আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।

আজকে আলোচনা করবো একটি অতি প্রয়োজনিয় একটি ঔষধ নির্দেশিকা সফটওয়্যার নিয়ে ।

বর্তমান সময়ে মাথা ব্যাথা থেকে শুরু করে বড় বড় রোগের জন্য আমরা সবাই কম-বেশী ঔষধ ব্যাবহার করে থাকি।আমরা প্রত্যেকেই জেনো ঔষধের প্রতি এক প্রকার আশক্ত হয়ে গেছি।

তাই ঔষধ কেনার জন্য ফার্মেসীতে যাওয়া আসা একেবারে দৈনিক রুটিন হয়ে গেছে।আমরা সব কিছুর দামাদামি করতে পারলেও ঔষধ কিনতে গেলে দামাদামি করতে পারিনা । ফার্মেসির লোকগুলোর তাদের ক্যালকুলেটের টিপে যে দাম আসে আমরা তা দিতে বাধ্য।কোন ঔষধ কত দাম এবং এর নির্দেশিকা কি এর পার্শপ্রতিক্রিয়া কি এসব জানার জন্য আমার আজকের এই পোস্ট।

তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

প্রথমে প্লেস্টোরে গিয়ে সার্চ করুন ঔষধ নির্দেশিকা

নিচে দেখানো স্ক্রীনশটের মতো লেখা থাকবে ঔষধ নির্দেশিকা । DIMS Bangla নিচে দেখবেন Global Digital Apps .Medical লেখা সফটওয়্যারটি ইনস্টল করুন

তারপর ওপেন করুন

তারপর আপনার এই সফটওয়্যারটির ডাটাবেজ ডাউনলোড হবে ( অব্যশই ইন্টারনেট কানেকশন চালু রাখবেন )

ডাটাবেজ ডাউনলোড হওয়ার পর আপনি এই সফটওয়্যারটি অফলাইন ব্যাবহার করতে পারবেন।

এখন আমি নাপা এক্সট্রার দাম দেখবো । তাই সার্চ বারে সার্চ করলাম Napa Extra

দেখুন এইবার এই ঔষদের প্রতি পিস (Unit Prise  )২টাকা ৪৯ পয়সা মাত্র।

প্রতি বক্স এর মূল্য ৫৯৮ টাকা ৭০ পয়সা মাত্র।

এখন আপনি এই সফটওয়্যারটি দিয়ে ঔষধটির নির্দেশিকা , ঔষধটির পার্শপ্রতিক্রিয়া সহ জানতে পারবেন সেই সাথে ঔষধটির কোন কোম্পানির নাম সহ  আপনি দেখতে পারবেন।

বি:দ্র: ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ এই সফটওয়্যাটির নির্দেশিকা দেখে ঔষধ কিনবেন না।

পোস্টের কোন অংশে ভুলক্রটি হয়ে থাকলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

ফেসবুকে আমি

টেলিগ্রামে আমি

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন ।আল্লাহ হাফেজ

ধন্যবাদ

5 thoughts on "নিয়ে নিন ঔষদের দাম সহ একটি ঔষধ নির্দেশিকা – DIMS Bangla Andorid Apps"

  1. Shahariar Rahman Contributor says:
    ভালো পোস্ট, ধন্যবাদ।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই
  2. All Razik Contributor says:
    Nijer app nije promotion kortasen na ki
    1. Abdus Sobhan Author says:
      korleo somossa ki, kajer 1ti apk ar uni setar review diyechen.
    2. Sohelarman4374 Author Post Creator says:
      না ভাই।আমি এতো বড় ডেভেলপমেন্ট নয় যে সফটওয়্যার তৈরি করবো।আমি এই সফটওয়্যার দ্বারা উপকৃত হয়েছি বলেই শেয়ার করেছি

Leave a Reply