আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে Adsense এর বিকল্প হিসাবে ওয়েবসাইটে Adsterra ads সেটাপ করে ইনকাম করা যায়।
বর্তমানে গুগল এডসেন্স পাওয়া কঠিন হয়ে যাচ্ছে,যারা শত চেস্টা করেও গুগল এডসেন্স পাচ্ছেন না, তারা চাইলে এডসেন্স এর বিকল্প হিসাবে Adsterra ব্যাবহার করতে পারেন।
Adsterra খুব সহজেই এপ্রুভ পাওয়া যায় এবং এখানে বিভিন্ন ধরনের Ads সেটাপ করা যায়।
ওয়েবসাইটে adsterra ads সেটাপ করার উপায়:
Adsterra ads সেটাপ করার জন্য প্রথমে এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
প্রযোজনীয় তথ্য দিয়ে Sign up করুন
সাইন-আপ করার পর একাউন্ট ভেরিফাই করার জন্য মেইল টি কনফার্ম করুন-
এখন আপনার একাউন্টে লগিন করুন-
ওয়েবসাইট এড করার জন্য Add website এ ক্লিক করুন।
ওয়েবসাইট এবং ক্যাটাগরি উল্লেখ করে, নিচে থেকে কোন কোন এডগুলো আপনার ওয়েবসাইটে দেখাতে চান সেটি বেছে নিন। সাথে ডান পাশের লাল চিহ্নিত এডসগুলো বাদ দিতে পারবেন।
এপ্রুভ করার জন্য কিছুটা টাইম নিতে পারে তবে আমি সাথে সাথেই পেয়েছি।
এখন সাইটে এড সেটাপ করার জন্য আবার Adsterra একাউন্টে যান এবং নিচের Ad unit এ ক্লিক করুন।
পছন্দ অনুযায়ী একটি ইউনিট বাছাই করে Add করুন।
নিচের মত কিছুক্ষন পেন্ডিং থাকতে পারে-
পেন্ডিং থেকে এক্টিভ হলে নিচের মত Get Code এ ক্লিক করুন।
এখন ads code টি কপি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলেই হবে।
আমি যেহেতু ব্লগারের জন্য এপ্রুভ করছি তাই ব্লগার দিয়ে একটি এড কোড বসিয়ে দেখাচ্ছি।
ব্লগার থ্রি ডট মেনু থেকে লে-আউটে প্রবেশ করে, যেকোন একটি জায়গায় Ads কোডটা বসিয়ে সেভ করে নিলেই হবে।
আপনি চাইলে Adsterra থেকে একাধিক এড ইউনিটের এডস দেখাতে পারবেন।
এখন কেও আপনার সাইট ভিজিট করার সময় ads Click পড়লে ইনকাম আসবে।
আশাকরি, সম্পূর্ণ লেখাটা বুঝতে পেরেছেন। কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন,ধন্যবাদ।
You may Like:
- The Power of TikTok Ads: Revolutionizing Digital Advertising
- ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়
- কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?
উপরের লেখাগুলো পড়তে এখানে দেখুন
6 thoughts on "ওয়েবসাইটে adsterra ads সেটাপ করার নিয়ম"