আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে একটা কম রেজুলেশন এর ভিডিওকে হাই রেজুলেশনে কনভার্ট করবো তাও আবার মোবাইল ব্যাববার করে।
প্রথমেই আমরা প্লেস্টর থেকে Wink Application টি ইন্সটল করে নিবো।

Wink Play Store Link

ইন্সটল হয়ে গেলে আ্যাপটি ওপেন করবো। তারপর Agree বাটনে ক্লিক করবো।

এরপর Image Quality বাটনে ক্লিক করবো।

Ultra HD বাটনে ক্লিক করে Try Now বাটনে ক্লিক করবো।

এখন আমরা ফোন স্টরেজের পারমিশন দিয়ে দিবো।

এরপর যে ভিডিওটির রেজুলেশন বাড়তে চান সে ভিডিওটি সিলেক্ট করবো। এখানে Ok বাটনে ক্লিক করবো।

তাহলে আমাদের ভিডিওটি ওদের সার্ভারে Upload হওয়া শুরু হবে। আপনি View Later বাটনে ক্লিক করে রাখতে পারেন। তারপর ভিডিও অটো এডিট হয়ে যাবে।এডিট হয়ে যাওয়ার পর আমরা ডান কোনার ডাউনলোড আইকোনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিবো।ডাউনলোড হয়ে যাওয়ার পর Save বাটনে ক্লিক করবো। তাহলে আমাদের ভিডিওটি স্টোরেজে সেভ হয়ে যাবে।এখানে কিছু লিমিটেশন আছে। এই আ্যাপটার ফ্রি ভার্সনে আমরা ৩ মিনিটের বেশি ভিডিও এডিট করতে পারবো না। ৩ মিনিট থেকে বেশি ভিডিও এডিট করার জন্য আমাদের আ্যাপটিতে সাবস্ক্রাইব করতে হবে। আপনার চাইলে ইন্টারনেট থেকে আ্যাপটির মুড ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। আমি এই আ্যাপটির মুভ অনেক খুজেছি কিন্তু কোথাও পাই নি।

তো আজকের মতো এখানেই শেষ করছি৷
আল্লাহ হাফেজ।

Leave a Reply