আপনি কি আপনার ব্লগের পোস্টে YouTube Video দিতে চান যাতে ভিজিটররা আপনার সাইটে থেকেই সেই ভিডিওটা দেখতে পারে YouTube এ না যাওয়া লাগে? মানে ব্লগের পোস্টে YouTube Embed করে দিতে চান? তাহলে চলুন দেখে আসি কিভাবে ব্লগারে পোস্টের ভিতরে YouTube Video Embed করে দিবেন।

এটা ব্লগারে দুই ভাবে করা যায়। একটা হলো ব্লগার ওয়ার্ড কম্পোজার দিয়ে আরেকটা Html Code দিয়ে। আজকে আমরা দুটাই শিখবো।
Blogger Compose দিয়ে কিভাবে করবেনঃ
এটা দিয়ে করার জন্য পোস্ট লেখার সময় Compose দিয়ে লিখতে হবে Html এ নয়। পোস্ট লেখার সময় নিচের ছবির মতো দেখানো Video Icon এ ক্লিক করে YouTube Video Embed করতে পারবেন।
তবে এটার একটা সমস্যা আছে আর তা হলো এই পদ্ধতিটা সব সময় কাজ করে না। তাই Html Code দিয়ে করা ভালো।
HTML কোড দিয়ে কিভাবে করবেনঃ
Html দিয়ে করা খুবই সহজ, প্রথমে আপনি YouTube এ চলে যান, মোবাইল হলে Computer Mode করে নিন, যে ভিডিওটা Embed করতে চান সেটাতে যান তারপর Share এ ক্লিক করুন >> এবার Embed এ ক্লিক করুন ক্লিক করার পর উপরের ছবির মত একটা কোড পাবেন। কোডটা কপি করে পোস্টের যেখানে ভিডিও দেখাতে চান সেখানে পেস্ট করে দিন। ব্যাস এবার পোস্ট পাবলিশ করে দেখুন আপনার পোস্টে ভিডিও Embed হয়ে গেছে।
আশা করি পোস্ট টা আপনার একটু হলেও কাজে লেগেছে, ভালো লাগলে শেয়ার করতে পারেন আর এরকম আরো শিক্ষণীয় পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

My Website

7 thoughts on "দেখে নিন YouTube ভিডিও কিভাবে আপনার ব্লগের পোস্টে এমবেড করবেন"

  1. Bear Grylls Author Post Creator says:
    কমেন্ট করার জন্য ধন্যবাদ
  2. Forhad Rahman Author says:
    Bear Grylls in Trickbd? Wow!
    Great post. Helpful for me
    1. Bear Grylls Author Post Creator says:
      thank you brother
    2. Forhad Rahman Author says:
      welcome back ❤?
    3. Bear Grylls Author Post Creator says:
      🙂

Leave a Reply