আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আমরা যারা অ্যান্ড্রোয়েড ফোন ব্যাবহার করি তারা অবশ্যই কখনোও না কখনোও Google Drive ব্যাবহার করেছি।

কিন্তু Google Drive এর সবচেয়ে বড় সমস্যা হলো এর আপলোড লিমিটেশন।

অর্থাৎ,আপনি Google Drive এ মাত্র ১৫ জিবি ডেটা আপলোড করতে পারবেন।

কিন্তু আজকে আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যার মধ্যমে আপনারা Unlimited Cloud Storage পাবেন।

তে চলুন বেশি কথা না বলে মেইন টপিকে যাওয়া যাক:-

App Name:- UnLim: free unlimited cloud storage for android

Size:-15 mb

Version:- 0.9.6.4 (Beta)

Screenshot:-






Download:-দুঃখজনক ভাবে অ্যাপটি এখনোও Early Excess এ আছে,সেই কারণে হয়তোবা আমি এটার লিংক বের করতে পারিনি।

তাই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের কষ্ট করে Play Store এ গিয়ে “unlim” লিখে সার্চ করতে হবে,
তাহলেই আপনারা এই অসাধারণ অ্যাপটি পেয়ে যাবেন।
অ্যাপটি এখনও Early Excess এ রয়েছে তাই এর ডিজাইন বা কোয়ালিটি আপনাদের একটু খারাপ লাগতে পারে।

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

17 thoughts on "এবার আপনিও আনলিমিটেড ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন নতুন একটি অ্যাপের মাধ্যমে"

  1. Avatar photo mdmamunrahman Contributor says:
    Safe kot tuku
    1. Abir Ahsan Author Post Creator says:
      আপনি অ্যাপটির পারমিশন চেক করতে পারেন।তার সাথে other permission ও চেক করতে ।আমার সবকিছু ঠিকই মনে হয়েছে।আর আমিও অনেক সময় ধরেই অ্যাপটি ব্যাবহার করছি।
      আর অ্যাপটি ১ মাসের মধ্যেই ৫০ হাজার ডাউনলোড হয়েছে।আর ইউটিউবেও অ্যাপটি নিয়ে ভালো কথাই বলা হচ্ছে। অ্যাপটি নিয়ে কোনো নেগেটিভ রিভিউও আমি পায়নি।

    2. JonyKar2 Contributor says:
      প্লে স্টোরে আছে বলেই ঝামেলা নেইl এমন অ্যাপস এর নাম শোনেননি যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল ছিল কিন্তু পরে গুগোল সে গুলোকে সরিয়ে নিয়েছে? মনে হয় পৃথিবীতে ছিলেন না
  2. sabbir7763 Contributor says:
    maga Drive best
  3. Avatar photo Sohag21 Author says:
    ভালো লাগলো
    1. Abir Ahsan Author Post Creator says:
      thanks
  4. Avatar photo Shahed Noor Contributor says:
    Kotota Trusted Ta Niye E To Confusion!
  5. Avatar photo Shahed Noor Contributor says:
    Kotota Trusted Ta Niye E To Confusion.
    1. Abir Ahsan Author Post Creator says:
      Play store এ যেহেতু আছে,তাই অবশ্যই সেফ
  6. Avatar photo mdmamunrahman Contributor says:
    Bhai rag korben na vidmate ek somoy play store a cilo kintu aj nei karon information bypass korar permission tar app diye dico
    R aj o Manus ta bebhar Kora video download er jonno kintu tar sim card er number bypass hocce bujtei pare na
    Thanks for sharing
  7. Avatar photo Technical Asmaul Contributor says:
    Play store a thaklai sob app safe ata apnake k boleche????
  8. Avatar photo Vodrosoytan Contributor says:
    caution diye eita koto ta safe ta bole deya uchit…ar safe er kotha ask koray boltesen playstore e ase tai safe…..eisob bishoy e je apnr kono dharonai nai ta bujha jacce…
  9. Avatar photo AJFahad Contributor says:
    ভাই এটা কি ট্রাস্টেড
    1. Abir Ahsan Author Post Creator says:
      আপনি অ্যাপটির পারমিশন চেক করতে পারেন।তার সাথে other permission ও চেক করতে ।আমার সবকিছু ঠিকই মনে হয়েছে।

      আর অ্যাপটি ১ মাসের মধ্যেই ৫০ হাজার ডাউনলোড হয়েছে।আর ইউটিউবেও অ্যাপটি নিয়ে ভালো কথাই বলা হচ্ছে। অ্যাপটি নিয়ে কোনো নেগেটিভ রিভিউও আমি পায়নি।

      তবুও আপনি আগে কিছুদিন ব্যবহার করুন তারপর ফলাফল দেখুন।আর আমিও অনেক সময় ধরেই অ্যাপটি ব্যাবহার করছি আমার ভালোই লেগেছে।

  10. JonyKar2 Contributor says:
    এইসব বোকা বোকা টাইটেল যে আপনাদের মাথায় আসে কিভাবে, আপনার এই অ্যাপস ব্যবহার এর মাঝে গুগোল ড্রাইভ আনার কি দরকার?
  11. Avatar photo SR Shoruv Author says:
    সিকিউরিটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। এর থেকে এক্সটার্নাল হার্ড ডিস্ক এ রেখে দেওয়া ভালো। হয়তো ড্রাইভ-ই বেস্ট

Leave a Reply