Howdy,

আজকে দেখাতে চলেছি কিভাবে আপনার পিসিতে termux use করবেন।

আমরা যে উপায় ব্যবহার করে termux ইউস করবো সেটা হচ্ছে emulator.

Emulator কি সেটা সবাই জানি তাই বিস্তারিত আলোচনা করছি না। আজকে যে emulator ব্যবহার করবো সেটা হচ্ছে bluestakes x ।এখন কথা হচ্ছে PC এর জন্য তো অনেক emulator আছে তাহলে আমরা bluestcks কে ব্যবহার করবো।

Bluestacks ব্যবহার করার কারণ ?

আমি কিছু emulator ব্যবহার করছি তাদের ভিতরে কিছু emulator ইনস্টল হয় কিন্তু কাজ করে না। আবার কিছু emulator এর ভিতর error আছে অনেক ধরনের। তাই বিবেচণা করে আপনাদের জন্য bluestacks recommended করবো।

এটা ব্যবহার করতে গিয়ে কোন ধরনের সমস্যা পড়তে হয়নি। একদম smooth চলে,  সব ধরনের টুলস রান করা যায়।

তো চলুন দেখে আশা যাক কিভাবে ইনস্টল করবো।

প্রথমে আমরা bluestacks ওয়েবসাইট থেকে আপডেট ভার্সন টা ডাউনলোড করে ইনস্টল করে নিবো।

Bluestacks x

Termux 

Bluestacks x ওপেন করবো।

এখন my games চলে যাবো ।

এখন install local apk ক্লিক করে আমার দেওয়া লিংক থেকে termux কে ডাউনলোড করে সেটা সিলেক্ট করে দিবেন।

সিলেক্ট করার পর অটো ইনস্টল হবে।

দেখতে পাচ্ছেন আমার termux ইনস্টল হয়ে গেছে।

দেখতে পাচ্ছেন আমার আপডেট নেওয়া শুরু হয়ে গেছে কোন ধরনের সমস্যা ছাড়া।

তো যারা বুঝতে পারেন নাই চাইলে ভিডিওটি দেখতে পারেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ( আমার জন্য দোয়া করবেন অসুস্থ আছি)  আল্লাহ্ হাফেজ।

 

Facebook 

youtube 

telegram 

8 thoughts on "Termux কে ইনস্টল করুন আপনার pc তে খুব সহজেই।"

  1. 444mdzahid Contributor says:
    Windows 11 এ Buluestack টা রান করে না, কি যেনো ফিচার আনলক করতে বলে, কিন্তু আনলক করলে, রিসার্ট চায়।রিসার্ট দিলে আবারও চায়। একটা লুপের ভিতরে চলে গেছে। প্রথম প্রথম চলতেছিলো, কিন্তু হুট করেই এই সমস্যা। Bluestacks 5/10 দুটাতেই সেইম ইস্যু। যদিও আপনার পোস্টের আগেই Termux ব্যবহার করেছিলাম এটা দিয়ে, তবুও ধন্যবাদ , যদি সম্ভব হলে আমার সমস্যাটার সমাধানের চেষ্টা কইরেন।
  2. nx-boy Contributor says:
    pc তে termux এর তো কোনো প্রয়োজনই নাই।
    1. abir Author Post Creator says:
      accha apnar hoyto nai kinto onno karo thik e dorkar ase
    2. Abdul Awal Contributor says:
      Keno vai termux sara onno kono way ase
    3. Abdul Awal Contributor says:
      Termux na namiye command gula kivabe run korte pari pc te
  3. Rasedul Hasan Contributor says:
    Windows এ termux কেন ব্যবহার করবেন WSL দেন ।
    1. Abdul Awal Contributor says:
      Wsl ki vai
  4. Rasedul Hasan Contributor says:
    Windows subsystem for Linux

Leave a Reply