আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালই আছেন কারণ ট্রিকবিডির সঙ্গে থাকলে সবাই ভালো থাকে সেটা নিশ্চিত আমি।

বাংলাদেশের মার্কেটে হুহু করে স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এক গবেষণায় দেখা গেছে গ্রাহকদের সবথেকে বেশি চাহিদা কম দামের স্মার্টফোন।
তবে তার মধ্যে সবথেকে বেশি চাহিদা হল ১০ হাজার টাকার নিচে যে সকল স্মার্টফোন আছে সেগুলি এটা জানিয়েছে স্মার্টফোন বিক্রেতারা নিজেই।
ট্রিকবিডির ইউজারদের জন্য আজ থাকছে ১০ হাজার টাকার নিচে কিছু ধামাকাদার স্মার্টফোন! তো চলুন শুরু করি।


১। Symphony i95


বর্তমানে বাংলাদেশের বাজারে বেশ বড়সড় জায়গা করে নিয়েছে সিম্ফোনি, কিছুদিন আগে রিলিজ হওয়া সিম্ফোনি i95 নামে একটি স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়েছিল। ফোনটির মধ্যে থাকছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
আর যেটা চলছে এনড্রয়েড ৮.১ ওরিয়র ওপর!
ফোনটির পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের এর একটি ক্যামেরা সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা সেন্সর।

ফোনটির মধ্যে ইন্সটল করা রয়েছে ৩,০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি থেকে একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে আশা করা যায়।
সিম্ফনির এই জনপ্রিয় স্মার্টফোনটির বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে গ্রামীণফোনের বিশেষ অফার এ মাত্র ৪,৯৯০ টাকায়।


২। Walton primo D8


এখন দেশেই তৈরি হচ্ছে দারুন দারুন সব স্মার্টফোন কম প্রাইজে সেই ধারাবাহিকতায় প্রিমো ডি৯’। ফোনটির দাম বর্তমান সময়ে মাত্র ১ হাজার ২০০ টাকা।
এই ফোনটির মধ্যে থাকছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি ইন্টারনাল।
ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন ৪৮০×৮০০
ফোনটি রান করছে এনড্রয়েড ৮.১ ওরিও এর সাথে।
ফোনটির চিপসেট হিসেবে থাকছে Mediatek MT6739 ফোনটির ব্যাটারি ১৪০০ এম্পিয়ার যা থেকে দিনের অর্ধেক সময় ব্যাকআপ পাওয়া সম্ভব। কোনটির সঙ্গে একটি নোটিফিকেশন লাইট ও পাচ্ছেন যেটা বেশ ভালই।


৩। ওয়ালটন প্রিমো জিএম-৩ প্লাস


ফোরজি সাপোর্ট করা এই ফোনটি মূলত বাংলাদেশের বাজারে অনেক আগেই ওয়ালটন রিলিজ করেছিল বেশ জনপ্রিয়তা পেয়েছিল মডেলটি।
ফোনটির মধ্যে থাকছে ৪,০০০ এম্পিয়ার এর বিশাল ব্যাটারি যা থেকে অনায়াসে দুইদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে ফোনটির মধ্যে। এখন বর্তমান সময়ে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯০ টাকায়।
৫.৩৪ ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল থাকছে যা বেশ কালারফুল একটি ডিসপ্লে।
ফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর সুন্দর একটি ক্যামেরা আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। যা থেকে মোটামুটি মানের ছবি আশা করতেই পারেন।
এটিও চলছে এনড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর।
এরমধ্যে ইন্সটল করা আছে 1.5 গিগাহার্জ এর একটি অক্টা কোর প্রসেসর।
সব মিলিয়ে এই ফোনটি বেশ ভালই বলা চলে। বিশেষ করে এর বর্তমান যে প্রাইস সেই বিবেচনায়।


