আসসালামু ওয়ালাইকুম।
আশাকরি সকলেই ভালো আছেন।

মাঝে মাঝে আমরা এমন অনেক ছবি বা গান দেখি যেগুলো আমাদের ফোনে চালু করার পর শব্দ খুব কম শোনা যায়।

এছাড়া এমন অনেক হেডফোন আছে যেগুলো কিছু মোবাইলে ব্যবহার করার সময় আমাদের মন মতো শব্দ দিতে পারে না।

আজকের পোষ্টে আপনাদের জন্য মাত্র 11MB এর এমন একটি App নিয়ে হাজির হয়েছি যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের শব্দকে ২০০% বাড়িয়ে নিতে পারবেন।


App Neme: Eextra Volume Booster Equalizer

Download Link: Eextra Volume Booster Equalizer mod apk

আপনি যদি Mod Version চালাতে না চান, তা হলে এখানে ক্লিক করে Play Store থেকে ডাউনলোড করুন।


MOD Version এ কোন AD আসবে না এবং থিম পরিবর্তন এর মতো আরো কিছু Extra Menu পাবেন।


App টি ব্যবহার করা খুবই সহজ।

Eextra Volume Booster Equalizer app টি Download করার পর Open করুন।

এখন এখানে আপনি আপনার ফোনের শব্দ কতটুকু বাড়াতে চান তা সিলেক্ট করে দিন।

১০০ এর উপরে সিলেক্ট করলে সব্দ বাড়বে এবং ১০০ এর কম সিলেক্ট করলে শব্দ কমে যাবে।

এছাড়াও এ App এ আপনি পাবেন Equalizer সিস্টেম, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সব্দের সেটিং করতে পারবেন।

আপনি যদি MOD Version ব্যবহার করেন তা হলে থিম মেনু থেকে আপনার ইচ্ছা মতো থিম ব্যবহার করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: দয়া করে, হেডফোন, ইয়ারফোন, ব্লুটুত ছাড়া এই App এর মাধ্যমে Sound Boost করে ফোনের মাইকের মাধ্যমে ব্যবহার করবেন না।


যদি আপনি পরবর্তীতে এই পোষ্টটি Trickbd বা Google থেকে খুজে পেতে চান, তা হলে নিচে দেওয়া Keywords গুলো সাহায্য করতে পারে:

Download Eextra Volume Booster Equalizer app,
Download Eextra Volume Booster Equalizer apk,
Download Eextra Volume Booster Equalizer apk mod,

Mobile Sound Booster App,
Andriod Sound Booster App,
Boost Your Mobile Sound

এই টপিক নিয়ে ট্রিকবিডিতে ৫ বছর আগের অন্য একটি পোষ্ট ছিলো যেটিতে কোন App Link ছিলো না।

আমার পোষ্ট এ আমি চেষ্টা করেছি আপনাদের সেরাটা দেওয়ার। আশা করি পোষ্ট টি আপনার কাছে ভালো লেগেছে।

ধন্যবাদ।

10 thoughts on "খুব সহজেই আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে ফেলুন Eextra Volume Booster Equalizer MOD App এর মাধ্যমে।"

  1. Not Working… Fake App
    1. Silent Killer Author Post Creator says:
      100% Working….
      দয়া করে সঠিক ভাবে আবার চেষ্টা করুন।

      আমি নিজেও এটা ব্যবহার করি আমার ফোনে।
      আমার PC এর হেডফোন মোবাইলে লাগালে সাউন্ড খুব কম হয়, তাই এটি ব্যবহার করি।

  2. Habib Contributor says:
    অসাধারণ!
    এটাই দরকার ছিলো!
    Thanks
  3. Abubokor Rio Contributor says:
    আমার ফোনের সাউন্ড কম ছিল, এই সাউন্ড বুস্টার এপ ইউস করে সাউন্ড বাড়িয়ে নিতাম। পরে আমার স্পিকারে সমস্যা হয়েছিল। চ্যার চ্যার আওয়াজ হয়। তাই কেউ স্পিকারের সাউন্ড বাড়ানোর চেস্টা করবেন না।
    1. Tayab Contributor says:
      Thanks dear?
  4. Mad Max Contributor says:
    ল্যাপটপের জন্য কী উপায়?
    1. Silent Killer Author Post Creator says:
      আগামী কোনো পোষ্ট এ ল্যাপটপ এবং ডেক্সটপ এর জন্য শেয়ার করবো। ইনশাল্লাহ।

      ধন্যবাদ

  5. ishan Contributor says:
    অনেক আগে এরকম একটা পোস্ট দেখছিলাম মনে হয়,যাইহোক try করে দেখি কি হয়?
  6. MD Musabbir Kabir Ovi Author says:
    অনেক ধন্যবাদ ভাই

Leave a Reply