Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
আমাদের এন্ড্রয়েড ফোনে এমন অনেক অ্যাপস আছে যা কোনো বিশেষ কাজ ছাড়াই আমাদের ফোনের Background এ চলে। এতে আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়, ফোনের ব়্যাম এবং রম দুটোই বেশি ব্যবহার হয়, যার কারণে ফোন স্লো হয়ে যায়।
আপনি চাইলেই তো একটা একটা করে সেই সব অ্যাপ কে Force Stop করতে পারবেন। কিন্তু একটা একটা করে অপ্রয়োজনীর অ্যাপকে বন্ধ করা একটু হলেও সময়ের আর ধৈর্য্যের ব্যাপার।
তার ওপর কোন অ্যাপ বেশি ব্যাটারি খরচ করছে, কোন অ্যাপ বেশি ব়্যাম/রম ব্যবহার করছে এটা খোঁজা কিছুটা মুশকিল। তাই আপনি চাইলেই ৩ এমবি একটা ছোট অ্যাপ ব্যবহার করেই এই সমস্যার সমাধান করতে পারবেন। এবং বেশ শক্তিশালী অ্যাপ এটা।
এই অ্যাপটার নাম হলোঃ Greenify
Greenify আপনার ফোনে Battery leeching, Memory hogging, Stealthily running apps ইত্যাদি ব্যবহার করতে সক্ষম। এটা আপনার ফোনকে Smooth এবং Lasting experience দিতে সবোর্চ্চ চেষ্টা করবে।
এটা Rooted এবং Non-Rooted দুই ফোনে দুই রকম ভাবে কাজ করবে। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন রুট করার কারণে যদি সঠিকভাবে কাজ না করে, অথবা রুট না করার কারণে যদি সঠিকভাবে কাজ না করে ?
তাই রুট করা আর রুট না করা উভয় ফোনেই যেন ঠিকভাবে কাজ করতে পারে সেজন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজ একই। ? ?
Greenify 2013 সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ Life Hacker এর Top 1 ইউটিলিটি হিসাবে বৈশিষ্ট্যযুক্ত। অনেকগুলি অ্যাপ ইনস্টল করার পরে আপনার ফোন বা ট্যাবলেট হঠাৎ করেই Slow এবং তাড়াতাড়ি Battery Charge যেন শেষ না হয় সেজন্য Greenify এর মাধ্যমে, আপনার ফোন আপনার শুরুর দিকে যেভাবে চলছিল প্রায় ততটাই Smooth এবং Battery Backup যথেষ্ট ভালো থাকে সেটার কাজ করতে পারে।
Greenify আপনার ফোনের Battery Optimization Off হওয়া বা Fast Battery Drain হওয়া থেকে বিরত রাখতে, অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে খুঁজে বের করতে এবং হাইবারনেশনে রাখতে কাজ করে।
যখন আপনি সেসব অ্যাপ নিজে থেকে ব্যবহার করবেন না! ফোরগ্রাউন্ডে চলাকালীন সম্পূর্ণ কাজ সংরক্ষণ করেও সেসব অ্যাপ আপনার বা অন্য কোনো অ্যাপের দ্বারা চালু না হওয়া পর্যন্ত কিছুই করতে পারবে না। সোজা কথায় বলতে গেলে কাজ করার মতো অবস্থায় থাকবে ঠিকই কিন্তু নিজে থেকে তখন কিছু করতে পারবে না যদি আপনি সেই সব অ্যাপ নিজে থেকে চালু না করেন।
জরুরী কিছু কথাঃ
আপনার ফোনের Accessibility Service এর অনুমতি থাকা সত্ত্বেও Greenify কখনও আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, এটি শুধু Hibernation পদ্ধতিকে Active করতে এটির সুবিধা নেয়।
Auto Hibernation সুবিধা ব্যবহার করার জন্য Greenify এর Background Activity অনুমতি প্রয়োজন। এই অ্যাপ যথেষ্ট Light Weight এবং খুব কম CPU এবং ব্যাটারির চার্জ কম খরচ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং সেটা Apply করা হয়েছে।
অনেক কথা হলো, এবার দেখুন Greenify অ্যাপ কিভাবে ব্যবহার করবেন..!
অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় পারমিশন গুলো দিয়ে দিন। তারপর আপনার যদি রুট করা না থাকে তাহলে My device is NOT rooted এ ক্লিক করুন। আর রুট করা থাকলে My device is rooted এ ক্লিক করে NEXT এ ক্লিক করুন।
তারপর উপরে এবং নিচে যোগ ( + ) চিহ্ন দেখতে পাবেন। যেকোনো একটায় কিন্তু করুন।
এরপর App Analyzer আপনাকে দেখাবে কোন কোন অ্যাপ আপনার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে রান হচ্ছে এবং কোন কোন অ্যাপ আপনার ফোনের পারফরম্যান্স কম করে দিচ্ছে।
আপনার অপ্রয়োজনীর অ্যাপগুলোর ওপর ক্লিক করে সেগুলো সিলেক্ট করে নিন, তারপর টিক ( ✓ ) চিহ্নের অপশনে ক্লিক করুন।
এরপর Snooze বা Hibernate ( ? ) আইকনে ক্লিক করুন।
এবং এরপর আপনি Deep Hibernate বা গভীর ভাবে অপ্রয়োজনীয় অ্যাপকে ঘুম পাড়ানোর জন্য আবার সেই অ্যাপগুলো সিলেক্ট করে Snooze বা Hibernate ( ? ) আইকনে ক্লিক করুন।
ব্যাস ! তারপর অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। এবং আপনি তা দেখতে পাবেন।
কম সময়ের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। এতে আপনার ফোন অনেকখানি Free এবং Smooth কাজ করবে।
আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন ! ?? এটাই ছিলো আজকের Greenify নিয়ে সংক্ষিপ্ত পোষ্ট।
আরো পড়ুনঃ ↓↓↓
নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে নিন। ↓↓↓এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
You must be logged in to post a comment.
ভালো।
Thanks
ওয়েলকাম।
আমার পোস্ট রিভিউ করছে না কেনো ?? সাপোর্ট টিম নামের সাপোর্ট টিম
ভাই সময় লাগে, অপেক্ষা করেন।
সার্পোট টিমকে ইমেল করুনঃ [email protected] .আপনার পোষ্ট রিভিউ করার কথা বলুন।
এখনকার অনেক ফোনে ডিফল্ট এপ দেওয়া থাকে ব্যাকগ্রাউন্ড এপ বন্ধ করার ,বাকি ফোন গুলোর জন্য কার্যকরী এপ এটি।
ইসস বড়ো ভাই ভাবলাম আজকেই এইটা নিয়ে পোস্ট করবো আপনি করে ফেললেন??
দুঃখিত ?
ঠিক আছে ব্যাপার না
Almost same as KillApps Pro!?
Maybe.
Hmm!
কিছু দিন ধরে ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছিলাম । আশা করি অ্যাপটি কাজে দিবে ।
Try kore dekhen.
জ্বি, ধন্যবাদ
আমার ব্যাকআপ ভালো দিচ্ছে অ্যাপ ইউজ এর পর থেকে
?
অসংখ্য ধন্যবাদ, অনেক কাজ হয়েছে, আপনরা থাকতে আর কি লাগে।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
খুশি হলাম ? অনেক ধন্যবাদ আপনাকে।
আপডেট ফোনে কাজ করে না এই অ্যাপ
কেনো ভাই আমার নতুন ভিভো ফোন এ কাজ করলো তো, চেষ্টা করুন হবেই
আপডেট ভার্সনেও কাজ করবে।