আশা করি ভালো আছেন।

আজকে আপনাদের সাথে যে ট্রিক বা অ্যাপটি শেয়ার করব। সেটি দিয়ে আপনি আপনার মোবাইলের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন। সেটার জন্য আপনাকে যটিল কোন কাজ করা লাগবে না। শুধু মাত্র Android Photo Recovery Pro অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

————————-

★★Click Here To Download

—————————

এরপর কিভাবে ধাপে ধাপে কাজ করবেন তা দেখুন স্ক্রিনশট –
১. ডাউনলোড করার পর ইনস্টল করুন। তারপর ওপেন করুন। ওপেন করার পর নিম্ম প্রদর্শিত আইকনটি আসবে তারপর যে ফোল্ডার থেকে ছবি ডিলিট হয়ে গেছে সেই ফোল্ডারটি সিলেক্ট করুন ও ওকে বাটনে ক্লিক করুন:

২. তারপর ডিলিট হয়ে যাওয়া ছবি দেখতে পাবেন। যে ছবিটি ডিলিট হবে সেটি Recover অপশনটিতে ক্লিক করবেন। এবং তা সেভ হবে Deleted Photo Recovery ফোল্ডারে। Next or Previous দিয়ে আগে পিছে যেতে পারবেন।

আশা করি ভালো লেগেছে।

3 thoughts on "মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে গেছে? কোন সমস্যা নেই। এবার এন্ড্রয়েড অ্যাপ দিয়ে হবে ফিরিয়ে আনার পালা।[Only 2 MB]"

  1. mohsenalmamun Contributor says:
    Dumpster diyeto sob file recovery kora jay…
  2. yousuf sheikh Contributor Post Creator says:
    Yes, But photo recovery so good.

Leave a Reply