সবাইকে আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, ChatGPT Ai নিয়ে ১ম তৈরি করা Android Apps. chatGPT সমন্বে অফিসিয়ালি ভাবেই ট্রিকবিডি থেকে অলরেডি পোস্ট করা আছে, আর আজকে আলোচনা হবে, ChatGPT App নিয়ে।

আর উপরের কথাটার ক্ষেত্রে ১ম এজন্যই বললাম, এখনো আমি গুগলে সার্চ দিয়ে কোনো ChatGPT এপ পাইনি। তাই আমার কাছে ১ম। আপনাদের কাছে নাও হতে পারে।

 

 

যাইহোক, আ্যাপ সমন্ধে আরোও কয়েকটা কথা বলে নেই।

ChatGPT এর আ্যাপ ভার্সন হলো।

যে আ্যাপ টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এটা Open Ai এর ২.০ সংষ্করন।

যেখানে ChatGPT Open Ai Company অফিসিয়াল সুযোগ -সুবিধা এলাও করেনা। এ-কারনে এই Android App এ ChatGPT কিছু,কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেনা। কারন এটি ChatGPT এর Documentation ব্যবহার করে বানানো।

 

 

 

যেখানে Open Ai Company পুরোপুরি সুবিধা টা এখনো দেই নাই। তাই আ্যাপ থেকে কিছু,কিছু প্রশ্নের উত্তর নাও আসতে পারে। Open Ai Company থেকে Api এ প্রো ভার্সন যুক্ত করলেই, তখন এপ অটো আপডেট হবে। তখন যেগুলো কথা বলা হলো, এই সমস্যা গুলো আর থাকবেনা।

তো দেখুন, ChatGPT Direk Android App দিয়ে আমার কথা বলা কিছু কনভারসন দেখাই।

দেখতেই পারতেছেন? মোটামুটি সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে। তবে বড়,বড় প্রশ্নের উত্তর দেবার সম্ভাবনা কম।

এই আ্যপের সবথেকে এখানে একটা সুবিধা হলো, এখানে ChatGPT Website এর মত,

 

ওয়েট করে থাকতে হবেনা। এখানে মেসেজ করার ১০ সেকেন্ড এর ও কম সময়ে যদি উত্তর টা জানা থাকে, তাহলে আপনাকে দিয়ে দিবে।

 

আর জানা না থাকলে,  সেটিও বলে দিবে। দেখতেই পারলেন। বাংলাতেও কথা বলতে পারতেছে। তবে আমার মতে ইংরেজি তে কথা বলায় ভালো।

ধরুন, আপনি জানেন না কিভাবে পাইথন বা যেকোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে ক্যালকুলেটর বানাবেন?

এখন সেটি সমন্বে আপনি প্রশ্ন করলেন, পাইথন দিয়ে ক্যালকুলেটর তৈরির কোড দাও,

অথবা Give me python calculator code লিখে সেন্ড করলাম। তো দেখুন ও কিন্তু আমাকে দিয়ে দিলো।

সাপস ধরুন, আমি চাচ্ছি যে, Php দিয়ে কিভাবে html এর সাথে সংযোগ দিবো, সেজন্য বল্লাম,

দেখুন, আমি প্রশ্ন করলাম, আর ও উত্তর দিয়ে দিলো, এভাবে যেকোনো ছোটো খাটো জ্ঞান মুলক প্রশ্ন করতে পারবেন।

 

এখন আসি ২য় অপশনে,

২য় অপশনে সরাসরি ChatGPT Website ন্যাটিভ ভাবে দেওয়া আছে, একদম স্মুথ লি ভাবে ব্যবহার  করতে পারবেন। সেটি নিয়ে আর একটি পোস্ট দিবো। এটাতে যদি এত কিছু লিখি আপনাদের বোরিং লাগবে, পোস্ট টা প্রচুর বড় হয়ে যাবে। 

সরাসরি ChatGPT আ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

কারো কোনো সমস্যা হলে, উল্টোপাল্টা কমেন্ট না করে, আমাকে জানাবেন।  আমি ঠিক করে দিবো, ইন্নাশাহ আল্লাহ।

এই আ্যাপের মধ্যে থাকা ChatGPT  ওয়েব নিয়ে আরো ও একটি পোস্ট দিয়ে, সেটা সমন্বে পুরো বিষয় টা ক্লিয়ার করে দিবো।

তো সবাই ভালো থাকবেন।

~আল্লাহ হাফেজ।

10 thoughts on "বানিয়ে ফেল্লাম ChatGPT এন্ড্রয়েড App, এবার App থেকে ব্যবহার করুন ChatGPT 2.0 সংস্করণ।"

  1. Avatar photo Nishan khan Subscriber says:
    Good work bro…
    Keep it Up?
  2. Wahid Contributor says:
    Good work ?
  3. Abir Rohoman Akash Contributor says:
    খুব কাজের একটি এপ ভাইয়া৷ এটার আরো উন্নতি চায়। আসা করি এটার আরো নতুন ভার্সন আমরা পাবো।
  4. Avatar photo Ridoy6979 Contributor says:
    Vi etar website link ta den
  5. Avatar photo Shakib Expert Author says:
    Initiative work✅
  6. Avatar photo mdmamunrahman Contributor says:
    Open ai dall-2- singup korte partcina help korun
  7. Avatar photo Alex Razib Contributor says:
    ভাইরাস ডিটেক্ট করে কেনো?
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      Telegram a sms dan..thik kre dissi
  8. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ভালো ছিল কিন্তু সার্ভার প্রবলেম করে

Leave a Reply