আসসালামু আলাইকুম অনেকে বলেছিলেন, যে এই html css শেখার জন্য মোবাইল দিয়ে ভালো কোন এডিটর আছে কিনা?

তো এটা নিয়ে একটি পোস্ট করলাম, প্রথমে কিছু কথা বলি যে অ্যাপটি দেখাবো আমি যখন শুরু করেছিলাম আমার কাছে সব থেকে বেস্ট অ্যান্ড বেস্ট, সব থেকে ভালো একটা সফটওয়্যার হল স্পাক Spack Editor এডিটর।

 

এই অ্যাপসের কিছু বৈশিষ্ট্য হলোঃ

 

 

এটি একটি প্রিমিয়াম এপস ভার্সন, অর্থাৎ  এড ফি কোন প্রকার অ্যাডভার্টাইজমেন্ট নেই সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়,

 

এবং এই অ্যাপটি আপনারা খুব সহজেই এইচটিএমএল সিএসএস কোড লিখতে পারেন,

 

যেমন আমরা যখন ভিসুয়াল স্টুডিও দিয়ে যখন কোড করি, তখন কিন্তু সেখানে অটো সাজেশন শো করে।

 

এবং এই সিস্টেমটি এই কোড এডিটরের মাধ্যমেেও হয় এবং এটি খুব সহজেই কাজ করা যায়।

 

অর্থাৎ আপনি যদি একজন বিগিনার হন এবং ফোন দিয়ে শেখার জন্য শুরু করেন।

আমার কাছে সব থেকে প্লে স্টোরের মধ্যে যতগুলো অ্যাপস আছে, সব থেকে ভালো হবে এটি।

 

এবং আপনি এটা থেকে এইচটিএমএল সিএসএস থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন।

 

 

ধরুন আপনি যদি এইচটিএম এর সাথে সি এস এর কানেকশন করতে চান, তাহলে সেটি লেখার সাথে সাথেই অটোমেটিক সাজেশনে চলে আসবে।

 

 

এবং আপনি সেটিতে ক্লিক করলেই সেটি, সেটআপ হয়ে যাবে এক্ষেত্রে আপনার নতুন করে আবার কষ্ট করে করে লিখতে হবে না।

 

 

আপনি যদি কোন একটা কালার কোড লিখতে চান তাহলে সেখানে শুধু সামনের কয়েকটি পজিশন লিখলে হবে এবং এরপর অটো সাজেশন করবে।

 

 

সাপোজ আমি এখানে উদাহরণস্বরূপ কিছু কোড করে লিখে দেখাইঃ

১ম এ কোড এডিটর আ্যাপস টি,ওপেন করে নিবেন,

তারপর, ফাইল যুক্ত করার জন্য, ৩ডট মেনুতে ক্লিক করবেন।

এখন আমাদের ফাইল এক করতে হবে ফাইল এড করার জন্য আপনারা নিজে দেখানো প্লাস অপশনে ক্লিক করবেন

 

এরপর আপনারা এখানে যে নিউ ফাইল বলে একটি অপশন দেখতে পারছেন সেই অপশনটিতে ক্লিক করবেন,

এখন এখানে আপনার দিতে হবে এখানে আপনি index.hdml অথবা আপনি যে কোডের ফরমেট লিখতে চান, প্রথমে সেটির আপনার যে ইউজার নেম আছে সেটি দেবেন।

আপনি যে নামটি ব্যবহার করতে চান তারপর শেষে ডট ফরমেট দিয়ে কানেকশন করে দেবেন,

যেমন ধরুন আমি কিছু ফাইল ফরমেট লিখলামঃ

trickbd.html

trickbd.css

trickbdapp.js

Etc.

কোড লেখার জন্য আপনারা প্রথমে ধরুন আমি h1 Tag এর মাধ্যমে কিছু একটা লেখাবো। এবং এটি কালার করবো।

 

সেজন্য আমি লিখলাম,

তো দেখুন লেখার সাথে, সাথেই আমাকে সবগুলো Tag দেখিয়ে দিলো।

 

যেটা ভিএস কোড এ হয়।

 

এখন ধরুন আমি এখানে একটি হেডিং ট্যাগ লিখব অর্থাৎ এইসন এর ভিতর আমি লিখলাম আই লাভ Trick বিডি,

 

এবং এখন যদি এটি আমি একটু কালার করে দেই,

এবং আউটপুট দেখার জন্য উপরে কোনায় যে প্লেয়ার আইকন আছে এটাতে ক্লিক করবেন। আপনারা আউট Put করে দেখতে পারবেন।

যারা html এর সমন্ধে জানেন, তারা আমার পোস্টটি বুঝতে পারবেন , এবং যারা নতুন তারা নাও বুঝতে পারেন আর অনেকেই আছেন,

 

যারা এই অ্যাপ টাকে চিনেন এবং আবার অনেকে নতুন, যারা এখনো এটা সমন্ধে জানেন না, আমি আশা করছি তাদের জন্য অনেক অনেক কাজে দেবে এটি।

আ্যপ লিংকঃ Download Spcak Code Editor App

Note: এই আ্যাপটি আপডেট করছে,আপনারা মোবাইল এর মাধ্যমেই জাভাস্ক্রিপ্ট কোড ও লিখতে পারবেন।

তো সবাই ভালো থাকবেন।

 

~ আল্লাহ হাফেজ

 

 

7 thoughts on "মোবাইল দিয়ে প্রফেশনাল html এবং Css কোড এডিটর এর জন্য, বেস্ট পাওয়ারফুল Ads মুক্ত একটি আ্যাপ। Best Code editor for html and css."

  1. md.sirome - সিরোম Contributor says:
    অনেক ধন্যবাদ ভাই।
  2. RIXBOYRINKU Contributor says:
    ভাই আমি অ্যাপ ডেভলপার হতে চাই,তো আমি কি ফোন দিয়ে শিখতে পারবো? প্লিজ আমাকে সাহায্য করেন ভাই
    1. Shofikul Islam Author Post Creator says:
      Aide দিয়ে শিখতে পারবেন।
    2. RIXBOYRINKU Contributor says:
      ভাই যদি একটা পোস্ট করে বেসিক ধারণা দিতেন ভালো হতো।
  3. Nirob Sagor Author says:
    এটাই ইউজ করি আমি, সেই ২০২০ থেকে।‌‌

Leave a Reply