Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » Termux » [ Termux ] এর ব্যানার পরিবর্তন করুন খুব সহজে ১ মিনিটে ।

[ Termux ] এর ব্যানার পরিবর্তন করুন খুব সহজে ১ মিনিটে ।

Howdy,

আজকে দেখাবো Termux এর হোম পেইজ পরিবর্তন করা । কোড অন্য কেউ করেছে আমি শুরু কিভাবে করতে হয় সেটা দেখাবো। যেই ব্যানার টার কথা বলছি সেটা একটা হ্যাকার ব্যানার বলতে পারেন ।ব্যানার টায় কিছু সুবিধা আছে যেমন,  দিন , তারিখ,  মাস , সময় সব দেখতে পারবেন । যেহেতু ব্যানার নিয়ে অনেক গুলো পোস্ট আছে সেহেতু আমি বিস্তারিত বলছি তো মূল কাজে চলে যাই ।

প্রথমে Termux এ চলে যাবো।

এখন আপডেট করে নিবো।

 

pkg update -y

 

এখন আপগ্রেড করে নিবো ।

 

pkg upgrade -y

যেহেতু আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো সেহেতু আমাদের গিট প্যাকেজটি লাগবে ।

 

pkg install git -y

এখন গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

 

git clone https://github.com/ARSecurityTeam/TermuxProfile

 

এখন ls দিবো এবং ডাউনলোড করা ফোল্ডারে ডুকবো ।

cd TermuxProfile

আবার ও ls দিবো এবং মেইন ফাইলকে permission দিবো।

 

chomd +x install.sh

এখন আমরা টুলসটি ইনস্টল করবো।

যেহেতু আমাদের স্ক্রিপ্ট ব্যাস দিয়ে করা যাই আমরা

 

sh install.sh

রান করবো এবং খুব তাড়াতাড়ি আমাদের টুলসটি ইনস্টল হয়ে যাবে Termux এর ভিতর ।

 

ইনস্টল হয়ে গেলে এই রকম দেখতে পারবো এখন আমরা Termux কে ক্লোজ করে দিবো এবং আবার ওপেন করবো তাহলে বুঝতে পারবো আমাদের। টুলসটি ঠিক মতো ইনস্টল হয়েছে কি না ।

দেখতে পাচ্ছেন আমার ঠিক মতো ইনস্টল হয়ে গেছে। তো enjoy it .

 

এইটা শেয়ার করা হয়েছে এই কারণে যে সবার কিন্তু একই ব্যানার পছন্দ না তাই এইটা শেয়ার করা।

যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।

 

আর কিছু দিন অপেক্ষা করেন কিভাবে নিজে বানাতে হয় শিখাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। ।

 

Facebook

YouTube

10 months ago (Jun 06, 2023)

About Author (162)

abir
author

চেষ্টা করো সফল একদিন হবেই

Trickbd Official Telegram

6 responses to “[ Termux ] এর ব্যানার পরিবর্তন করুন খুব সহজে ১ মিনিটে ।”

  1. Shu Yaib Contributor says:

    Keep going bro

  2. Alex Razib Contributor says:

    ব্যানারের নাম কি পরিবর্তন করা যায়? মানে ওখানে আমার নাম দিতাম

  3. Alex Razib Contributor says:

    কিভাবে আপলোড করবো সেটা নিয়ে পোস্ট করেন

Leave a Reply

Switch To Desktop Version