আসসালামু আলাই কুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে ব্লগিং স্কুল এর দুইটি পোস্ট করেছিলাম। আজ তার তৃতীয় পর্ব। আর আমার কথা মত আজ থেকে ব্লগের কাজ শেষ করব। অথাৎ আজ থেকেই ব্লগে পোস্ট করা শুরু করতে পারবেন। এই পর্ব সমপূর্ণ করার পর আপনার ব্লগ একটি মোটামুটি ভালো ডিজাইনের ব্লগ হবে। তবে এর পরের পর্ব গুলোতে আমরা ব্লগের আরো কাজ, এসইও ও বিস্তারিত খুঁটিনাটি জানব। আশা করি সবাই আমার পাশে থাকবেন।
আর বেশি কথা বলব না। চলুন শুরু করি। আজকের আলোচনা হল লেআউট,হেডার, ফুটার কাজ।
যারা ডেমো দেখে ব্লগ ডিজাইন করতে চান, তারা এখান থেকেডেমো দেখে নিন।
প্রথম আপনি Blogger.com এ যান। তারপর Layout ক্লিক করুন। এবার নিচের ছবির মত দেখতে পাবেন।
এখন আপনার ব্লগে কোন Layout এ গ্যাজেট যুক্ত করতে নিচের নিয়ম ফলো করুন। কিছু না বুঝলে কমেন্ট করুন।
তাহলে কি কিভাবে গ্যাজেট যুক্ত করতে হই শিখে গেলেন।
এখন হেডার ও ফুটার ডিজাইন।
এর আগে কিছুক্ষণ টাইম নিয়ে আপনি ব্লগ এর খুঁটিনাটি গুলো ভালো করে নিন। তারপর Layout এ যাওয়ার পর নি এর দিকে ফুটার এবং উপরে হেডার দেখতে পাবেন। সেখান থেকে ইচ্ছা মত গ্যাজেট যুক্ত করুন।
ব্লগ সাজানো এক দম সোজা আশা করি সবাই বুঝেছেন। আর হ্যা ডেমো এর মত আপনার ব্লগ ডিজাইন করতে আরো কয়েক পর্ব অপেক্ষা করতে হবে। তবে হ্যা এর আগে নিচের ছবির মত গ্যাজেট সাজিয়ে নিন।
কারো কোন সমস্যা হলে কমেন্ট করুন। আর হ্যা পোস্ট কপি করলে Voice71 এর ক্রেডিট দিবেন।
আমার ছোট্ট ব্লগ WssBd24.Tk আপনাদের সবার দাওয়াত রইল। আমার ব্লগে ঘুরে আসতে এখানে ক্লিক করুন ।
Amaka Author Banan…
ভালো অনকিউ পোস্ট করার চেষ্টা করুন।
আমি বানাইছি কেমন হইছে দেখেন ত।।
accept and inbox me.
fb.com/360sharif