আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন , আবারও হাজির হলাম ফ্রি ব্লগ সাইট তৈরীর সিরিজ পোস্ট এ । গত তিনটা পর্ব যারা দেখেন নি তারা এখান থেকে পর্বগুলো দেখেন আসেন ।

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]

ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]

আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ব্লগারে পোস্ট লিখবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরি করবেন ।

তো চলুন শুরু করা যাকঃ

১। প্রথমে ব্লগার ডট কমে প্রবেশ করুন ।

২।  তার পর পোস্ট লিখার জন্য New Post  এ ক্লিক করুন ।

ব্লগারে পোস্ট লিখা

৩।  New Post ক্লিক করার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনি আপনার পোস্ট লিখতে পারবেন এবং কিছু প্রয়োজনীয় টুল বা অপশন পাবেন ।  পোস্টের টাইটেল এবং কনটেন্ট লিখা শেষে Publish ক্লিক করবেন ।

ব্লগারে পোস্ট লিখা

পোস্ট করার টুল সমূহঃ

ব্লগার পোস্ট করার জন্য অনেক গুলো টুলস রয়েছে তার মধ্যে থেকে প্রয়োজনীয় সকল টুলস গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে আপনারা যাতে ভালো বুঝতে পারেন এই নিয়ে একটি ভিডিও করছি যা পোস্টের শেষে দিয়ে দিব আপনার দেখে নিবেন ।

১। Compose:  কম্পোজ এ আপনি MS WORD এ যেমন লিখেন ঠিক তেমন ভাবে লিখতে পারবেন এই অপশন টি সিলেক্ট করা থাকলে ।

২। HTML: আপনি পোস্ট টা লিখতে পারনে HTML আকারে বা ফরম্যাট এ  । HTML ফরম্যাটে পোস্ট করার জন্য এটি সিলেক্ট থাকতে হবে ।

৩। Undo & Redo: আমরা যথাক্রমে HTML এর পরের অপশন গেলে আপনারা Undo ও Redo বাটন দেখতে পারব এটির কাজ আমরা সবাই  জানি ।

৪। Font Style & Font Size: তারপর এ যথাক্রমে যে টুল টি রয়েছে তা দিয়ে ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারি , তার পর যেটা আছে ঐ টা ফন্ট সাইট নির্ধারণ করে দিতে পারি ।

৫। Heading:  এরপর এর অপশন টি হলো হেডিং অপশন গুলো আছে ।

৬। Bold,Italic,Underline, Strike through:  যথাক্রমে এই গুলো দিয়ে লিখা  বোল্ড,ইতালিক, আন্ডার লাইন, লেখার মাঝে টান দিতে পারবেন এক কথায় ফরম্যাটিং এর কাজ গুলো করতে পারবেন ।

 

৭।Text-Color: এর পর যে অপশন টি পাবেন ঐ দিয়ে টেক্সট এর কালার  জন্য ।

আরো সব টুলস এর কাজ গুলো এবং কিভাবে ক্যাটেগরি তৈরি করবেন তা ভিডিও টি তে দেওয়া আছে দেওয়া করে দেখে নিবেন ।

এখন আপনার কাজ কি ?

এর পরের পর্ব তে আমরা সাইটের বেসিক সেটিং গুলো করব তারপর টেমপ্লেট আপলোড ও কাস্টমাইজ করা দেখাব তো ততক্ষণ পর্যন্ত আপনি কপি মুক্ত পোস্ট লিখেন নিজের আর ক্যাটেগরি তৈরী করেন ১০ টি । আর যত বেশি পারেন পোস্ট করেন পোস্ট না থাকলে সাইট ডিজাইন করতে সমস্যা হবে ভাল হয় না ।

আমার ওয়েব সাইটঃ www.nanoblog.net

12 thoughts on "কিভাবে ব্লগারে পোস্ট করবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৩ ]"

    1. MD Biplop Hossain Author Post Creator says:
      ধন্যবাদ
    1. MD Biplop Hossain Author Post Creator says:
      সাথেই থাকুন
  1. Shahriar Ahmed Shovon Author says:
    এতদিন ভাবতাম ব্লগার মনে হয় আদিম যুগের তেমন ভালো না আবার ভাবতাম গুগলের যখন ভালো হতেও পারে। তবে, আপনার পোস্টের মাধ্যমে সেসব ধারণা শেষ হলো আসলে ব্লগার ও অনেক ভালো।। অনেকটা ওয়ার্ডপ্রেস এর মতোই।। ধন্যবাদ ধারাবাহিক পোস্ট করার জন্য!!??
    1. MD Biplop Hossain Author Post Creator says:
      ভিডিও টা কি দেখছেন আমি কি ভিডিও টা তে বুঝাতে পারছি ?
  2. Redoy420 Contributor says:
    Repto থেকে আমি একটি ভিডিও কোর্স শিখতে চাই।
    এটি Affiliate Marketing এর ৩২ ঘন্টার ভিডিও৷তাই আমার ক্রেডিট বা কয়েন দরকার।একটা ID খুলে আমাকে সাহায্য করুন Please. http://Www.bit.ly/redoy45
    Please ভাইসব মাএ ২ মিনিট লাগবে,,,
  3. blackhat Contributor says:
    পোস্ট গুলো অনেক ছোট হয়ে যাচ্ছে আরো বিস্তারিত লিখলে ভালো হয়
    1. MD Biplop Hossain Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য , এই পোস্ট টি ছোট হয়ে গেছে আমিও জানি কিন্তু এইখানে লেখে বুঝানো একটু জটিল ছিল তাই বাকি টা ভিডিও তে বিস্তারিত আলোচনা করছি ।
  4. Redoy420 Contributor says:
    Repto থেকে আমি একটি ভিডিও কোর্স শিখতে চাই।
    এটি Affiliate Marketing এর ৩২ ঘন্টার ভিডিও৷তাই আমার ক্রেডিট বা কয়েন দরকার।একটা ID খুলে phone number verify করে আমাকে সাহায্য করুন Please. http://Www.bit.ly/redoy45
    Please ভাইসব মাএ ২ মিনিট লাগবে,,,
  5. Abir Mahmud Contributor says:
    Apnr site e kon template use korechen??
  6. zahiddj Contributor says:
    Amr post gula ki review hobe na??? Sorry for spam but baddho hoay spam korchi coz aj prai 1month 15 moto hoa galo trainer req daoa but mail,post comment,group post kono ta korao admin review korcha na…
    N.B: trickbd k khub valobashi but aytar por maybe amk ban kora hobe….

Leave a Reply