ইজি ফোকাস (easyFocus):

 

ফটোগ্রাফিতে সাবজেক্টকে ফোকাস বা ডিফোকাস করা অনেক জনপ্রিয়। ডিএসএলআর এ এই ফোকাস সুবিধা থাকলেও সাধারণ মোবাইল ক্যামেরাগুলোতে এই সুবিধা নেই। কিন্তু এখন এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘ইজি ফোকাস’ দিয়ে খুব সহজেই ফোকাস বা ডিফোকাস ইফেক্ট দেয়া যাবে।

বিভিন্ন সাধারণ টুল যেমনঃ ইমেজ জুম ইন, জুম আউট অপশন ছাড়াও ফোকাস করার জন্য সার্কুলার ফোকাস, ইমেজ রোটেশন, আনডু, রিসেট ইত্যাদি অনেক ফিচার রয়েছে। ইমেজের যে অংশটুকু ফোকাস করতে হবে সেই অংশটুকু সিলেক্ট করে ফোকাস ইফেক্ট দেয়া যাবে।সার্কুলার ফোকাস অর্থাৎ ফটোর যেই স্থানে ফোকাস ইফেক্ট দিতে হবে সেই স্থানে সার্কুলার লেন্সটি ড্রাগ করে প্লেস করে দিতে হবে। ফোকাস সাইজ কাস্টমাইজ করা যাবে ফোকাস কন্ট্রোল বাটন ব্যবহার করে। এছাড়াও রয়েছে রেকট্যাঙ্গল ফোকাস, সিলেকটিভ ফোকাস,ফোকাস ফ্লিপ ফিচার। ইমেজের কোয়ালিটিও বাড়ানো যাবে ইমেজ ইনহ্যান্সমেন্ট টুলের মাধ্যমে। সব মিলিয়ে ফোকাস করার জন্য সেরা একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন।গতবছরের নভেম্বরে রিলিজ হওয়া ইজি ফোকাস এপ চমৎকার কাজের এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপলিকেশনটি ডাউনলোড নিচে থেকে ডাওনলোড করুন।

 

Name: EasyFocus.apk

Size: 266 Kb

 

Leave a Reply