আসসালামু আলাইকুম।


আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর পোস্ট লিখলাম।
আজকে দেখাব কিভাবে যেকোনো অ্যাপের ডাটা এসডি কার্ডে সেভ করে রাখবেন।আমরা এমন অনেক এপ্স ব্যবহার করি যা সবসময় ফোনে রাখি না।শুধু কাজের সময় ইন্সটল দেই।যেমন-স্ক্রিন রেকর্ডার বা এরকম এপ্স।বারবার ইন্সটল করে এপ্স সেটিং করা বিরক্তিকর।তাই আপনি যদি সেটিং সেইভ করে রাখেন তাহলে এপটি ইন্সটল করে ডাইরেক্ট সেটিং রিস্টোর করে চালাতে পারবেন।
অবশ্যয় পুরো পোস্ট পড়ে কাজ করবেন।আর এই ট্রিকটি শুধু রটেড ফোনের জন্য
প্রথমেই নিচ থেকে অ্যাপটি ডাউনলোড করে নেন।
Name-Lucky patcher
size-6.4mb
DownloadFromDrive
১/এবার লাকি প্যাচার অ্যাপটি ইন্সট্রল করে ওপেন করুন এবং রুট পারমিশান দিন।
২/যে অ্যাপের ডাটা সেভ করতে চান সেই অ্যাপ সিলেক্ট করুন।নিচের মত আসবে।

৩/”Tools” সিলেক্ট করুন।

৪/”backup” সিলেক্ট করুন।

৫/”backup app setting”সিলেক্ট করুন।

৬/সেটিং বেকাপ হয়ে যাবে।

সেটিং [default storage]/Android/Data/com.android.vending.billing.InAppBillingService/files/backup/data/[pakage name]এ সেভ হবে।

যেভাবে ডাটা রিস্টোর করবেন-


ডাটা ফিরিয়ে আনতে আবার Tools এ যান।

এবার “restore” সিলেক্ট করেন।

তারপর “restore app setting” সিলেক্ট করেন।



আবার আপনার এপ আগের মতো হয়ে যাবে।

15 thoughts on "[ROOT]যেকোনো এপ্সের ডাটা সেভ করে রাখুন মেমোরিতে।[Backup App Data]"

  1. Avatar photo shohag099 Contributor says:
    I am very help full
  2. Avatar photo shohag099 Contributor says:
    I am very help full
  3. Avatar photo My_idiea Contributor says:
    Awesome jodi kaj kore bro.
  4. mdehsanurrahman Contributor says:
    I have been looking for this app.
  5. Shahin1122 Contributor says:
    Ata onek din dhore khujchilam . Thanks for your post about that.
  6. Avatar photo Unknown Person Contributor says:
    দারুন পোস্ট ভাঈ। একটা প্রশ্ন ছিলো, আমি অপেরা মিনিতে অনেক সময় অনেক পেজ অফলাইনে সেভ করে রাখি, এগুলো কি বেকাপ/রিস্টোর করা যাবে??
    1. Avatar photo BlaCk DRoiD Author Post Creator says:
      Opera mini app er data backup korle offline page o save hobe..Tobe Backup korar age joto data/page cilo totoi save takbe
  7. mdehsanurrahman Contributor says:
    সবাই সিম কোম্পানির ইন্টারনেট প্যাকেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুখে দাঁড়ায়ছে।আর ট্রিকবিডি এখনও বসে আছে?এ নিয়ে একটা ভালো পোস্ট করা হোক।যাতে কোম্পানি গুলোকে বাঁশ দেয়া যায়।
  8. Avatar photo Mahmud121 Contributor says:
    এটা আমি অনেক দিন ধরে ইউজ করি।।।
    Thank…you
  9. Avatar photo Anik Contributor says:
    data backup niye jokhon app ta uninstall kore diben tokhon to android/data folder theke backup file delete hoye jabe jodi file ta onno jaygay move kore na nen
  10. Avatar photo H M Khalid Mahmud Contributor says:
    Thanks bro… Root korar ashol mojai to eita… ?
  11. Avatar photo Nur Md Nirob Contributor says:
    রূট থো নাই

Leave a Reply