হাই সবাই কেমন আছেন আশাকরি ভালো সবার আমার আগের পোষ্টে অধিকাংশ কমেন্ট এসেছে ভাই আপনার ব্লগের মকিভাবে ব্লগ সাইট বানাবো দেখান তাই চলে আসলাম আমি আজকের পোষ্ট এ সম্পুর্ন ডিজাইন শেষ করবো ইনশাল্লাহ।
আজকে আমরা এমন একটি ব্লগ ডিজাইন করবো খুব সহজে।
যাদের ব্লগ সাইট নেই তারা একটা ব্লগ খুলে নিন প্রথমে ব্লগারে যাবেন তারপর এখানে আপনার ব্লগ এর নাম নিচে আপনার ব্লগ এর লিঙ্ক দিন দিতে ক্রিয়েট ব্লগ এ ক্লিক করুণ
আর যাদের আগে থেকে ব্লগ আছে তারাও এইবার শুরু করুণ প্রথমে এই লিঙ্ক থেকে Template টি ডাউনলোড করে নিন এটা জিপ ফাইল থাকে এক্সট্রাক করেন নিন।
Theme এ ক্লিক করুণ তারপর
ডান পাশে থেকে Backup/Restore এ ক্লিক করুণ
তারপর
Choose file এ ডাউনলোড করা টেমপ্লেট এর এই ফাইলটি সিলেক্ট করুণ
সিলেক্ট করে নিচে Open এ ক্লিক করুণ
তারপর
Upadte এ ক্লিক করুণ
তারপর এমন আসবে
এবার এটাকে সাজাবো আগে একটা পোষ্ট করে নিন সবাই
তারপর বাম পাস থেকে layout এ ক্লিক করুণ এবার এমন আসবে
এখান থেকে Main মেনুতে ক্লিক করুণ
এবার এখানে যত গুলু মেনু আছে ডিলেট করে দিন
তারপর
উপরে মার্ক করা ঘরে আপনার ক্যাটাগরি নাম দিন আর নিচের ঘরে mega/আপনার ক্যাটাগরি নাম দিন এতে করে কেও ক্যাটাগরিতে মাউস নিলে এমন করে পোষ্ট গুলু শো করবে।
এভাবে আপনি যত গুলু ক্যাটাগরি দিতে চান এড করে নিন
তো আজকে এই পর্যন্তই পোষ্ট অনেক বড় হয়ে গেছে লিখতে বা স্ক্রিনশর্ট গুলু নিতে সমস্যা হচ্ছে তবে যারা আজকেই পুরুপুরি শেষ করতে চান তারা এখানে ক্লিক করে ভিডিও দেখে করে ফেলতে পারেন আমি পুরুটা এখানে লিখে এ শেষ করতাম কিন্তু আমার কম্পিউটার এর Chrome ব্রাউজার টি বার বার ক্রাশ করছে ২ বার ড্রাফট এ এসে আবার না পেয়ে প্রথম থেকে লিখতে হয়েছে আমি আগামি পর্বে শেষ করবো আর চাইলে আপনি ভিডিও টি দেখে আজকেই শেষ করতে পারেন কেও আবার মন্তব্য করবেন না যে ভিউ পাওয়া যন্যে অর্ধেক শেষ করেছি আর যদি অপেক্ষ্যা করেন কাল ২ পর্বে শেষ করবো সবাইকে ধন্যবাদ।
worldpress