আসসালামু আলাইকুম।
আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে ফোন থেকে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করা যায়। অডিও রেকর্ড করার জন্য আমরা ফোনের অডিও রেকর্ডিং আ্যাপ ব্যাবহার করবো না। আমরা Dolby On আ্যাপটি ব্যাবহার করবো। আ্যাপটি আপনারা প্লেস্টোর থেকে Download করে নিতে পারবেন। তবে প্লেটোর থেকে ডাউনলোড করলে আপনাকে আ্যাপটিতে সাবস্ক্রাইব করতে হবে। আমি এখানে মুড এপিকে দিচ্ছি না আপনারা ইন্টারনেট থেকে Download করে নিবেন।

Download From Play Store

আ্যাপটি ইন্সটল করার পর ওপেন করবো। ওপেন করার পর আপনার ফোনের মাইক্রোফনের পারমিশন চাইবে Allow করে দিবেন। তারপর মাইক্রোফোনের আইকোন আছে এই বাটনটিতে ক্লিক করবো।

ক্লিক করার সাথে সাথে আমাদের অডিও রেকর্ড হতে শুরু করবে। আপনার যত টুকু দরকার রেকর্ড করে নিবেন। তারপর এই মাঝের বাটনটিতে ক্লিক করে সেভ করে নিবো।

সেভ করার পর উপরে আপনার ফাইলটির নাম দেখাবে। এখানে ক্লিক করবো।

এরপর নিচের বাম কোনায় Tools লিখাই ক্লিক করবো।

এখন Noise বাটনে ক্লিক করবো।

এখন Noise Reduction বাড়িয়ে 10 করে দিবো। তারপর টিক মার্কে ক্লিক করবো।

এখানে আপনি ইচ্ছা মতো আপনার ভয়েস কাস্টমাইজেশন করে নিতে পারেন।

এখন উপরের ডান কোনার Done লিখায় ক্লিক করবো।

তারপর নিচের শেয়ার আইকোনে ক্লিক করবো।

তারপর Save Audio অপশানে।

তারপর পছন্দ মতো ফাইলের নাম দিয়ে Save করে নিবো।
এখন আমরা আমাদের অডিও ফাইলটি থেকে ভালো ভাবে নয়েজ রিমুভ করবো এবং ভয়েস আরেকটু সুন্দর করবো। এটা আমরা AI ব্যাবহার করে করবো।
এর জন্য আমরা (https://podcast.adobe.com/enhance) এই ওয়েবসাইটটিতে চলে যাবো।

এখানে আমাদের অডিওটি Upload করে দিবো। Upload করার আগে অডিও টি আমাদের (.wav .mp3) ফরমেটে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিছুক্ষন পর আমাদের অডিও ফাইলটি সুন্দর ভাবে এডিট করে যাবে। তারপর আমরা ফাইলটি ডাউনলোড করে নিবো।
এই AI নিয়ে Trickbd তে এর আগে পোস্ট করা হয়েছে। বুঝতে না পারলে সেটা দেখে নিবেন। তারপরও বিস্তারিত দরকার হলে জানাবেন AI নিয়ে লিখবো।

আজকের মতো এখানেই শেষ করছি।

আল্লাহ হাফেজ।

One thought on "যেভাবে মোবাইল দিয়ে প্রোফেশনাল ভাবে অডিও রেকর্ড করবো।"

  1. MD Shimul Mondol Contributor says:
    Mod download link Koy?

Leave a Reply