আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

আজকে আমি আপনাদের এমন একটি এন্ড্রয়েড এপের সন্ধান দিবো যা আপনার অনেক কাজে দিবে। প্লে স্টোরে এর মূল্য $৯.৪৬ যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ৭৫০ টাকা হয় (বিশ্বাস না হলে এখানে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে দেখে আসুন) । তাছাড়া আমরা বাংলাদেশীরা কজন আছি যে ক্রেডিট কার্ড ব্যাবহার করি? তাই আমি নিজে এপ টি কিনে আপনাদের সাথে শেয়ার করলাম।

Download Here

স্ক্রীনশট

Optimizer Plus1Optimizer Plus2Optimizer Plus3

আসুন দেখি এর সুবিধা সমুহ কি কিঃ

*ব্যাটারি সেভারঃ এটি আপনার ফোনের অপ্রয়োজনীয় টাস্ক কিল করে আপনার এন্ড্রয়েড ফোনের

ব্যাটারীর চার্জ সর্বোচ্চ সময় নিশ্চিত করে।

এপ শেয়ারঃ আপনার ফোনে ইন্সটলকৃত যে কোন এপ শেয়ার করতে পারবেন।

এপ ব্যাকআপঃ ফোনের যে কোন এপ ব্যাকআপে রাখা যায়।

সিস্টেম ক্লিনারঃ ফোনের কেচ, ব্রাউজার কেচ ইত্যাদি অপ্রজনীয় কেচ পরিষ্কার করে।

গেম বুস্টারঃ যে ফোনে র‍্যাম কম, উচ্চ মানের গেমগুলি খেলা সম্ভব হয়না সেসব ফোনের র‍্যাম বুস্ট করে

গেম খেলা যায়।

নেটওয়ার্ক বুস্টারঃ ইন্টারনেটের গতি বৃদ্ধি করে।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

Leave a Reply