হ্যালো বন্ধুরা!
welcome
To
Trickbd
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা আমরা বেশি কমে প্রায় সবাই তো লেজার লাইট দিয়ে খেলা করেছি।আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে এই লেজার লাইট দিয়ে সিকিউরিটি আ্যলার্ম তৈরি করতে হয়।
তাই আর কথা না বলে কাজ শুরু করি।
যা যা লাগবেঃ
১.১টি লেজার লাইট।

২. ১টি মসফেট irfz449 বা irf3205 সিরিজের।

৩.১টি buzzer বাংলায় বলতে গেলে হর্ন।

৪.১টি ৩৩০ ওমহ এর রেজিস্ট্রার।

৫.১টি এল,ডি,আর

৬.১টি এল,ই,ডি লাইট।

৭.১টি ব্যাটারি যা 9v এর সমান বা তার নিচে হতে হবে।

এখন তো সিকিউরিটি আ্যলার্ম  তৈরির জন্য উপাদান সংগ্রহ করলাম এখন চলুন আসল কাজ শুরু।ছবি গুলো ভালো করে
লক্ষ্য করবেন এবং সম্পুর্ণ টিউটোরিয়াল ভাল করে পড়বেন তাহলে বুঝতে সহজ হবে।


১.প্রথমে buzzer টা নিন দেখবেন একপাশে (+) চিহ্ন আছে যা positive তাহলে এর বিপরীত পাশের (-) বা
negative ধরে নিবেন যেহেতু এটা দেওয়া থাকবেনা।

২.এখন মসফেটের মাঝখানের লেগটার সাথে buzzer এর নেগেটিভ লেগটা লাগাই।


৩.এখন রেজিস্ট্রারটা নিন এবং buzzer এর(+) লেগ আর মসফেটের বাম সাইটের লেগটার সাথে ছবিতে যে রকম দেখানো হয়েছে সেই রকমভাবে লাগিয়ে দিন।

৪.তারপর  এল,ডি,আর টা নিন এবং মসফেটের দুইপাশে লেগের সাথে লাগিয়ে দিন।

৫.এরপর এল,ই,ডি টা নিন এবং buzzer এর (+)  এর সাথে led এর (+) & buzzer এর (-) এর সাথে led এর (-) লাগিয়ে দিন।

৬.এইবার লক্ষ্য করুন ব্যাটারি লাইন দেওয়ার জন্য buzzer এর positive লাইনের সাথে ব্যাটারি positive এবং ব্যাটারির negative লাইনটা  মসফেটের ডান লেগে লাগিয়ে দিন।আপনারা চাইলে একটি সুইচ লাগতে পারেন। যা মাধ্যমে আপনারা সিকিউরিটি আ্যলার্ম on/off করতে পারবেন।

৭.এখন ব্যাটারি সংযোগ দিয়ে দেখুন আ্যলার্ম ও বাজছে লাইট ও জ্বলছে।


এইবার আসল মজা দেখুন এল,ডি,আরে লেজার লাইটের আলো পড়া মাত্র আ্যলার্ম & লাইট বন্ধ হয়ে গেল।

এবং এল,ডি,আরে লেজার লাইটের আলোতে বাধা দিলে আবার আ্যলার্ম & লাইট জ্বলতে শুরু করল।

এর ফলে আপনি যেখানে সিকিউরিটি আ্যলার্ম সেট করবেন ঐ জায়গা দিয়ে যদি কোন লোক হেটে যায় তাহলে আ্যলার্ম বাজবে।

ব্যস কাজ শেষ,হয়ে গেল লেজার লাইট সিকিউরিটি আ্যলার্ম তৈরি।

আজ এই পর্যন্ত কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

30 thoughts on "লেজার লাইট দিয়ে নিজে তৈরি করুন আপনার ঘর/অফিসের জন্য সিকিউরিটি আ্যলার্ম।"

  1. Avatar photo NS Sabur Legend Author says:
    গুড
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnx 4 comment
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnx 4 postive comment
  2. Mr.Gamer Contributor says:
    অসাধারণ পোস্ট ! আশা করি সামনে আরো ভাল পোস্ট পাবো আপনার কাছ থেকে
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnx keep supporting.
  3. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
    tnx
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnx,
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnx,,
  4. Avatar photo Mehedi Hasan Subscriber says:
    Wow…..
    bhai shei post
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      Tnq 4 shei comment
  5. Abedin Contributor says:
    Vai ldr ,registar, mosfat ar kaj ki
  6. Avatar photo Ashikur Contributor says:
    Excellent post. ???
  7. Avatar photo CoCKroAcH Author says:
    ধারুন
  8. Muhammad Motiur Rahman Mizan Md. Motiur Rahman Contributor says:
    Vai, plz screenshot shoho auto generator toirir post koren. Kalkei Competetion. To ajkei toiri korte hobe.plz.plz.
  9. Avatar photo Md Abubakar Contributor says:
    এই সিস্টেমটা লেজার লাইটের পরিবর্তে ইনফ্রারেড লাইট (যেমন রিমোটের লাইট) দিয়ে করার কোন উপায় জানা আছে ?

    কারণ চোর যদি চালাকি করে তার নিজের লেজার লাইট এল,ই,ডি লাইটের উপর দেয়, তাহলে তো এলার্ম কাজ করবে না । কিন্তু ইনফ্রারেড লাইট ব্যবহার করলে চোর বুঝতেই পারবে না, এলার্মটা কি জন্য বাজতেছে…

  10. Avatar photo kazi Contributor says:
    বস ভিডিও হলে ভাল হত
  11. Avatar photo BlaCk & WhitE (TaNjiD) Author says:
    ব্যাটারি টার নাম কি। দাম কত ,কোথায় পাবো?
  12. Avatar photo Md. Oaliur Rahman Contributor says:
    অসাধারণ পোস্ট
  13. Valomanush Contributor says:
    Vai apnar sathe contact korte cai
  14. Valomanush Contributor says:
    Vai apnar fb id dewa jabe?
  15. Valomanush Contributor says:
    onke din age comment korlam but comment gula approve hoy na ken?

Leave a Reply