ব্লগার এ বাংলা ফন্ট ইনস্টল করুন মোবাইল দিয়ে সহজ নিয়মে

আসসালামুআলাইকুম , আশা করি সবাই ভালো আছেন
আজকে আপনাদের জানাবো যে কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে আপনার ব্লগার ওয়েবসাইটে কাস্টম ফন্ট ইন্সটল করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই , আমরা নানা রকম ডিজাইন আমাদের ওয়েবসাইট এ করে থাকি এর ভিতরে কাস্টম ফন্ট ইন্সটল একটা কমন বেপার , লেখাগুলো সুন্দর করতে কাস্টম ফন্ট ইন্সটল করা হয়
অনেকেই আছেন যারা জানেন না কিভাবে ব্লগার এ কাস্টম ফন্ট ইন্সটল করবেন , অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে ব্লগার ওয়েবসাইট চালান তাদের জন্য আমি এই ফুল প্রসেস মোবাইল এ দেখাবো , কারো কোনো লেখা বুজতে অসুবিধা হলে আপনারা স্ক্রীনসর্ট ফলো করতে পারেন , আমরা কিছু ধাপের মাধ্যমে এটা শেষ করবো চলুন শুরু করি

১) সর্বপ্রথম ব্লগার এ লগইন করুন তারপর আপনার জে সাইট এ আপনি কাস্টম ফন্ট অ্যাড করতে চান তারা Theme এই অপশনটিতে চলে যান

২) তারপর দেখবেন কাস্টমাইজ নামে একটা বাটন ওটার নিচে অ্যারো symbol এ ক্লিক করুণ , তারপর অনেক গুলো অপশন দেখতে পারবেন তারপর ব্যাকআপ অপশন এ ক্লিক করে থিমটির ব্যাকআপ নিয়ে নিবেন জাতে করে আপনি আপনার থিমির কোনো কোড ভুলে ডিলিট করলেও পরবরর্তীতে থিমি ফিরে পেতে পারেন

 

৩) এবার প্লে স্টোরে যান তারপর সার্চ করুন Quick  Editor অ্যাপস টা সার্চ করুন , ইন্সটল করে ওপেন করুন

৪) এবার একেবারে কানায় ফাইল এর আইকন এ ক্লিক করুন

৫) Opn SAF এ ক্লিক করুন আপনি যে theme তে বাংলা ফন্ট add করতে চেয়েছেন সেটা নির্বা্চন করুন

৬) এবার গুগল এ যান Search করুন ( Solaimanlipi web font ) আমি solaimanlipi ফন্ট টা Install করব সেই জন্নে এটা সিলেক্ট করেছি

৭) Bangla web fonts নামের ওয়েবসাইটটি তে ওপেন করুন ওইখান থেকে স্ট্যান্ডার্ড লেখার নিচের লেখাটি কপি করুন

৮) নিচে একটু টেনে আসেন তারপর Specifiy in css এর SolaimanLipi লেখা টা কপি করুন এরপর আপনার নোট এ সেইভ করে রাখুন

৯) এবার Chrome Browser টা backround থেকে রিমুভ করে দিন

১০) Quick edit App টা তে প্রবেশ করুন Three Line এ ক্লিক করুন তারপর সার্চ আইকন এ ক্লিক করুন , সার্চ করুন

১১) তারপর note এ চলে যান তারপর প্রথম লেখাটা কপি করুন এবং এর নিচে পেস্ট করুন ( মনে রাখবেন “stylesheet”> এখানে > এই টার আগে / ব্যাবহার করবেন [ “stylesheet”/> ] এরকম )

১২) তারপর আবার সার্চ অপশন এ যান সার্চ করুন ( font-family ) এই লেখাটা এর সামনে দেখবেন অনেক ফন্ট এর নাম লিখা আপনি ওগুলো কপি করে নেন সবগুলা তারপর নোট এ রাখেন এরপর একটি একটি করে , এরপর সার্চ এ যান

যে ফন্ট গুলার নাম কপি করছিলেন সেগুলো Search Text এর নিচের বক্স এ বসান আর Replace এর নিচে SolaimanLipi অর্থাথ আপনি সেকেন্ড যে কোডটা কপি করছিলেন সেটা থেকে আপনার ফন্ট CSS NAME টা আনুন

১৩) এবার ঠিক একইভাভে সব ফন্ট গুলার নামের সাথে রিপ্লেস করে SolaimanLipi বসিয়ে দেন

১৪) তারপর কপি করে আপনার থিম এডিট অপ্শন গিয়ে সব ডিলিট করে আপনার কপি করা থিমি এর কোডগুলো পেস্ট করে Save এ ক্লিক করুন

save এ ক্লিক করে সেভ করুন

আশা করি আপনার পোস্ট টা ভালো লেগেছে , বুজতে অসুবিধা হলে কমেন্ট করে বলবেন ,কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন , ধন্যবাদ

12 thoughts on "ব্লগার এ বাংলা ফন্ট ইনস্টল করুন মোবাইল দিয়ে সহজ নিয়মে"

    1. ajmainealarafat Author Post Creator says:
      Thanks
  1. iamrakibmia Author says:
    সুন্দর পোস্ট।
    ব্লগার নিয়ে আরো পোস্ট চাই
    1. ajmainealarafat Author Post Creator says:
      ধন্যবাদ , শিঘরই ভালো পোষ্ট আসবে
  2. mdnazmulsekh106 Contributor says:
    https://uttorace.blogspot.com/
    ভাই আপনার ব্লগারের টেমপ্লেট টা দেওয়া যাবে?
    1. Ajmaine Al Arafat Author Post Creator says:
      Hmm
    2. mdnazmulsekh106 Contributor says:
      দেন ভাই🥰
    3. mdnazmulsekh106 Contributor says:
      ভাই টেম্পলেট এর লিংকটা দিয়েন🥰
  3. Md Nazmul Sekh Contributor says:
    ভাই থিমটা দিলেন না

Leave a Reply