আসসালামু আলাইকুম

 

অনেকদিন পর নতুন একটা পোস্ট করছি। আজকের এই পোস্ট টা কোন টপিকের উপর হতে যাচ্ছে তা হয়তো সবাই অলরেডি বুঝে গিয়েছেন।

 

আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কিভাবে জাস্ট একটা টেলিগ্রাম বট দিয়ে কারো ডিভাইসের ক্যামেরা, লোকেশন, আইপি, ব্যাটারি স্ট্যাটাস সহ আরো অনেক কিছু হ্যাক করা যায়।

 

এটা অতোটাও অ্যাডভান্স লেভেলের কোনো হ্যাকিং না, জাস্ট একটা ট্রিক কাজে লাগাতে হবে আপনাকে। আর এটার জন্য তার ফোনটাও কিন্তু আপনার প্রয়োজন হবে না।

 

সো চলেন আর কথা না বাড়িয়ে দেখা যাক এই বট ইউজ করার প্রসেস টা আসলে কেমন বা কিভাবে ইউজ করবেন।

 

প্রথমেই বটের লিংকটি ভিজিট করুন

https://t.me/RenusCameraHackingBot

 

ভিজিট করার পর বট টা স্টার্ট করুন। তারপর আপনাকে দুটো চ্যানেলে জয়েন করতে বলবে। জয়েন করে “JOINED” বাটনে একটা ক্লিক করবেন।

 

 

এখন আপনার যেকোনো একটা লিংক দরকার হবে। বুঝেন নাই? আচ্ছা বুঝিয়ে বলছি!

 

এই বটে আপনি যদি কোনো লিংক সেন্ড করেন তাহলে এই বটটি আপনাকে রিপ্লাইতে ওই লিংকটার কিছু Cloudflare Page এর শর্ট লিংক আর এক্সট্রা আরো কিছু শর্টেড লিংক সেন্ড করবে।

 

সেইম এইরকম দেখতে

 

এখন এই লিংকগুলোর থেকে যেকোনো একটা লিংক আপনার ভিকটিমকে সেন্ড করুন। তারপর যখন ভিকটিম আপনার ওই লিংকটি ভিজিট করবে তখন ভিকটিমের সকল ইনফরমেশন, লাইভ লোকেশন আর সেলফি ক্যামেরার কিছু ছবি আপনাকে বটটি সেন্ড করে দিবে।

 

সেইম এইরকম

(আমার ছবি আসছিলো, সেগুলো ডিলিট করে দিয়েছি)

 

একটা জিনিস বলে রাখা ভালো। ওই লিংকগুলো ভিজিট করলে কিছু পারমিশন চাইতে পারে লাইক ক্যামেরা আর লোকেশনের। ওগুলোকে যদি ভিকটিম অ্যালাও করে তাহলেই লোকেশন আর ছবি পাবেন নায়তো না।

 

তবে এটা কোনো ব্যাপার না। যখন কখনো কেউ কোনোকিছুর লিংক চাইবে তখন আপনি এই বট দিয়ে লিংক টা শর্ট করে পাঠালে সে বুঝবেই না যে এটা একটা হ্যাকিং টাইপের লিংক কারন এই লিংকটা Cloudflare পেইজে নিয়ে গিয়ে সেখান থেকে পারমিশন চাইবে।

 

পারমিশন না দিলে আপনি কিছু টেকনিক খাটিয়ে পারমিশন অ্যালাও করিয়ে নিবেন। আসা করি এইটা আর বুঝিয়ে দেয়া লাগবেনা আপনাদের।

 

আর এই লিংকগুলোর মধ্যে Cloudflare Page লিংকগুলো সেন্ড করলে বেটর রেজাল্ট পাবেন। সো এই ছিলো আজকের পোস্ট। ইউজফুল মনে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এইরকম আরো ট্রিক পাওয়ার জন্য।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক

https://t.me/SABBiRTUNE

 

আমাদের ব্লগার ওয়েবসাইট

stuneonline.blogspot.com

22 thoughts on "টেলিগ্রাম বট দিয়েই হ্যাক করুন ক্যামেরা, লোকেশন, আইপি সহ আরো অনেক কিছু!"

    1. Avatar photo SABBiR Author Post Creator says:
      Dhonnobad bhai ❤️
  1. PTX Master Contributor says:
    Very old, ar post kora ache koyta same source code diye bot. Apni bot create kora share korte parten ai bot source code soho, jara na pare tader jonno
    1. Avatar photo SABBiR Author Post Creator says:
      সোর্স কোড টার লিংক দিয়েন আমাকে ভাই। আমি খুজে পাচ্ছিনা সার্চ করে।
    2. PTX Master Contributor says:
      @SABBiR tar mane apnar kache main source code taw nai?
    3. Avatar photo itsmesabbir Author Post Creator says:
      @PTX Master Nah bot er source code nai, bot toh amar nah and ami bot niye kaj o korina!
  2. Aryan+Sami Contributor says:
    ছবি আসছিলো না? ফাইজলামি পাইছেন?
    1. Avatar photo SABBiR Author Post Creator says:
      সো প্রোমান চান? তাহলে প্রমাণ দিতে পারি। যেটা কাজ না করবে সেটা আমি ক্যান শেয়ার করবো?
  3. Avatar photo SABBiR Author Post Creator says:
    ধন্যবাদ ভাই! ❤️
  4. habibtrick24 Contributor says:
    অসাধারণ ভাই
    ছবি সহ সব ইনফরমেশন আসে
    ধন্যবাদ ভাই ❤️
    1. Avatar photo itsmesabbir Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, ভালোবাসা নিবেন! ❤️?
    1. Avatar photo SABBiR Author Post Creator says:
      Thanks brother ❤️
  5. Avatar photo MD Tamim Ahmed Contributor says:
    প্রতি দিন ১২ টাকা করে ইনকাম করতে চান?
  6. igeniusjohnny Contributor says:
    অন করা হয়েছে। কিন্তু আমি কিভাবে বন্ধ করতে পারি। জরুরি জানাবেন প্লিজ।
  7. Avatar photo Main NISHAT Contributor says:
    Link e click korle bot open hoyna

Leave a Reply