আসসালামুয়ালাইকুম প্রিয় ট্রিকবিডি এর সব সদস্যগণ। কেমন আছেন সবাই, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

আমরা যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মোবাইল ব্যাবহার করে থাকি। আমরা বিভিন্ন মিডিয়া প্লেয়ার অ্যাপ ব্যাবহার করে ভিডিও দেখে থাকি। বিশেষ করে যারা ভিডম্যাট অ্যাপ ব্যবহার করেন তারা বিশেষ করে প্লে ইট অ্যাপ ব্যবহার করে থাকেন।

এই অ্যাপ অনেক সহজ এবং স্মুদ ভাবে চলে বলে বর্তমানে বেশিরভাগই ব্যাবহার করে থাকেন এই জনপ্রিয় মোবাইল অ্যাপ। আমাদের অনেক সময় বিভিন্ন ছবি বা ভিডিও প্রাইভেট করে রাখতে হয়। এর জন্য অনেক থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে করতে হয়।

এটা রীতিমত একটা ঝামেলা এর কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনার এই ঝামেলা এড়াতে চান এর যদি প্লে ইট অ্যাপ থাকে মুহুর্তেই সেই সমস্যা এর সমাধান হয়ে যাবে খুব জলদি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না পোস্টটি শুধু তাদের জন্য।

দুঃখিত সরাসরি স্ক্রিনশট নেওয়া যায় নী প্লে ইট অ্যাপ থেকে। সেই জন্য অন্য মোবাইল ফোন দিয়ে স্ক্রিনশট গুলো আপনাদের বোঝানোর সুবিধা এর জন্য দিয়ে দিলাম।

প্রথমত আপনার কাজ হলো প্লে ইট অ্যাপ কে ইনস্টল করা।

Me লিখা আছে সেখানে ক্লিক করুন।

এইবার privacy লিখা আছে সেখানে ক্লিক করুন।

এইখানে ( + ) আইকোন এ ক্লিক করুন।

এইবার আপনার সমস্ত ফোল্ডার গুলো দেখতে পারবেন। যেই ভিডিও কে হাইড করতে চান সেই ফোল্ডার এ ক্লিক করুন।

এইবার সিলেক্ট করে “move into privacy folder” লিখাতে ক্লিক করুন।

এইবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। সেই জন্য ব্যাক স্পেস এ ক্লিক করুন।

Go লিখাতে ক্লিক করুন।

এইখানে ৪ সংখ্যা এর একটি পাসওয়ার্ড লিখুন যেটা আপনার মনে থাকবে।

আবার যেই ৪ সংখ্যা লিখেছেন সেটা কে আবার টাইপ করুন।

Set now তে ক্লিক করুন।


এইবার আপনি আপনার জন্ম তারিখ দিয়ে সাবমিট এ ক্লিক করলেই হবে।

যেভাবে ভিডিও কে প্রাইভেসি ফোল্ডারে রাখবেন।

প্রথমে যেই ভিডিও টা রাখতে চান সেই ভিডিও এর থ্রি ডট আইকণে ক্লিক করুন।

এইবার move into privacy folder লিখায় ক্লিক করুন।

এইবার yes করুন।

দেখবেন হয়ে গেছে।

এইভাবে মূলত কোনো আলাদা অ্যাপ এর ঝামেলা ছাড়াই প্লে ইট আপ দিয়েই নিজের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও কে হাইড করে রাখতে পারবেন। আর পাসওয়ার্ড ছাড়া অ্যাকসেস নিতে পারবে না কেউ।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন

3 thoughts on "কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড ছাড়াই প্লে ইট দিয়ে যেভাবে ছবি বা ভিডিও কে হাইড করতে পারবেন!! জেনে নিন"

  1. Abdus Sobhan Author says:
    Nice, kintu playit o to 1ta 3rd party apk ?
    1. Forhad Rahman Author says:
      Exactly my point lol. Emon na je phone er built in kono apps diye kaaj ta korse. 3rd party manei to phone er baire kono app.
  2. Shu Yaib Contributor says:
    Onk din por vlo post dekhlm..

Leave a Reply