৪। উই আর-৪


দেশের বাজারে কিছুদিন আগে রিলিজ হওয়া ফোরজি স্মার্টফোন উই আর-৪
স্মার্টফোনের মধ্যে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল যেটা ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে!
২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোনের দাম মাত্র ৪,৭৯০ বর্তমান।
ফোনটির মধ্যে ইন্সটল করা রয়েছে ২৫০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি যেটা থেকে একদিন এর মত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
ফোনটিক প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের আর সামনে ৫ মেগাপিক্সেল, যেটা থাকে খুবই নিম্নমানের ছবি ক্যাপচার করা সম্ভব
আর হ্যাঁ আপনি কি ডুয়েল ফোরজি সাপোর্ট করে তাই নিমিষেই ফোরজি স্পিডে ডাউনলোড করতে পারবেন।


৫। Walton Primo G8i


দেশের বাজারে আরেকটি কম দামের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটন যার কিছু দিন আগে রিলিজ হওয়া প্রিমো জি-৮ আই
এই ফোনটির মধ্যে রয়েছে ২৫০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি ১ গিগাবাইট র্যাম এবং ৮ জিবি রম।‌ প্রিমো জি৮আই-এ গতি নিশ্চিতে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর।
ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট এ
এই ফোন দিও গ্রামীণফোনের অফার এ বর্তমান সময়ে বিক্রি হচ্ছে ৫,৪৭০ টাকা মাত্র।
বিদ্র লিস্টে থাকা প্রত্যেকটি স্মার্টফোন এর বর্তমান প্রাইজ যেটা আছে সেটা বলা হয়েছে ।

Realme C30 Full Review In Bangla – PocoBD.Com মহান আল্লাহ তো সর্বশক্তিমান: তাহলে পৃথিবীতে এত খারাপ কাজ হচ্ছে কেন?-

পোস্টটি ভাল লাগলে লাইক দেবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন! ভালো থাকুন সকলেই আল্লাহাফেজ।

11 thoughts on "দেশের বাজারের সেরা ৫টি কম দামি স্মার্টফোন!"

  1. Avatar photo Rahul Islam Contributor says:
    এই মোবাইল গুলা কেউ কিনবে না আমার মনে হয়। তাই এই রকম পোষ্ট না করাই ভালো। বর্তমানে সবাই 10k বাজেট এর মোবাইল গুলো বেশি দেখে। সেজন্য বলছি হয় কিওয়্যার্ড রিসার্চ করে পোষ্ট লেখো আর না হয় যে মোবাইল গুলো বেশি চলছে সেগুলোর রিভিউ দাও। এই ধরনের পোষ্টের জন্য ট্রিকবিডির জনপ্রিয়তা কমে যাচ্ছে।
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      সবার তো আর ১০ হাজার টাকা বাজেট থাকে না! তাই একটি পোষ্ট থাকলে ক্ষতির কিছু দেখছি না ভাইয়া
    2. Avatar photo Rahul Islam Contributor says:
      10K এর উপরের ফোনের রিভিও দিবা
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    হার্ডওয়্যার ভালো না
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    এগুলো ভালো মনে হল না ?
  4. Avatar photo Hridoy Islam Contributor says:
    এই ফোনগুলা কয়েকদিন ব্যবহারের পর আর ব্যবহার করা যাবেনা। এর থেকে বাটন ফোন কেনা ভালো তাও শান্তি মতোন চালানো যাবে । লাইক মি….
  5. Avatar photo webhasan Contributor says:
    walton phone gulo vlo na
  6. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    next monthly akta lagbe mobile ki kinbo vabtesi
  7. Avatar photo Sad Boy Author says:
    Walton phone ar sossha holo je ata gaming ar dikdiye valo nah
  8. Md Robbani Contributor says:
    এই ফোন গুলা পাবো কোথায়.?
  9. MD Rakib Mia says:
    Symptom amd walton এর মডেলগুলা বর্তমানে এভেলএবল নাই

Leave a Reply