভার্সন পাইলাম না ?
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Lucky Patcher দিয়ে হ্যাক করেন অথবা গুগল থেকে মোড ভার্শন ডাউনলোড করেন।
    2. Avatar photo TAHER Author says:
      সেটা আর প্রিমিয়াম হইলো ?

Leave a Reply