আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো কিভাবে খুব সহজেই Playit দিয়ে ফাইল আদান প্রদান করবেন।
আমরা বর্তমান সব এন্ড্রয়েড ব্যাবহারকারিরা ভিডিও দেখার জন্য playit এপ্সটি ব্যবহার করে থাকি।এই এপ্স এর মাধ্যমে খুব সহজেই ভিডিও ও মিউজিক শুনা যায়।ভিডিও দেখার জন্য এবং তার পাশাপাশি মিউজিক শুনার জন্য এপ্সটিকে সব দিক থেকে সবাই সেরা মনে করেন।প্লে-স্টোরে এই এপ্সটি প্রায় ১০০কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন এবং রিভিউ করেছেন ৫মিলিয়নের বেশি।এপ্সটির সাইজ মাত্র ১৩.৭৫এম্বি।
ছোট এই এপ্সটি প্রায় সবারি মন জয় করে নিয়েছে।
তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে ফেরা যাক।
প্লে-ইট এ কিভাবে ভিডিও/মিউজিক আদান-প্রদান করবো নীচে স্ক্রীনশট অনুযায়ী দেখানো হলো।

প্রথমে এই লিংকে ক্লিক করে এপ্সটি ডাউনলোড করে নিন 

Playit from Playstore,  Palyit from Official Website

এখন Playit এপ্সটি ওপেন করুন।

এরপর নীচে টুলসবারে Me এই আইকনে ক্লিক করুন

এরপর File Transfer এ ক্লিক করুন

তারপর Send এ ক্লিক করুন

 

 

যার ফোনে ফাইল ট্রান্সফার করবেন তার ফোনে ঠিক একই ভাবে কাজ করে Recive এ ক্লিক করবেন(হুবুহু শেয়ার-ইট এর মতোন)

এরপর আপনার মিউজিক/ ভিডিও সিলেক্ট করে Send এ ক্লিক করুন।

এরপর সব পারমিশন ওকে করে দিন

এরপর যার ফোনে আপনি ট্রান্সফার করবেন তার ফোনে QR Code স্ক্যান করুন।

 

ব্যাস দেখবেন আপনার ফাইল ট্রান্সফার হয়ে গেছে।

সব দিক দিয়ে Playit এপ্সটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।এই এপ্সের একের ভিতর অনেক গুলো ফিচার থাকার কারনে আলাদা অন্য কোন এপ্স ব্যাবহার করতে হবেনা।যেমন ভিডিও দেখা,ভিডিও কনভার্ট করে অডিও বানানো,ভিডিও লক বা হাইড করা,মিউজিক শুনা,ভিডিও ও মিউজিক আদান-প্রদান করা ইতাদি।
ছোট একটি এপ্স আসলেই অনেক কাজের।

 

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

10 thoughts on "এখন থেকে Playit দিয়ে খুব সহজেই ভিডিও ও মিউজিক আদান-প্রদান করুন খুব সহজেই"

  1. TECHADIB24 Contributor says:
    Playit App Valo na?
    SPam
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Keno valo na vai…eti to onek kajer apps
    2. TECHADIB24 Contributor says:
      delete comment option na keno koi
  2. javausar Subscriber says:
    ভালো পোষ্ট
  3. Nayan Contributor says:
    Spaming kora off koren
    @Trickbd Support
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Eita kemne spming holo vai?
      Ei appser ei trick ti onekey janena..tai ami sobaike janiye dilam
  4. Sabbir Hasan Contributor says:
    PLAYit chalano bondho korar suggetion dibo ami. App tar security related onek issue ase
    BTW, Your Post Is Great ❤
    1. TECHADIB24 Contributor says:
      Hi Vai
  5. Sabbir Hasan Contributor says:
    And apni bolechen app ta 100 Crore er beshi manush download koreche, that’s not true.
    100 Million = 10 Crore
  6. Mehedi Hasan Contributor says:
    XPlayer Better. I guess

Leave a Reply