আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো mx plyer দিলে কিভাবে ফাইল ট্রান্সফার করবেন এবং ভিডিও হাইড করবেন।
আমরা বর্তমানে অনেকেই নিজের এবং অন্যের ফাইল আদান-প্রদান করে থাকি এর জন্য অনেক এপ্সও ব্যাবহার করে থাকি আবার অনেকে নিজের পার্সোনাল ভিডিও লক/হাইড করার জন্য আলাদা এপ্স ব্যাবহার করে থাকি।আবার ভিডিও প্লে করার জন্যও Mx Plyer ব্যাবহার করে থাকি।৩টি ভিন্ন কাজের জন্য ৩ টি আলাদা এপ্স ব্যাবহার করে থাকি।এখন থেকে ৩টি এপ্স ব্যাবহার না করে আমরা চাইলে একটি এপ্সের মাধ্যমে ৩টি সুবিধা পেয়ে যাবো Mx Plyer এর মাধ্যমে।
প্রথমে দেখাবো কিভাবে Mx Plyer দিয়ে ফাইল আদান-প্রদান করবেন।
নীচে দেখানো স্ক্রিনশট অনুযায়ী কাজ করে নিন।
প্রথমে Mx Plyer ওপেন করুন এর পর ডানপাশের কর্নারে Avatar এ ক্লিক করুন।

এরপর Mx Share এ ক্লিক করুন

এরপর Send এ ক্লিক করুন।
আপনি যার ফোনে ফাইল ট্রান্সফার করবেন তার ফোনেও Mx Plyer ওপেন করে Mx Share ক্লিক করে Recived এ ক্লিক করবেন।(Shareit এর মতোন) ।
এরপর ফাইল সিলেক্ট করে সেন্ড এ ক্লিক করবেন।ব্যাস দেখবেন আপনার ফাইল ট্রান্সফার হয়ে গেছে।

এরপর আসি কিভাবে Mx Plyer দিয়ে কিভাবে ভিডিও হাইড করবেন।
আগের মতোন Mx Plyer ওপেন করে Avatar এ ক্লিক করে Private Folder এ ক্লিক করুন

এরপর + আইকনে ক্লিক করুন

তারপর ভিডিও সিলেক্ট করে Add Now তে ক্লিক করুন

Creat Pin এ আপনার পাসওয়ার্ড সেট করার জন্য ৪ডিজিট সংখ্যার পাসওয়ার্ড দিন
এর কনফার্ম পাসওয়ার্ড এ আপনার দেওয়া আগের ৪ডিজিট সংখ্যার পাসওয়ার্ডটি এইখানে দিন

এরপর পাসওয়ার্ড রিকোভারি করার জন্য আপনার ইমেইল/জিমেইলটি এইখানে দিন।যাতে করে আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গেলে ইমেল/জিমেইল দিয়ে খুব সহজেই পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন।

 

ব্যাস আমাদের কাজ শেষ এখন দেখুন আপনার ফাইলটি হাইড হয়ে গেছে।
আপনার হাইডকৃত ভিডিও দেখার জন্য Mx Plyer ওপেন করে ডান পাশের কর্নারে Avatar এ ক্লিক করে Private Folder এ ক্লিক করে আপনার দেওয়া ৪ডিজিটের সংখ্যার পাসওয়ার্ডটি দিন। দেখবেন আপনার ভিডিও এই ফোল্ডারে শো করবে।

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

 

2 thoughts on "Mx Plyer দিয়ে ভিডিও দেখার পাশাপাশি ফাইল আদান প্রদান করুন এবং যেকোন ভিডিও হাইড করুন খুব সহজেই।"

  1. MD Shihab Rahman Contributor says:
    Ata Ki Add Free MX Player Jodi Add Free Hoy Tahole Link Ta Diyen Please.
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Na vai… Apner phone jodi internet manager e apps er network off kora jai..tahole mx plyer er network off kore diben tai ar add ashbe na..ami ei vabey use kortechi

Leave a Reply