আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

আজকে আমি আপনাদের সাথে এমন ১০ টি Photo editor সম্পর্কে কথা বলবো যেগুলোর ফিচার অনেক এবং এগুলো আপনাদের ভিতরে অনেকেই হয়তোবা ব্যবহার করেননি।

না আমি Adobe Photoshop, lightroom, pixellab, picsart ইত্যাদি এগুলোর কথা বলবো না। এগুলোর বাইরেও Playstore এ যেসব ভালো ভালো Photo editor রয়েছে আজ সেগুলো নিয়েই আলোচনা হবে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

1) App Name : Photoleap

App Size : 130 MB

App developer : Lightricks Ltd.

App Released Date : 5 September 2022

Required OS : Android 8.0 and Up

App Link : Playstore

এটি একটি Artificial Intelligence Supported App। এখানে আপনি Artificial intelligence ব্যবহার করে Art তৈরি করতে পারবেন।

এর জন্যে আপনাকে Make Ai Art এ যেতে হবে। এরপর আপনাকে বর্ননা দিতে হবে আপনাকে আপনি কেমন ধরনের Art তৈরি করতে চাচ্ছেন সেটার।

যারা Midjourney Ai ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন ভালোভাবে আমি কি বলতে চাচ্ছি।

এখানে আপনি Photo, Anime, Dystopia, Alien, Fantasy, ink, trippy, Sci-Fi, primitive, techpunk, tattoo, hyperreal, film, cinema, Kyoto, cyber, Space War, astral, floral, Europa, ethereal এমন বিভিন্ন ধরনের Arts বানাতে পারবেন।

আপনি চাইলে কোনো Blurry Photo কে enhance করে সেটাকে Clear করে তুলতে পারবেন। আপনি চাইলে কোনো ছবির BG পাল্টাতে পারবেন।

Edit Photos এ গিয়ে আপনি Background Remove থেকে শুরু করে বিভিন্ন ধরনের Filter, Exposure, Contrast, Brightness, Sharpen, Shadow ইত্যাদি যা আছে সবই পেয়ে যাবেন।

যেহেতু এটি একটি Ai Based App তাই আপনি এখানে Background Removal থেকে শুরু করে অনেক কাজই অনেক ভালোভাবে করতে পারবেন।

এছাড়াও App টির আরো অনেক ফিচার আছে যা আপনি নিজে নিজে explore করলেই বুঝতে পারবেন।

App টির কিছু Screenshots :

2) App Name : Meitu

App Size : 123 MB

App developer : Meitu (China) Limited

App Released Date : 9 March 2011

Required OS : Android 6.0 and Up

App Link : Playstore

 

এই App টিতে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন। প্রথমেই কথা বলি Photo Editing Feature নিয়ে।

আপনি photo editor এ ক্লিক করলে এখানে আপনি দারুন দারুন প্রচুর Filter পেয়ে যাবেন ব্যবহার করার জন্যে।

এখানে আলাদা একটি স্টোরই আছে ফিল্টার এর জন্য। এরপর Auto তে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ছবিটিকে আরো সুন্দরভাবে পারফেক্ট করে তোলার জন্যে রয়েছে আরো কিছু ফিচার।

Smart Fx থেকে শুরু করে Landscape, portrait, food, location, plants, animals, objects আলাদা আলাদা রকমের effects রয়েছে।

এরপর Mosaic এ গেলে আপনি এখানে শত শত Mosaic Filter পাবেন। Trending থেকে শুরু করে VIP, Text, Patterns, Colours, Classic এবং more এ গেলে আরো পাবেন।

এরপর Edit Option এ গেলে Wallpaper Size থেকে শুরু করে Free Size, Square Size, 2:3, 3:2, 3:4, 4:3, 9:16, 16:9, correct – vertical, horizontal, center এবং এরই সাথে বিভিন্ন ডিগ্রিতে Rotate এর Basic Editing Option তো অবশ্যই পাবেন।

এরপর Toning এ গেলে আপনার ছবিতে থাকা মানুষটির Face সহ সম্পূর্ণ Body এর Toning টা আরো সুন্দর করে তুলতে পারবেন।

এখানে প্রচুর Templates, Filters রয়েছে। যারা ছবিতে Text এর কাজ বেশি করেন তাদের জন্যে এটি একটি Ideal App হতে পারে। কেননা এখানে আপনি অনেক Text Elements, Styles এবং Fonts পেয়ে যাবেন। এবং সেগুলো বিভিন্ন ভাষা, Effect, Style এর সাথে।

এখানে রয়েছে প্রচুর Stickers। Stickers এর জন্যে আলাদা একটি Shop ই আছে এখানে।

এরপর Background Option এ গেলে আপনার ডিভাইস এর সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের Background Select করতে পারবেন।

এছাড়াও এখানে আছে Magic Brush। Art প্রিয় মানুষরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের drawing করতে পারবেন। প্রতিটা Brush Style ই Unique।

এছাড়াও এখানে Frames, Label, Blur, Cutout, Eraser, Creativity, Beautify Photo Enhancer এর Options ও পেয়ে যাবেন।

camera options এ গেলে প্রচুর ফিল্টার ও অন্যান্য অপশনের মাধ্যমে ছবি তুলতে পারবেন।

এছাড়াও এখানে আছে Video Editing এর Option। এখানে আপনি অনেক ভালো ভাবেই Video Editing করতে পারবেন। Basic To Advanced দুইভাবেই Video Editing এখানে সম্ভব।

