আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

অনেক দিন আবার ও হাজির হলাম নতুন কিছু নিয়ে। উপরের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন নিয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক।

Inspect কি সেটা সবাই জানি কমবেশি তাই বিস্তারিত আর বলছি না । আমরা সবাই পিসি দিয়ে inspect করা থাকি মোবাইলে সাপোর্ট করে না বলে । মোবাইলের কিছু ব্রাউজার আছে যেগুলোতে inspect অপশন রাখ হইছে।

কিন্তু কথা হচ্ছে এখন সব ফোনেই chrome ব্রাউজার থাকে। কিন্তু chrome মোবাইলের জন্য inspect রাখেনি খুব হতাশা জনক বিষয় ।

আরেক কথা হচ্ছে কিছু মানুষের মোবাইল আছে যাদের রেম রম কম তাদের তো বারি অ্যাপস করতে সমস্যা হয় ।তাদের কথা বিবেচনা করে আমি নিয়ে আসলাম কিভাবে আপনার ফোনে থাকা chrome ব্রাউজারকে যেকোন ওয়েবসাইটে গিয়ে inspect করবেন। তো চলুন কিছু স্কিনসর্ট দেখা যাক।

প্রথমে আমরা আমাদের ফোনে থাকা chrome ব্রাউজারে চলে যাবো।

তারপর থ্রী ডটে ক্লিক করবো।

এখন দেখেন স্টার চিহ্ন আছে সেখানে ক্লিক করবো।

তারপর এইরকম edit অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।

এইরকম বক্স পাবেন প্রথমে যেকোন একটা নাম দিবেন।

javascript:(function () {var script=document.createElement(‘script’);script.src=”//cdn.jsdelivr.net/npm/eruda”;document.body.appendChild(script); script.onload = function () { eruda.init() } })();

তৃতীয় নাম্বার বক্সে আমার দেওয়া কোডটা কপি করে পেস্ট করে দিবেন।

তারপর Done দিবেন।

আমরা যেকোন একটা ওয়েবসাইটে যাবো। তারপর ওয়েবসাইটের URL ক্লিক করে আমরা সার্চ করবো।

আপনি bookmarks যে নামে সেইভ করছেন সেই নামে সার্চ করে তারপর উপর ক্লিক করবো।

তারপর কনারে settings এর মতো একটা লগো দেখতে পাবো সেটার উপর ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট inspect হয়ে গেছে । এইভাবে আপনি যেকোন ওয়েবসাইটকে inspect করতে পারবেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

25 thoughts on "মোবাইল দিয়ে কিভাবে chrome ব্রাউজারে Inspect করবেন যেকোন ওয়েবসাইটে । ।"

  1. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    আগের একটা মেথড জানতাম। তবে আপনারটা আরো advanced। অনেক অনেক ধন্যবাদ share করার জন্যে
    1. abir Author Post Creator says:
      Welcome
  2. Rahul Islam Contributor says:
    এর থেকে view-source:sitelink এভাবে করা টাই ভালো
    1. abir Author Post Creator says:
      আচ্ছা
    2. Leo Nazmul Contributor says:
      এটা কি ভাই এটার কাজ এ বা কি
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    এটা জানতাম। By the way ওয়ালপেপার টা ভালো লেগেছে
    1. abir Author Post Creator says:
      ভালো ।
  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ভাই এটা মনে হয় BETA এর CHROME ব্রাউজার ছাড়া কাজ করে না। আমি MAIN ব্রাউজার এ টেস্ট করলাম হলো না।
    1. abir Author Post Creator says:
      ভালো করে চেষ্টা করেন হবে।
    2. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
      ধন্যবাদ ভাই কাজ হইছে।
    3. abir Author Post Creator says:
      Wlc
  5. Khairul Islam Contributor says:
    usefull trick ,, tnx
    1. abir Author Post Creator says:
      Wlc
  6. Asif Contributor says:
    কম্পিউটার এর টা জানতাম । আপনার পোস্ট দেখে মোবাইল এর তা জেনে গেলাম ।
    1. abir Author Post Creator says:
      Good
  7. MD Rakib Mia says:
    বছর আগে Hridoy mini এ বিষয়ে একটি পোস্ট করেছিল সেটিই এখনো চলছে
  8. Opps! Not Available Author says:
    Facebook e inspact kora jayna ei method e tbe sundor post.. Facebook e inspact korar way thakle post update kore diye bro
  9. MD Hasan Xhmed Contributor says:
    ভালো।
  10. Hridoy Mini Expert Author says:
    https://trickbd.com/web-development/747025
    আমার পোস্ট কপি ?
    1. abir Author Post Creator says:
      Don’t copy bro …
    2. abir Author Post Creator says:
      Ami post check kore tarpor post kori …amar search অনুযায়ী কোন পোস্ট আসেনি বলে আমি পোস্ট করছি কিন্তু কোন কপি না।
  11. Nazir Contributor says:
    এই অপশন টার মূল কারণ কি এর মাধ্যমে কি কি কাজ করা যায়
    1. abir Author Post Creator says:
      Programming language niye darona ase taholei bujben.
  12. MD Shakib Hasan Author says:
    এটা করে লাভ কি
    1. abir Author Post Creator says:
      অনেক লাভ আছে ভাই ।

Leave a Reply