আস-সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি।
আজকের পোস্টে আপনাদেরকে দেখাব কিভাবে একটি দারুণ ওয়েবসাইটের মাধ্যমে গুগলের লোগো আপনার নাম বা যেকোনো শব্দ দ্বারা রিপ্লেস করবেন। ত চলুন শুরু করি।

ধাপ: ১


প্রথমে নিচের লিংক এ ক্লিক করুন।
funnysearch.org

ধাপ: ২


নিচের মতো একটি পেজ অপেন হবে। স্ক্রিন শট অনুযায়ী Set another name এ ক্লিক করুন।

ধাপ: ৩


এখন নিচের মতো একটি ইনপুট বক্স আসবে। ইনপুট বক্সে আপনার নাম দিয়ে Submit ক্লিক করুন।

এখন দেখুন কাজ হয়ে গেছে! গুগলের লোগো আমার নাম দিয়ে প্রতিস্থাপিত হয়েছে! আপনি চাইলে স্ক্রিন শট নিয়ে অথবা URL কপি করে আপনার বন্ধুদের পাঠিয়ে বলতে পারেন আপনি গুগল হ্যাক করেছেন!

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন।
আল্লাহ্ হাফেজ।

7 thoughts on "Google এর লোগোতে আপনার নাম বসান এবং বন্ধুদের মজা দেখান!! [Prank]"

  1. Avatar photo Shahriar Ahmed Shovon Author says:
    আরো বেশি মজা করার জন্য এই সাইটটাকে কনভার্ট করে এন্ড্রয়েড এপ বানিয়ে বন্ধুদের দিলে তারা এড্রেস দেখতে পারবে না। বেশি মজা হবে।। পোস্টটা ভালো হয়েছে।। ??
  2. Avatar photo Sakil Ahmed Author says:
    Apni niscoy eibar psc complete kore graduate hoyechen taina?
    1. Avatar photo Tufayel Contributor Post Creator says:
      G
  3. Avatar photo স্বপ্ন Author says:
    ভাই আপনারে কমেন্ট করতে গিয়ে উপরের পোস্টে কমেন্ট করে ফেলেছি ?
  4. Monirul Contributor says:
    screenshot niye bondhu der pathiye bolun apni google hack koresen, hahaha. bondhura ki bolod naki, bisshash korbe? naki apnar moto gajukhor? sagol..

Leave a Reply