আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Trickbd Is On Facebook

এবার নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download

এই পৃথিবীটা আসলেই অনেক অদ্ভুত। এতো অদ্ভুত এবং আশ্চর্য হওয়ার মতো কাণ্ড ঘটে সারা পৃথিবীতে যা যে-কাউকেই অবাক করে দিতে সক্ষম। যদি উদাহরণ দিতে যাই; তাহলে বলতে হবে:

– সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি!!

– পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে।

– শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!!

– “গ্রহরাজ” হিসেবে পরিচিত “বৃহস্পতি” গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!

– পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে!!

– “level” শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!

– রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।

– আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।

এরকম অসাধারণ সব তথ্য আর অবাক করা সব পরিসংখ্যান নিয়ে এই অ্যাপটি সাজানো হয়েছে। আশা করি সবার ভাল লাগবে।

===========================================================

আরও কিছু আশ্চর্যজনক তথ্য যোগ করা হয়েছে নতুন আপডেটে। যেমনঃ

– পৃথিবীর বিভিন্ন দেশের অদ্ভুত সব আইন।
– ক্রিকেট খেলার অদ্ভুত এবং আশ্চর্য ঘটনাবলি।
– আমাদের মানবদেহের অসাধারণ সব কার্যক্রম।
– অদ্ভুত প্রাণিজগৎ।

Always Stay With Trickbd.Com

3 thoughts on "বিশ্বের আশ্চর্যজনক ঘটনা এবং অসাধারণ সব তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই Android অ্যাপটি। নিয়ে নিন অনেক কিছুই জানবেন এই App টির মাধ্যমে"

  1. Avatar photo TrickBD Pr says:
    “এর পর থেকে আর Uploadex এ আপলোড দিয়ে অ্যাপস শেয়ার করবেন না”
    “ধন্যবাদ”
  2. Avatar photo towsif Contributor says:
    vai amakay bolben ay app ti ki vabay banano
  3. hasan46 Contributor says:
    vi Download korte parchi na. kichu ak ta shomadan dyan.

Leave a Reply