সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছ ও সালাম। আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
আর আশা করছি আপনারা সবাই রমজান পালন করছেন। আগেই বলে রাখি ভুল হলে ক্ষমা করবেন।
BSplayer হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ার দের মধ্যে একটা।

এটি দ্বারা ব্রাইটনেস ও সাউন্ড কমানো বাড়ানো যায় MX প্লেয়ারের মতো।
এটি সব ধরনের সাব টাইটেল সাপোর্ট করে।
এটি দ্বারা গানের ভেতর হতে স্ক্রিনশট নেওয়া যায়
এটি ব্যবহার করে নেটওয়ার্ক স্ট্রিম করা যায়।

প্লেয়ার টি সম্পূর্ণ AD মুক্ত।

এটার দাম Google Play Store এ দেখে নিন $6.80।

এই প্লেয়ার চলা অবস্তায় আপনি অন্য কাজ করতে পারবেন, এর জন্য ভিডিও গান অন করে আপনার মোবাইল এর ব্যাক বাটন চেপে ধরে রাখুন।
ব্যাস কাজ শেস। এই প্লেয়ার টি চালানোর সময় Auto rotation করে নিন। আর জারা Auto rotation পছন্দ করেন না তারা Bsplayer এর সেটিং এ যেয়ে Perfernces এ প্রবেশ করার পর playback perfermces এ যান তার পর Screen orientation এ যান landscape (sensor) করে দিন। এবার autorotation না থাকলে অটোমেটিক autoratation হয়ে যাবে।
আমি আপনাদের এই প্লেয়ার দিবো free তে।

Download Link

ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

অাজ এই র্পযন্তই। দেখা হবে আগামী টিউনে।

সে র্পযন্ত আপনারা ভাল থাকবেন,সুস্থ থাকবেন এই শুভ প্রত্যাশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

কোন প্রবলেম হলে আমাকে জানাবেন।

Leave a Reply