আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর পোস্ট লিখলাম।
আজকে দেখাব কিভাবে যেকোনো অ্যাপের ডাটা এসডি কার্ডে সেভ করে রাখবেন।আমরা এমন অনেক এপ্স ব্যবহার করি যা সবসময় ফোনে রাখি না।শুধু কাজের সময় ইন্সটল দেই।যেমন-স্ক্রিন রেকর্ডার বা এরকম এপ্স।বারবার ইন্সটল করে এপ্স সেটিং করা বিরক্তিকর।তাই আপনি যদি সেটিং সেইভ করে রাখেন তাহলে এপটি ইন্সটল করে ডাইরেক্ট সেটিং রিস্টোর করে চালাতে পারবেন।
অবশ্যয় পুরো পোস্ট পড়ে কাজ করবেন।আর এই ট্রিকটি শুধু রটেড ফোনের জন্য
প্রথমেই নিচ থেকে অ্যাপটি ডাউনলোড করে নেন।
Name-Lucky patcher
size-6.4mb
DownloadFromDrive
১/এবার লাকি প্যাচার অ্যাপটি ইন্সট্রল করে ওপেন করুন এবং রুট পারমিশান দিন।
২/যে অ্যাপের ডাটা সেভ করতে চান সেই অ্যাপ সিলেক্ট করুন।নিচের মত আসবে।
৪/”backup” সিলেক্ট করুন।
৫/”backup app setting”সিলেক্ট করুন।
৬/সেটিং বেকাপ হয়ে যাবে।
সেটিং [default storage]/Android/Data/com.android.vending.billing.InAppBillingService/files/backup/data/[pakage name]এ সেভ হবে।
যেভাবে ডাটা রিস্টোর করবেন-
ডাটা ফিরিয়ে আনতে আবার Tools এ যান।
এবার “restore” সিলেক্ট করেন।
তারপর “restore app setting” সিলেক্ট করেন।
আবার আপনার এপ আগের মতো হয়ে যাবে।
Thank…you