শুধু তাই নয়, এই App এর সাহায্যে আপনি Video Retouch সহ Ai Art ও তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি আপনার Image Quality Low to HD করতে পারবেন।

Ai Portraits তৈরি করতে পারবেন। Male Retouching, Seamless Collage, Screenshot Collage, watermark removal, batch editing, Label, Hand Drawn এবং এছাড়াও পাবেন Anime Avatar তৈরি করার Option।

আরো আছে Tech Magic এবং বিভিন্ন ধরনের Tools। এক কথায় অসাধারন এই এপটি আপনাকে একের ভিতর সব মানে Ultimate Features অফার করছে। তাই অবশ্যই ব্যবহার করে দেখবেন।

App টির কিছু Screenshots :

3) App Name : Graphionica – ig story maker

App Size : 57.7 MB

App developer : Graphionica App

App Released Date : 11 December 2019

Required OS : Android 7.0 and up

App Link : Playstore

Instagram ব্যবহারকারীদের জন্যে একটি Ideal App হতে পারে এটি। এছাড়াও আপনি যদি Instagram ব্যবহারকারীদের মধ্যে নাও পড়েন তবুও সমস্যা নেই।

এই App টির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের Stylish Photo Editing করতে পারবেন। এখানে Text Fonts থেকে শুরু করে এমন এমন ধরনের Style এবং ফিচার রয়েছে যা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন।

Instagram ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলছি এখানে আপনি অনেক সুন্দর সুন্দর Stickers, Filters, animation পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি আপনার Insta Story তেই হোক আর Upload করার মত ছবি হোক দুটোকেই অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন।

অবশ্যই Try করে দেখবেন App টিকে। আমার কাছে খুবই ভালো লেগেছে App টি।

 

App টির কিছু Screenshots :

4) App Name : Photo Room

App Size : 45 MB

App developer : Photo Room Background Editor App

App Released Date : 16 December 2020

Required OS : Android 9.0 and Up

App Link : Playstore

আমার সবচেয়ে পছন্দের Photo Editing App গুলোর মধ্যে এই App সবসময়ই জায়গা করে রেখেছে। কেননা এই App টি প্রথমে ব্যবহার করে আমি নিজেই অনেক অবাক হয়ে গিয়েছিলাম।

যারা ছবির Background পাল্টাতে চান এবং remove.bg website এ গিয়ে hd quality তে background remove করতে পারছেন না তাদের জন্য এই অ্যাপটি অসাধারণ একটি অ্যাপ হতে চলেছে।

কেননা এই অ্যাপের সাহায্যে আপনি অনেক সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। আপনি হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে।

এছাড়াও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতে পারছেনই, তার সাথে সাদাকালো ট্রান্সপারেন্ট বিভিন্নভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার সাথে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবেন।

এছাড়াও ব্যাচ এডিটিং এর মাধ্যমে অনেকগুলো ছবিকে একসাথে নিয়ে একবারে সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন।

এছাড়াও এডজাস্ট ব্লার এমন বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করে আপনার ছবিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফিল্টার ও এফেক্টও রয়েছে।

আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট ও অ্যাড করতে পারবেন। আমার দেখা বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল এপ এটি।

App টির কিছু Screenshots :

5) App Name : Flow Studio – Photo & Graphic

App Size : 153 MB

App developer : Ubiquiti Labs, LLC

App Released Date : 12 July, 2022

Required OS : Android 5.0 and Up

App Link : Playstore

এই App টির সাহায্যে আপনি YouTube Thumbnail, Instagram Post, Instagram Story, Instagram Reels, Instagram Ads, Facebook Post, Twitter Post, Your Story, Tiktok cover,

WhatsApp status, Linkedin banner, social media, a4 document, a4 document (landscape) সহ বিভিন্ন ধরনের resume, poster, letter, business card, menu, flyer, company profile, presentation 16:9 তৈরি করতে পারবেন।

অনেক দরকারী একটি App প্রত্যেকের জন্যেই। এখানে আপনি প্রয়োজনীয় সব ধরনের Sticker, Elements, Background, Text, Styles সব পেয়ে যাবেন।

এখানে বিভিন্ন ধরনের Graphics, Frames, Grid ও রয়েছে। Canva যারা ব্যবহার করেছেন তাদের জন্যে এই App টি Ideal একটি App হতে যাচ্ছে। কেননা এই App টি Canva এর চেয়েও ভালো কাজ করে বলে আমি মনে করি।

এপটি নতুন হওয়ায় অনেকেই জানে না। কিন্তু এপটি এক কথায় অসাধারন। অবশ্যই ব্যবহার করে দেখবেন।

 

তো এই ছিল কিছু Unique Photo Editor Apps যেগুলো আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। কেননা এই App গুলো সত্যিই অনেক ভালো ভালো ফিচার অফার করছে।

ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। যারা জানতেন তারা ইগনোর করেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।

ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

5 thoughts on "Android এর জন্যে কিছু Multi Featured Photo Editor"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    অ্যাপ এর সাইজ আরেকটু কম হলে ভালো হতো
  2. ধন্যবাদ পোষ্টটি করার জন্য।
  3. Levi Author says:
    বেস্ট কোনটা?
  4. TAHER Author says:
    ভালোই ছিল ❤️

Leave a Reply