সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে আমি যে ট্রিক টি সেয়ার করব সেটি আপনি যদি একজন ব্লগার হন তাহলে আপনার অনেক সাহায্য হবে আপনার ওয়েসাইটের ভিজিটর দের ধরে রাখতে সাহায্য করবে।ধরুন কেউ আপনার ব্লগে আসলো কোন পোস্ট পড়ার জন্য।এখন আপনার ব্লগে এই রিলেটেড আরও পোস্ট রয়েছে টা আপনি তাকে কিভাবে বুঝাবেন। আমি আজকে যেই ট্রিক টি শিখাব সেই ট্রিকটি এপ্লাই করলে আপনার একটি পোস্টে যদি কোন ভিজিটর আসে সেই পোস্টে অন্য এই কেটাগরির পোস্টের টাইটেল সেই পোস্টে যুক্ত করে দিবে। এবং সেই পোষ্টটির টাইটেল ইন্টারেস্টিং হলে সেই পষ্টটিও আপনার সেই ভিজিটর পরবে।এই ট্রিকটি একবার এপ্লাই করলে সকল পোস্টে যুক্ত হয় যাবে।ট্রিকটি??
demo
প্রথমে ডেমো তে ক্লিক করে যেকোন একটি পোস্ট ওপেন করুন তাহলে আপনারা ডেমো দেখতে পারবেন।ডেমো দেখলে আশা করি বুঝতে পারবেন ব্যাপার টি।
এখন ট্রিকটি কিভাবে এপ্লাই করবেন সে সম্পর্কে বলব।
প্রথমে আমি দুটি কোড দিব একটি হল css এবং অন্যটি html।
CSS কোডটি আপনার থিমের ট্যাগ এর উপরে বসবেন এবং html কোডটি এর নিচে বসাবেন।আপনার থিমে
(“*”এটি হবে না,কোডটি দেখার জন্য ব্যবহার হয়েছে) কয়েকবার থাকতে পারে সবার নিচে যেটি থাকবে সেটার নিচে পেস্ট করবেন।কাজ শেষ
Get Code
এখানে কিভাবে কোড দিব বুঝতেছি না।তাই সরাসরি দিতে পারলাম না। মাফ করবেন।
[নোট:কোডটি .txt ফাইলে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হয়েছে।আপনারা চাইলে এটি ডাউনলোড না করেও কপি করতে পারবেন।(——- এই চিহ্ন টি কোড শুরু এবং কোড শেষ হিসেবে ব্যাবহার করা হয়েছে।এটি কপি করবেন না।)]
ধন্যবাদ সবাইকে
FOR ANY HELP |
---|
CONTECT ME |
CLICK HERE | |
---|---|
MESSENGER | INBOX ME |
FOLLOW ME |
11 thoughts on "[Blog user[কিভাবে আপনার ওয়েসাইটের পোস্টে automatic internel linking চালু করবেন।"