আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো MX Plyer দিয়ে কিভাবে যেকোন দেশের ভাষার সাবটাইটেল বাংলাতে ট্রান্সলেশন করবেন।
বর্তমান আমরা কম-বেশি সবাই হলিউড,বলিউড,কোরিয়া,চায়না,জাপানিজ, সাউথ ইন্ডিয়ান মুভি ইত্যাদি বিভিন্ন দেশের মুভি গুলো বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করে থাকি।ইন্টারনেটে বাংলা সাবটাইটেল গুলো খুব কম পাওয়াতে অনেকে স্বাদের মুভি গুলো দেখতে পারিনা।আমি আপনাদের আজকে এমন একটি ট্রিক দেখাবো যার মাধ্যমে আপনারা যা কোন দেশের ভাষার সাবটাইটেল কে বাংলাতে ট্রান্সলেশন করে দেখতে পারবেন।
চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার ফোনের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর গুগলে সার্চ করবেন এই ভাবে * যে মুভিটি দেখবেন ঐ মুভির নাম লিখে এরপর লিখবেন english সাবটাইটেল।
যেমন: Extraction 2 english subtitle
এরপর সাবটাইটেলটি ডাউনলোড হওয়ার পর দেখবেন সাবটাইটেলটি জিপ ফাইল কিনা। যদি জিপ ফাইল আকারে থাকে তাহলে আনজিপ করর নিবেন।
এরপর Mx Plyer ভিডিও প্লেয়ারটি ওপেন করবেন।
এখন আমি যেহেতু extraction 2 এর ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করেছি এর জন্য আমি ঐ মুভিটি এখন প্লে করবো।
এরপর মুভিটি প্লে করার পর দেখবো উপরে সাবটাইটেল আইকন রয়েছে ঐখানে ক্লিক করবো।
তারপর আমাদের ইংলিশ সাবটাইটেলটি Import করবো।
দেখুন এখন ভিডিওতে ইংলিশ সাবটাইটেলটি শো করতেছে।
এখন আমরা এই সাবটাইটেলটিকে বাংলাতে ট্রান্সলেশন করবো এর জন্য আবার সাবটাইটেল আইকনে ক্লিক করুন
অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রাখবেন
এরপর একটু নিচে দেখুন এই লেখাটি রয়েছে AI Subtitle Translation এইখানে ক্লিক করুন
এইখানে ক্লিক করার পর উপরের ল্যাংগুয়েজ এ ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিবো।
এরপর ok তে ক্লিক করে ট্রান্সলেশন এ ক্লিক করবো।
ব্যাস আমাদের কাজ শেষ। দেখুন আগের ইংরেজি সাবটাইটেলটি খুব সহজেই বাংলাতে ট্রান্সলেশন হয়ে গেছে।
আমরা অনেকেই আছি বিরক্তিকর এড এর জন্য Mx Plyer ব্যাবহার করিনা। আপনারা চাইলে Mx Plyer Mod Apk ব্যাবহার করতে পারেন।
অথবা আপনারা নিজেরাই Mx Player Mod করতে পারবেন।কিভাবে মুড করবেন এই পোস্টের মাধ্যমে বিস্তারিত জেনে নিন Trickbd Mod Creat mx plyer
অথবা আপনারা চাইলে এই লিংক থেকেও Mx Plyer ডাউনলোড করতে পারেন Telegram – Website
আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
You must be logged in to post a comment.
thanks bro
Welcome
Thanks
Welcome bro ❤️
তুর্কী সিরিজ গুলাও করা যাবে?
Jodi oi serise gular subtitle online thake tahole obossoy kora jabe
MX প্লেয়ার এর লিংক হবে ?
Link dewa ache…poste check kore dekhun
old tricks
Onekey janena..
Old topic. But post quality very good ??
Thanks vai ❤️