প্রথমে নিচ থেকে Selfie App টি নামিয়ে নিন।

★★Click Here To Download

সেলফি ছাড়া ফেসবুক? ভাবাই যায় না। শুধু
ফেসবুক কেন? সেলফির রাজত্ব এখন সব
সামাজিক মাধ্যমে। কিন্তু ক্যামেরার
কারনে আমাদের ছবি আমরা যেমন চাই ঠিক
তেমন হয় না। কারন কি হতে পারে?
১. আপনার ক্যামেরার পিক্সেল কম
২. আপনার ক্যামেরার পিক্সেল বেশি
এই দুটোই দায়ী মূলত… এখন কি করবেন ? আর
আমিও কি সব উলটা পাল্টা বলছি…! এটাই
ভাবছেন তাই না? আসলে “আপনার
ক্যামেরার পিক্সেল কম” এই ব্যাপারটা
একরকম দায়ী কারন কম মেগা পিক্সেলের
ক্যামেরা আপনার চাহিদা মত ছবি কখনোই
দিতে পারবে না। তার উপর আমাদের দেশে
সচর আচর যে স্মার্ট ফোন ব্যবহার হয় (চায়না

স্মার্ট ফোন) তার বেসিরভাগ দেখতে খুব বড়
সর হলেও অগুলতে তেমন কোন সুবিধা থাকে
না। আর থাকলেও তার হায়াৎ যেন ইলিশ
মাছের মত। আবার দামী ফোন গুলো ( সব না)
এত ক্লিয়ার , এত ক্লিয়া, এত ক্লিয়ার যে
আপনার মুখে যদি একটা ব্রন থাকে তার
মধ্যের চাউলটাও দেখা যায় । এই
অভিজ্ঞতাটা আমি আমার স্যামসাং এস ৩
ব্যবহার করেই পেয়েছি।
আসলে সত্যি বলতে ফোনের কোন দোষ নেই
এমনিতে নিজের ছবি ভাল হয়েছে এই কথা
খুব কম মানুষ বলেন। কিন্তু দেখবেন অন্যদের
কাছে আপনার ছবি ঠিকই সুন্দর লাগছে।
নিজের ছবি নিয়ে দিধা দন্দ আমাদের
থেকেই যায়। আসলে ভাল ফোন কোম্পানি
গুলো সব মাথায় রেখে আপনার জন্য মোবাইল
ফোনটি তৈরি করে যাতে আপনি পর্যাপ্ত
সুযোগ সুবিধা পেতে পারেন। ক্যামেরাতে
বাস্তব ছবিটাই উঠে কিন্তু মুখে দাগ বা অন্য
কিছু থাকলে ক্যামেরার দোষ দিয়ে লাভ
নেই। আসুন আর প্যাঁচাল না করে আসল কথায়
আসি- আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দেব
দুটি দারুন আপস এর সাথে যেগুলো দিয়ে
আপনি আপনার ছবিকে যেমন খুশি তেমন
করতে পারবেন যেমনটা আপনি চান। আপনার
ক্যামেরার পিক্সেল কম হোক আর বেসি
হোক তাতে কোন কিছু আসে যায় না কিন্তু
মাগার ছবি পারফেক্ট হবে এততুকু গ্যারান্টি
দিতে পারি।

সবাইকে ধন্যবাদ।

Leave a Reply