আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্‌ রহমতে ও আপনাদের দোয়া-ই ভালোই আছি।এই পোষ্টে আপনাদের দারুণ একটা অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো। এই অ্যাপটি আপনি চমৎকার ভাবে কাজ করে।তো প্রথমে বলতে চাই অনেক বুদ্ধিমান আছেন যারা কি না সব জানেন তাদের জন্য এই পোষ্ট নয়।

*মূল টপিক ঃ যেই অ্যাপটি বিষয়ে আলোচনা করবো তার নাম হলো CM locker প্লে-স্টোরে পেয়ে যাবেন।আসলে এই অ্যাপটার কাজ কি? কাজটা হলো এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার মোবাইল চুরি হয়ে গেলে খুঁজে পাবেন।এজন্য কিছু স্টেপ ফলো করতে হবে।চলুন দেখে নেয় কিভাবে কাজ টা করা যায়।

১. প্রথমে অ্যাপ টা অপেন করলে নিচের মতো আসবে আপনি Enable করে দেন।

২. এখন মেনু অপশনে ক্লিক করে Anti-Theft এ ক্লিক করুন।

৩. এইবার নিচের মতো আসলে Enable করে দেন।

৪. এখন আপনার ফেসবুক দিয়ে Log in করতে হবে।কোনো ভয় নেয় Account হ্যাক হবে না।

৫. তারপর আপনি lockerfindphone.cmcm.com এই সাইটে যান এবং আপনার ফেসবুক দিয়ে লগ ইন করুন।

৬.আপনার Gps টি অন করে দেন এবং ১ মিনিট wait করুন। এখন দেখুন আমার লোকেশন দেখা যাচ্ছে (Atrai River)

৭. এইবার দেখুন আমার মোবাইলের মডেল সময় তারিখ সব দেখাচ্ছে।

তো দেখলেন তো অ্যাপ টা কেমন।ভালো লাগলে Install করে অ্যাপ চালু করে চালাতে থাকুন।

17 thoughts on "মাএ ১ মিনিটে আপনার মোবাইল চোরকে ধরে ফেলুন বা লোকেশন বের করুন।"

  1. Avatar photo সোহাগ Contributor says:
    অসাধারণ পোষ্ট।
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      Thank You?
  2. Avatar photo সোহাগ Contributor says:
    অসাধারণ।
  3. Avatar photo John Ka Don Author says:
    যদি আমার চুরি হওয়া মোবাইলের জিপিএস অফ থাকে তাহলে কি এটার লোকেশন পাওয়া যাবে?
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      na
  4. Avatar photo My_idiea Contributor says:
    ami to kokhonoi location on rakhi na…..tahole amr ki hobbbbbbbbe
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      na but onak mobile a amni location on hoy ex: lava
  5. nhrocky Contributor says:
    location on na thakle ki kaj hobena??
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      na but onak mobile a amni location on hoy ex: lava
    2. Avatar photo My_idiea Contributor says:
      আমার টা লাভা আইরিস ৮১০
  6. MH MAHIN Contributor says:
    Amr phone redmi note 5 A prime amnie te e ai official option ase
  7. DM Contributor says:
    Ai kaj jodi apnar ek minite lage to ami 10 sec a google dia phn track korte pari
  8. foysal hossain Contributor says:
    গত শনিবার আমার মোবাইল টা ট্রেন এ উঠার সময়ে নিয়া গেছে.. আমার মোবাইল এর মডেল ছিল Walton gm2+ এটা কি ফিরে পাওয়া যাবে?
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      আপনার মোবাইলের কাগজ থাকলে পুলিশের কাছে বা কাষ্টমার কেয়ারে নিয়ে গিয়ে বলুন মোবাইল চুরি হয়েছে অবশ্যই IMEI থাকতে হবে।
  9. foysal hossain Contributor says:
    আমার মোবাইল ছাড়া সব কিছুই আছে.. তাহলে কি কাস্টমার কেয়ার এ যাব?
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      hmm

Leave a Reply