আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !



আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা বেশ কাজে দিবে আশা করি। ৫০ টিরও বেশি টুলস ব্যবহার করতে পারবেন একটি অ্যাপে।

বেশি কথা বলতে চাই না, সরাসরি মূল বিষয়ে আসা যাক।

এমন একটি অ্যাপ যদি আপনার কাছে থাকে যেটার সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সহজেই করতে পারবেন তাহলে নিশ্চয়ই ভালো হবে।

প্রয়োজনের সময় এই অ্যাপ অনেক সাহায্য করবে। এমনিতেই এই অ্যাপের প্রতিটা টুলসের বিষয়ে বলতে গেলে পোস্ট বেশ বড় হয়ে যাবে।

তাই বেশি বিস্তারিত না বলে সংক্ষেপে এই অ্যাপের বিষয়ে বলার চেষ্টা করবো। বাকিটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এই অ্যাপ কতটা হেল্পফুল আপনাদের কাছে।

সেরকম‌ই একটি অ্যাপ হলোঃ ToolBox অ্যাপের সাইজ ১৬+ এমবি।

এই অ্যাপ দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, যা প্রায়‌ই অনেকের দরকার হয়। যেমনঃ

1. Eye check,
2. Heart,
3. Hearing test,
4. Active calories,
5. Ruler,
6. Speedometer,

7. Light meter,
8. Compass,
9. Noise meter,
10. Metal detector,
11. Photo effects,
12. Canvas,
13. Music cutter,
14. Color picker,
15. Barcode maker,
16. Barcode reader,
17. System,
18. Magnifier,
19. Roulette,
20. Blood volume
সহ আরো অনেক টুলস !


 

উপরে বলা টুলসগুলো ছাড়াও আপনি আরো অনেক টুলস ব্যবহার করতে পারবেন। প্রথমে অ্যাপ চালু করে ভাষা English করে দিন।

তারপর লগ ইন বা সাইন আপ করার দরকার নাই। আপনি সরাসরি Not yetএ ক্লিক করে, আপনার যে টুল দরকার সেটা ব্যবহার করুন।

নিচে টুলসগুলোর স্ক্রীনশর্ট দেওয়া হলোঃ ↓

এই সবগুলো টুলস আপনি সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই।

কিছু টুলস এর ব্যবহারের স্ক্রীনশর্ট নিচে দেওয়া হলোঃ
এই অ্যাপ অনেক ব্যবহার উপযোগী, এবং আমি মনে করি এটা একটু হলেও আপনার কাজে লাগবে, তাই একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে।

আরো পড়ুনঃ ↓

Literature xpres

App download link:


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




10 thoughts on "৫০ টিরও বেশি টুলস ব্যবহার করুন একটি অ্যাপে এবং অফলাইনে !"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    পোস্ট টা কাজে দিবে বেশ
    1. Sohag21 Author Post Creator says:
      অবশ্যই কাজে দিবে।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আচ্ছা ঠিক আছে
  2. MD Hasan Xhmed Contributor says:
    অসাধারণ পোষ্ট।
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ
    2. MD Hasan Xhmed Contributor says:
      ওয়েলকাম।
  3. mdshaa059 Contributor says:
    তেমন কাজের বেশি কিছু নেই, ধন্যবাদ ভাই
    1. Asif Contributor says:
      যাদের অনেক পুরান মডেল এর মোবাইল তাদের একটু কাজে দিতে পারে আর কি
  4. Asif Contributor says:
    ভালো । কিন্তু এই অপশন গুলাতো মোবাইলেই থাকে

Leave a Reply